‘পুত্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
A
তপন
B
তনয়
C
আত্মজা
D
শোভন
উত্তরের বিবরণ
পুত্র শব্দের প্রতিশব্দ হলো তনয়।
পুত্র এর অন্যান্য প্রতিশব্দ:
-
ছেলে
-
আত্মজ
-
নন্দন
-
দুলাল
-
সুত
-
তনয়
-
খোকা
-
কুমার
অন্যান্য শব্দ ও তাদের প্রতিশব্দ:
-
কন্যা = আত্মজা
-
সূর্য = তপন
-
সুন্দর = শোভন
উৎস:
0
Updated: 1 month ago
কোন দুটি তৎসম উপসর্গ?
Created: 1 month ago
A
নির, দুর
B
ইতি, ঊন
C
অজ, অনা
D
ভর, রাম
বাংলা ভাষায় উপসর্গ দুটি প্রধান শ্রেণিতে বিভক্ত, যথা তৎসম (সংস্কৃত) উপসর্গ এবং বাংলা উপসর্গ। প্রতিটি উপসর্গের সংখ্যা ও উদাহরণ নিচে দেওয়া হলো।
-
তৎসম (সংস্কৃত) উপসর্গ: মোট ২০টি।
-
উদাহরণ: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
-
-
বাংলা উপসর্গ: মোট ২১টি।
-
উদাহরণ: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
-
0
Updated: 1 month ago
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
জেঠী
B
পাগলী
C
বেঙ্গামী
D
সৎমা
নিত্য স্ত্রী বাচক শব্দ - সধবা, বিধবা, স্বপত্নী, সতীন, ডাইনি, বাঁইজি, কলঙ্কিনী, শাকচুন্নি, কুলটা, অসর্ম্পস্যা, অন্তস্বত্তা, সৎমা, এঁয়ো, সুজলা, সুফলা, রূপসী, অঅর্ধাঙ্গিনী।
0
Updated: 1 month ago
‘হাতি’-এর সমার্থক শব্দ কোনটি?
Created: 3 months ago
A
কুন্তল
B
ফণী
C
তনু
D
কর
'হাতি' এর সমার্থক শব্দ গজ, দন্তী, দ্বিপ, হস্তী, করী, বৃংগল, নশ, বারণ, কুঞ্জর ইত্যাদি।
0
Updated: 3 months ago