‘বিভাবরী’ শব্দের অর্থ -
A
যুদ্ধ
B
অজানা
C
রাত্রি
D
সূর্য
উত্তরের বিবরণ
বিভাবরী শব্দের অর্থ হলো রাত্রি।
বিভাবরী এর সমার্থক শব্দ:
-
রাত্রি
-
রজনী
-
ক্ষণদা
-
নিশা
-
যামিনী
অন্যান্য শব্দ ও তাদের অর্থ:
-
অচিন = অচেনা, অজানা
-
আহব = যুদ্ধ
উৎস:

0
Updated: 10 hours ago
‘ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কি বিপদ!’- এ বাক্যের ‘কী’ এর অর্থ কোনটি?
Created: 2 weeks ago
A
বিরক্তি
B
রাগ
C
ভয়
D
হুমকি
এরুপ ক্ষেত্রে বাক্যের ভাব বুঝেই ‘কী’এর অর্থ নিরুপণ করতে হবে। সে হিসাবে এর অর্থ ‘ভয়’ ‘রাগ’ বা ‘বিপদ’ নয়, অবশ্যই ‘বিরক্ত’।

0
Updated: 2 weeks ago
বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন–
Created: 3 weeks ago
A
দেবেন্দ্রনাথ ঠাকুর
B
অক্ষয়কুমার দত্ত
C
রাজা রামমোহন রায়
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা গদ্যে প্রথমবার বিরাম চিহ্নের সুষ্ঠু ও নিয়মিত ব্যবহার করেন অক্ষয়কুমার দত্ত।
তিনি “সম্বাদ প্রভাকর” ও অন্যান্য লেখায় গদ্যের যুক্তি ও সৌন্দর্য বৃদ্ধির জন্য কমা, দাঁড়ি, সেমিকোলন ইত্যাদি বিরামচিহ্ন ব্যবহার শুরু করেন।
যদিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যকে দৃঢ় ভিত্তি দেন, তবুও বিরামচিহ্ন ব্যবহারের ক্ষেত্রে কৃতিত্ব প্রধানত অক্ষয়কুমার দত্তের।

0
Updated: 3 weeks ago
'গান দিয়ে মনটাকে আনন্দে ভরিয়ে রাখতো সে।' বাক্যটিতে 'দিয়ে' হলো-
Created: 1 week ago
A
উপসর্গ
B
প্রত্যয়
C
ধাতু
D
অনুসর্গ

0
Updated: 1 week ago