'মৌমাছি' এর প্রতিশব্দ -
A
মধুপ
B
অলি
C
শিলীমুখ
D
সবগুলোই
উত্তরের বিবরণ
মৌমাছি শব্দের প্রতিশব্দের মধ্যে রয়েছে মধুকর, অলি, মধুপ, শিলীমুখ প্রভৃতি।
উৎস:

0
Updated: 10 hours ago
‘গায়ে হলুদ’ কোন সমাসের উদাহরণ?
Created: 2 weeks ago
A
তৎপুরুষ সমাস
B
বহুব্রীহি সমাস
C
কর্মধারয় সমাস
D
দ্বন্দ্ব সমাস
'গায়ে হলুদ' বহুব্রাহী সমাসের উদাহরণ। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।

0
Updated: 2 weeks ago
'খগ' শব্দের অর্থ কী?
Created: 1 week ago
A
আকাশ
B
পাখি
C
উট
D
পর্বত

0
Updated: 1 week ago
'যারে দেখতে নারি তার চলন বাঁকা' প্রবাদের অর্থ কী?
Created: 5 days ago
A
দুর্বলের প্রতি সর্বদা দোষারোপ
B
অপছন্দের ভালোমন্দ সবই খারাপ
C
নিজের ত্রুটি অন্যের ওপর চাপানো
D
দোষী হয়েও অপরের সামান্য ত্রুটির সমালোচনা করা
বাংলা প্রবাদ-প্রবচন মানুষের চিন্তা, অভিজ্ঞতা ও সমাজজীবনের নানা বাস্তবতা ফুটিয়ে তোলে। এগুলোর মাধ্যমে সংক্ষিপ্ত বাক্যে গভীর অর্থ প্রকাশ পায়। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবচনের ব্যাখ্যা দেওয়া হলো—
-
যারে দেখতে নারি তার চলন বাঁকা অর্থ অপছন্দের মানুষের ভালোমন্দ সবকিছুই খারাপ বলে মনে হয়।
-
যত দোষ নন্দ ঘোষ অর্থ দুর্বল বা অসহায় ব্যক্তিকে সর্বদা দোষারোপ করা।
-
নাচতে না জানলে উঠান বাঁকা অর্থ নিজের অক্ষমতা বা ত্রুটি অন্যের ওপর চাপানো।
-
চালুনি বলে ছুঁচ তোর দেখি ছ্যাঁদা অর্থ নিজে বড় দোষী হয়েও অন্যের সামান্য ত্রুটির সমালোচনা করা।
উৎস:

0
Updated: 5 days ago