'মৌমাছি' এর প্রতিশব্দ -
A
মধুপ
B
অলি
C
শিলীমুখ
D
সবগুলোই
উত্তরের বিবরণ
মৌমাছি শব্দের প্রতিশব্দের মধ্যে রয়েছে মধুকর, অলি, মধুপ, শিলীমুখ প্রভৃতি।
উৎস:
0
Updated: 1 month ago
‘গরমিল’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Created: 1 month ago
A
মিল ও অমিল
B
অমিলের সদৃশ
C
মিলের অভাব
D
গর ও মিল
গরমিল সমাসের ব্যাসবাক্য - "মিলের অভাব"। এটি একটি অব্যয়ীভাব সমাস।
0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
হীনম্ন্যন্যতা
B
হীনোম্মন্যতা
C
হীনম্মন্যতা
D
হীনোম্নন্যতা
হীনম্মন্যতা একটি বিশেষণ পদ, যার উৎপত্তি সংস্কৃত থেকে।
-
অর্থ: নিজের সম্পর্কে হীন ধারণা পোষণ করা।
0
Updated: 1 month ago
ওষ্ঠ্য ব্যঞ্জনগুচ্ছ কোনটি?
Created: 1 month ago
A
চ, ছ, জ, ঝ, শ
B
প, ফ, ব, ভ, ম
C
ন, র, ল, স
D
ত, থ, দ, ধ
বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কোন অঙ্গ কোথায় বাধা সৃষ্টি করে তার ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। এর মধ্যে একটি হলো ওষ্ঠ্য ব্যঞ্জন, যা ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়।
-
ওষ্ঠ্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুই ঠোঁট কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে। এগুলোকে দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও ডাকা হয়।
উদাহরণ: পাকা, ফল, বাবা, ভাই, মা — এখানে প, ফ, ব, ভ, ম হলো ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি।
এ ছাড়া ব্যঞ্জনধ্বনির অন্যান্য শ্রেণি হলো—
-
তালব্য ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ, শ
-
দন্তমূলীয় ব্যঞ্জন: ন, র, ল, স
-
দন্ত্য ব্যঞ্জন: ত, থ, দ, ধ
উৎস:
0
Updated: 1 month ago