'ধাম' শব্দের অর্থ কী?
A
অর্থ
B
বাসগৃহ
C
অনুজ্ঞা
D
নির্দেশ
উত্তরের বিবরণ
‘ধাম’ শব্দের অর্থ হলো বাসগৃহ বা আলয়, অর্থাৎ কোনো ব্যক্তির বা জীবের বাসস্থান।
-
ধাম = বাসগৃহ, আলয়, আগার, বাসস্থান
অন্য শব্দ ও তাদের অর্থ:
-
আজ্ঞা = আদেশ, অনুজ্ঞা, হুকুম, নির্দেশ
-
কড়ি = কপর্দক, অর্থ, ধন
উৎস:

0
Updated: 10 hours ago
‘সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র’। কোন বাক্য?
Created: 3 weeks ago
A
নির্দেশাত্মক বাক্য
B
স্ময়বোধক বাক্য
C
জটিল বাক্য
D
যৌগিক বাক্য
এটি একটি জটিল বা মিশ্র বাক্য। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহার হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।

0
Updated: 3 weeks ago
‘মনমাঝি’- এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Created: 2 weeks ago
A
মন ও মাঝি।
B
মন মাঝির ন্যায়
C
মনরূপ মাঝি
D
মন যে মাঝি
উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে ও উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে 'রূপ' অথবা 'ই' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন: ক্রোধ রূপ অনল = ক্রোধানল, বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু, মন রূপ মাঝি = মনমাঝি।

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি ‘ষত্ব’ বিধানের নিয়মে শুদ্ধ?
Created: 2 weeks ago
A
মাস্টার
B
পোশাক
C
জিনিস
D
পোস্ট মাস্টার
‘ষত্ব’ বিধানের নিয়মে সবগুলো বানান শুদ্ধ। ষত্ব বিধান: তৎসম শব্দের বানানে মূর্ধন্য ‘ষ’-এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে। নিয়ম ও উদাহরণ: ১। অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের স ষ হয়। যেমন—ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
২। ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ’ হয়। যেমন—অভিষেক, সুষুপ্ত, অনুষঙ্গ, প্রতিষেধক, প্রতিষ্ঠান ইত্যাদি। ৩। ‘ঋ’ ও ঋ-কারের পর ‘ষ’ হয়। যেমন—ঋষি, কৃষক। ৪। তৎসম শব্দে ‘র’ এর পর ‘ষ’ হয়। যেমন—বর্ষা, ঘর্ষণ। ৫। ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয়। যেমন—কষ্ট, কাষ্ঠ। ৬। কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়। যেমন—ষড়ঋতু, আষাঢ়, ভাষা, মানুষ, দ্বেষ। ৭। বিদেশি শব্দে ‘ষ’ হয় না। যেমন—জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।

0
Updated: 2 weeks ago