'ধাম' শব্দের অর্থ কী?
A
অর্থ
B
বাসগৃহ
C
অনুজ্ঞা
D
নির্দেশ
উত্তরের বিবরণ
‘ধাম’ শব্দের অর্থ হলো বাসগৃহ বা আলয়, অর্থাৎ কোনো ব্যক্তির বা জীবের বাসস্থান।
-
ধাম = বাসগৃহ, আলয়, আগার, বাসস্থান
অন্য শব্দ ও তাদের অর্থ:
-
আজ্ঞা = আদেশ, অনুজ্ঞা, হুকুম, নির্দেশ
-
কড়ি = কপর্দক, অর্থ, ধন
উৎস:
0
Updated: 1 month ago
'Blockade' এর পারিভাষিক অর্থ হচ্ছে -
Created: 3 weeks ago
A
আবর্ত
B
বন্ধন
C
অবরোধ
D
শক্তিজোট
‘Blockade’ শব্দের পারিভাষিক অর্থ হলো ‘অবরোধ’। এটি সাধারণত রাজনৈতিক, সামরিক বা অর্থনৈতিক কারণে যোগাযোগ বা চলাচল বন্ধ করে দেওয়ার অর্থে ব্যবহৃত হয়।
আরও কিছু ইংরেজি শব্দের বাংলা পারিভাষিক রূপ নিচে দেওয়া হলো—
-
Bribe – উৎকোচ / ঘুষ
-
Cop – পুলিশ
-
Background – পটভূমি
-
Bail – জামিন
-
Boycott – বর্জন
-
Cartoon – ব্যঙ্গচিত্র
-
Cease Fire – অস্ত্র সংবরণ
-
Covenant – চুক্তিপত্র
0
Updated: 3 weeks ago
‘আবেগ’ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
বিশেষণ
B
ক্রিয়াবিশেষণ
C
পদ
D
অব্যয়
বাংলা ভাষায় ‘আবেগ’ পদ-এর অন্তর্ভুক্ত।
পদ হলো বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু। অন্যভাবে বলা যায়, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ।
বাক্যের অন্তর্গত এসব পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো—
-
বিশেষ্য
-
সর্বনাম
-
বিশেষণ
-
ক্রিয়া
-
ক্রিয়াবিশেষণ
-
অনুসর্গ
-
যোজক
-
আবেগ
(উৎস:
0
Updated: 1 month ago
'উদ্বন্ধন' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
উত্ঃ + বন্ধন
B
উদ্ + বন্ধন
C
উধ্ + বন্ধন
D
উৎ + বন্ধন
বাংলা ভাষায় সন্ধির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ধ্বনির সংযোগে উচ্চারণে পরিবর্তন ঘটে। বিশেষত ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কিছু বিশেষ পরিস্থিতিতে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি পরিবর্তিত হয়ে ঘোষ অল্পপ্রাণে রূপ নেয়। এর নিয়ম ও উদাহরণ নিচে দেওয়া হলো।
-
ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনি-এর পর যদি থাকে—
-
একই বর্গের ঘোষ অল্পপ্রাণ বা ঘোষ মহাপ্রাণ ধ্বনি
-
ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি (য > জ)
-
ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব)
-
ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র)
-
অথবা আবারো ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ধ্বনি (ব)
তবে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি উচ্চারণে ঘোষ অল্পপ্রাণ রূপে রূপান্তরিত হয়।
-
-
উদাহরণ:
-
উৎ + ঘাটন → উদঘাটন
-
উৎ + যোগ → উদ্যোগ
-
উৎ + বন্ধন → উদ্বন্ধন
-
তৎ + রূপ → তদ্রুপ
-
উৎস:
0
Updated: 1 month ago