'সিংহ' এর প্রতিশব্দ কোনটি?
A
কুরঙ্গ
B
ভুজঙ্গ
C
মৃগেন্দ্র
D
কুঞ্জর
উত্তরের বিবরণ
‘সিংহ’ শব্দের প্রতিশব্দ হলো মৃগেন্দ্র। একই রকম অর্থে ব্যবহার করা যায় আরও কিছু সমার্থক শব্দের মাধ্যমে, যেমন:
-
পশুরাজ
-
কেশরী
-
মৃগেন্দ্র
-
মৃগরাজ
অন্যান্য পশু ও তাদের প্রতিশব্দ:
-
ভুজঙ্গ = সাপ
-
কুরঙ্গ = হরিণ
-
কুঞ্জর = হাতি
উৎস:
0
Updated: 1 month ago
কোনটি ‘পানি’ শব্দের সমার্থক শব্দ?
Created: 1 month ago
A
সবিতা
B
সলিল
C
সাগর
D
সৈকত
সমার্থক শব্দ হলো সেই শব্দ যা অর্থে একে অপরের সমান বা কাছাকাছি।
-
পানি মানে জল।
-
সলিল মানেও জল বা পানি।
-
অন্যগুলো:
-
সবিতা = সূর্য বা রোদ
-
সাগর = বিশাল জলরাশি, পানি হলেও ‘সাধারণ পানি’ নয়, বৃহৎ জলাভূমি বোঝায়
-
সৈকত = সমুদ্র তীর, পানি নয়
-
সুতরাং, ‘পানি’ শব্দের সবচেয়ে সঠিক সমার্থক শব্দ হলো সলিল।
0
Updated: 1 month ago
'অতিথি' এর সমার্থক শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
অভ্যাগত
B
কুটুম
C
কুটুম্ব
D
উপরের সবগুলোই
‘অতিথি’ শব্দের প্রতিশব্দ হলো এমন সব শব্দ, যা কাউকে আগন্তুক বা আগমনকারী হিসেবে নির্দেশ করে। এরা সকলেই কোনো গৃহ, সমাজ বা স্থানে আগত ব্যক্তিকে বোঝায়।
‘অতিথি’-এর প্রতিশব্দসমূহ:
-
অভ্যাগত
-
মেহমান
-
নিমন্ত্রিত
-
আমন্ত্রিত
-
কুটুম
-
কুটুম্ব
-
আগন্তুক
এসব শব্দে অর্থের সূক্ষ্ম পার্থক্য থাকলেও মূলত এরা সকলেই আগত বা আমন্ত্রিত ব্যক্তিকে প্রকাশ করে।
0
Updated: 3 weeks ago
'ঘাড়ের ভূত নামানো' প্রবাদটি কী অর্থে ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
নিজেকে সংশ্লিষ্ট না করা
B
দুর্বুদ্ধি ত্যাগ করা
C
অপ্রাসঙ্গিক কাজ করা
D
কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি
'ঘাড়ের ভূত নামানো' প্রবাদের অর্থ হলো দুর্বুদ্ধি ত্যাগ করা। এর alongside আরও কিছু প্রবাদ রয়েছে যেগুলোর অর্থ ভিন্ন।
-
কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি কুলো: নিজেকে সংশ্লিষ্ট না করা
-
ধান ভানতে শিবের-গীত্র / ধেনো হাটে ওল নামানো: অপ্রাসঙ্গিক কাজ করা
-
ধারে না হলে ভারে কাটে: কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি
উৎস:
0
Updated: 1 month ago