সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
A
ভারতে
B
বাংলাদেশে
C
শ্রীলংকায়
D
নেপালে
উত্তরের বিবরণ
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]
তবে এখানে সেই সময় বিবেচনা করলেসঠিক উত্তর হবে শ্রীলংকায়
ব্যাখ্যা:
সার্ক (SAARC) ভুক্ত দেশগুলোর মধ্যে শ্রীলংকায় শিক্ষিতের হার সর্বাধিক। দেশটিতে সাক্ষরতার হার প্রায় ৯২–৯৪% এর মধ্যে, যা এই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এটি শ্রীলংকার দীর্ঘদিনের শিক্ষাবান্ধব নীতি এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কারণে সম্ভব হয়েছে।
অন্যদিকে অন্যান্য সার্কভুক্ত দেশের (যেমন ভারত, বাংলাদেশ, নেপাল) সাক্ষরতার হার তুলনামূলকভাবে কম:
-
বাংলাদেশ: প্রায় ৭৫–৭৬%
-
ভারত: প্রায় ৭৭–৭৮%
-
নেপাল: প্রায় ৬৭–৭০%
এজন্য শ্রীলংকা এই তালিকায় সবার উপরে রয়েছে।
0
Updated: 3 months ago
South Asian Association for Regional Cooperation (SAARC) কোন দেশে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
ইসলামাবাদ, পাকিস্তান
B
ঢাকা, বাংলাদেশ
C
হায়দ্রাবাদ, ভারত
D
কাঠমুন্ডু, নেপাল
South Asian Association for Regional Cooperation (SAARC) হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
-
প্রতিষ্ঠার তারিখ: ৮ ডিসেম্বর, ১৯৮৫, ঢাকায়
-
সদর দপ্তর: কাঠমুন্ডু, নেপাল
-
বর্তমান সদস্য দেশ (৮টি):
১. বাংলাদেশ
২. ভারত
৩. পাকিস্তান
৪. নেপাল
৫. শ্রীলঙ্কা
৬. ভুটান
৭. মালদ্বীপ
৮. আফগানিস্তান
0
Updated: 1 month ago
সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
ভুটান
B
মালদ্বীপ
C
পাকিস্তান
D
আফগানিস্তান
সার্ক (SAARC)
পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা)
প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর, ১৯৮৫, ঢাকা, বাংলাদেশ
প্রথম সম্মেলন: ঢাকায় অনুষ্ঠিত
প্রাথমিক সদস্য সংখ্যা: ৭টি দেশ
বর্তমান সদস্য সংখ্যা: ৮টি দেশ
-
সদস্য রাষ্ট্রগুলো: বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান (২০০৭ সালে অন্তর্ভুক্ত)
সচিবালয়: কাঠমান্ডু, নেপাল
প্রধান: সেক্রেটারি জেনারেল
সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য:
-
সদস্য দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা
-
এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং সংস্কৃতির বিকাশ নিশ্চিত করা
-
দক্ষিণ এশিয়ার দেশগুলোকে জাতীয়ভাবে আত্মনির্ভরশীল করে তোলা
-
রাষ্ট্রগুলোর সাধারণ স্বার্থে সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি করা
-
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতার সম্পর্ক স্থাপন
0
Updated: 1 month ago
সার্ক প্রতিষ্ঠিত হয়-
Created: 1 week ago
A
১৯৮২ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৮৪ সালে
D
১৯৮৩ সালে
0
Updated: 1 week ago