'ঊনপাঁজুরে' বাগ্ধারার অর্থ কী?
A
অপটু
B
ব্যক্তিত্বহীন
C
নীরস
D
পক্ষপাতদুষ্ট
উত্তরের বিবরণ
বাংলা ভাষার বিভিন্ন বাগ্ধারা মানুষের স্বভাব, গুণ বা অবস্থাকে প্রকাশ করে। প্রতিটি বাগ্ধারার অর্থ জানা থাকলে ভাষা আরও জীবন্ত হয়ে ওঠে।
-
ঊনপাঁজুরে বাগ্ধারার অর্থ দুর্বল ও ব্যক্তিত্বহীন।
-
কাঁচা হাত অর্থ অপটু।
-
কাঠখোট্টা বাগ্ধারার অর্থ নীরস ও অনমনীয়।
-
একচোখা অর্থ পক্ষপাতদুষ্ট।

0
Updated: 10 hours ago
‘গদাই লস্করি চাল’ বাগধারাটির অর্থ কী?
Created: 3 days ago
A
তুচ্ছ পদার্থ
B
আলসেমি
C
অন্ধ অনুকরণ
D
তুমুল কান্ড
‘গদাই লস্করি চাল' বাগধারাটির অর্থ - আলসেমি। ভরাডুবি' অর্থ সর্বনাশ। তাসের ঘর শব্দের অর্থ - ক্ষণস্থায়ী। ভিজা বিড়াল বাগধারাটির অর্থ কপটাচারী, অতি চালাক।

0
Updated: 3 days ago
শরতের শিশির -বাগধারার অর্থ কী?
Created: 2 weeks ago
A
সুসময়ের বন্ধু
B
সুসময়ের সঞ্চয়
C
শরতের শোভা
D
শরতের শিউলি ফুল
‘শরতের শিশির’
এই বাগ্ধারার মানে হলো — যে বন্ধু শুধু ভালো সময়ে থাকে, দুঃসময়ে পাশে থাকে না, বা অল্পস্থায়ী।
আরও কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ:
-
কচু বনের কালাচাঁদ → অপদার্থ, অর্থহীন ব্যক্তি।
-
ঢাকের বাঁয়া → যার কোনো দাম নেই।
-
নারকের ঢেঁকি → বিবাদের মূল কারণ বা ঝামেলার বিষয়।
-
সোনার কাঠি রূপার কাঠি → প্রাণপণ সংগ্রাম বা বাঁচা-মরার লড়াই।
-
তাসের ঘর → টেকসই নয়, সহজেই ভেঙে পড়ে বা ক্ষণস্থায়ী।
-
চোখের বালি → চোখে লাগে এমন ব্যক্তি/চক্ষুশূল।
-
গুড়ে বালি → আশা ভঙ্গ বা আশায় নিরাশ হওয়া।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 weeks ago
’চক্ষুদান করা’ – বাগধারাটির অর্থ কী?
Created: 2 weeks ago
A
পক্ষপাতিত্ব করা
B
সৌভাগ্য লাভ
C
চুরি করা
D
নষ্ট করা
'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ চুরি বা চুরি করা । যেমন - পকেটমার আমার মানিব্যাগটি চক্ষুদান করে নিয়ে গেল।

0
Updated: 2 weeks ago