'ভাবুক' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
A
ভাব + উক
B
ভৌ + উক
C
ভা + উক
D
ভো + উক
উত্তরের বিবরণ
স্বরসন্ধির নিয়ম:
বাংলা ভাষায় এ, ঐ, ও, ঔ-কারের পরবর্তী স্বরধ্বনির প্রভাবে উচ্চারণে পরিবর্তন ঘটে। নিয়মটি হলো—
-
এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় হয়।
-
ও, ঔ স্থানে যথাক্রমে অব্, আব্ হয়।
উদাহরণ:
-
ঔ + উ = আব্ + উ → ভৌ + উক = ভাবুক
-
ও + ই = অব্ + ই → পো + ইত্র = পবিত্র
-
ঔ + অ = আব্ + অ → পৌ + অক = পাবক
-
ও + আ = অব্ + আ → গো + আদি = গবাদি

0
Updated: 10 hours ago
'পশ্বাচার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
পশ্ব + চার
B
পশ্চ + আচার
C
পশু + চার
D
পশু + আচার
• স্বরসন্ধির নিয়ম:
উ-ধ্বনি বা ঊ-ধ্বনির পরে অন্য স্বরধ্বনি থাকলে উ অথবা ঊ-ধ্বনির জায়গায় ব-ফলা হয় এবং পরের স্বরধ্বনির চিহ্ন আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- মনু + অন্তর = মন্বন্তর,
- সু + আগত = স্বাগত,
- পশু + আচার = পশ্বাচার,
- অনু + ঈক্ষা = অন্বীক্ষা,
- তনু + ঈ = তন্বী,
- গুরু + ঈ = গুবী।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
‘ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 3 days ago
A
ব্য+অর্থ
B
বি+অর্থ
C
ব্যা+অর্থ
D
ব+অর্থ
“ব্যর্থ” শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো - বি + অর্থ। ব্যর্থ শব্দের অর্থ বৃথা, বিফল, নিষ্ফল। সংস্কৃত বি এর সাথে অর্থযক্ত হয়ে শব্দটি গঠিত।

0
Updated: 3 days ago
'চলচ্চিত্র' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 weeks ago
A
চলৎ + চিত্র
B
চল + চিত্র
C
চলচ + চিত্র
D
চলিচ + চিত্র
চলচ্চিত্র - শব্দের সন্ধি বিচ্ছেদ হল - চলৎ + চিত্র = চলচ্চিত্র। এটি ব্যঞ্জন সন্ধি সাধিত।

0
Updated: 2 weeks ago