জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি কে?
A
ড. আব্দুল মোমেন
B
বি. এ. সিদ্দিকী
C
ড. কামাল হোসেন
D
হুমায়ুন রশীদ চৌধুরী
উত্তরের বিবরণ
জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব শান্তি, উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক আলোচনার প্রধান মঞ্চ হিসেবে কাজ করে, যেখানে সব সদস্য রাষ্ট্র সমানভাবে মত প্রকাশের সুযোগ পায়।
-
সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি (সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী)
-
প্রতিটি দেশ অধিবেশনে সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে
-
সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি ছিলেন বিজয়া লক্ষ্মী পন্ডিত (ভারত), যিনি ১৯৫৩ সালে ৮ম অধিবেশনে সভাপতিত্ব করেন
-
বাংলাদেশ ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে সভাপতিত্বের সুযোগ পায়
-
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন হুমায়ুন রশীদ চৌধুরী, যিনি একই বছরে এই দায়িত্ব পালন করেন
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন আনোয়ারুল করিম চৌধুরী, যিনি ২০০১ সালের জুন মাসে দায়িত্ব পালন করেন

0
Updated: 10 hours ago
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি?
Created: 12 hours ago
A
৭টি
B
৫টি
C
৪টি
D
১২টি
জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা যা ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এটি শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে।
-
সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
-
দাপ্তরিক ভাষা: ৬টি।
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস (সেপ্টেম্বর, ২০২৫), যিনি পর্তুগালের নাগরিক।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৫১টি।
-
বর্তমান সদস্য দেশ: ১৯৩টি (সেপ্টেম্বর, ২০২৫)।
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি দেশ (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
-
নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ: ১৫টি।
-
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ: ৫টি।
-
স্থায়ী সদস্য দেশসমূহ: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র।
-
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ: ১০টি।

0
Updated: 12 hours ago
জাতিসংঘের পতাকায় কোন দুটি রং রয়েছে?
Created: 15 hours ago
A
সাদা ও গোলাপী
B
লাল ও নীল
C
সাদা ও নীল
D
নীল ও হলুদ
জাতিসংঘের পতাকা বিশ্বজুড়ে শান্তি ও ঐক্যের প্রতীক, যা মানবজাতির আশা ও স্বপ্নকে ধারণ করে। এই পতাকায় ব্যবহৃত প্রতিটি উপাদান একটি বিশেষ অর্থ বহন করে এবং আন্তর্জাতিক সৌহার্দ্য ও সহযোগিতার বার্তা দেয়।
-
প্রতীক ও নকশা: পতাকায় একটি বিশ্ব মানচিত্র ঘিরে রয়েছে জলপাই গাছের দুটি ডাল, যা শান্তি ও ঐক্যের প্রতীক।
-
জলপাই গাছের ডাল: এর পাতা আন্তর্জাতিক শান্তির আহ্বান জানায়, যা দ্বন্দ্বের অবসান ও মৈত্রীর বার্তা বহন করে।
-
রঙের ব্যবহার: পতাকায় দুটি প্রধান রং রয়েছে—সাদা এবং নীল, যা শান্তি, স্থিতিশীলতা ও আস্থার প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে।

0
Updated: 15 hours ago
জাতিসংঘের
কোন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে?
Created: 1 month ago
A
UNMIK
B
UNMOGIP
C
UNTSO
D
UNIIMOG
বাংলাদেশ বিষয়াবলি
সাধারণ জ্ঞান
জাতিসংঘ
জাতিসংঘ প্রতিষ্ঠার সম্মেলন
জাতিসংঘে বাংলাদেশ
শান্তিরক্ষী মিশন ও বাংলাদেশ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও বাংলাদেশ
-
বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষায় প্রথম অংশগ্রহণ করে ১৯৮৮ সালে।
-
প্রথম মিশনের নাম ছিল ইরান-ইরাক মিলিটারি অবজারভেশন গ্রুপ বা ইউনিমগ।
-
শুরুতে মাত্র ১৫ জন সেনা পর্যবেক্ষক পাঠিয়ে এই অগ্রযাত্রা শুরু হয়।
-
১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশও শান্তিরক্ষা মিশনে যোগ দেয়।
-
বর্তমানে বাংলাদেশ ৯টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও সুনামের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

0
Updated: 1 month ago