‘রেলগাড়িটি স্টেশন ছেড়েছে’ বাক্যে ‘স্টেশন’ কোন কারকে কোন বিভক্তি?
A
অপাদানে শূন্য
B
করণে শূন্য
C
কর্তায় শূন্য
D
অধিকরণে শূন্য
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
“এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম”-বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
কর্মে ষষ্ঠী
B
নিমিতার্থে ষষ্ঠী
C
করণে ষষ্ঠী
D
সম্প্রদানে ষষ্ঠী
ক্রিয়া পদকে কার জন্য, কি জন্য, কার নিমিত্তে প্রভৃতি প্রশ্ন করলে নিমিত্ত কারক পাওয়া যায়। বাক্যে উদ্দেশ্য থাকবে। কিসের জন্য সংগ্রাম= স্বাধীনতার জন্য সংগ্রাম।
0
Updated: 1 month ago
‘গরুতে দুধ দেয়’ বাক্যে ‘গরুতে’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
করণে সপ্তমী
B
কর্তৃকারকে সপ্তমী
C
অপাদানে সপ্তমী
D
অধিকরণে সপ্তমী
ব্যাকরণে, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলা হয়। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা কর্তৃকারককে নির্দেশ করে।
একে "কর্তাকারক"ও বলা হয়। উদাহরণ: খোকা বই পড়ে। (কে বই পড়ে? খোকা - কর্তৃকারক)। মেয়েরা ফুল তোলে। (কে ফুল তোলে? মেয়েরা - কর্তৃকারক)।
0
Updated: 1 month ago
'তিলে তেল আছে' কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
অধিকরণে সপ্তমী
B
অধিকরণে শূন্য
C
অপাদানে সপ্তমী
D
অপাদানে শূন্য
তিলে তৈল আছে (অধিকরণে ৭মী)। কিন্তু, তিলে তৈল হয় (অপাদানে ৭মী)।
0
Updated: 1 month ago