সন্ধির প্রধান কাজ কী?
A
ধ্বনি পরিবর্তন
B
অর্থের পরিবর্তন
C
পদের পরিবর্তন
D
বাক্য সংকোচন
উত্তরের বিবরণ
পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধিতে পূর্বপদের বর্ণের সঙ্গে পরপদের প্রথম বর্ণের মিলন ঘটে। যেমন: বিদ্যা + আলয় = বিদ্যালয়, শুভ + ইচ্ছা = শুভেচ্ছা। সন্ধির সাহায্যে শব্দ গঠনের পদ্ধতি: সন্ধির কাজ হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণ মিলিয়ে নতুন শব্দ গঠন করা।
0
Updated: 1 month ago
সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম-
Created: 1 month ago
A
সমাস
B
সন্ধি
C
প্রকৃতি
D
কারক
• সন্ধি:
- সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি।
যেমন
- আশা + অতীত = আশাতীত।
- হিম + আলয় = হিমালয়।
• সন্ধির উদ্দেশ্য:
- সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা এবং
- ধ্বনিগত মাধুর্য সম্পাদন। যেমন- 'আশা' ও
- 'অতীত' উচ্চারণে যে আয়াস প্রয়োজন, 'আশাতীত' তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়।
- সেরূপ 'হিম আলয়' বলতে যেরূপ শোনা যায়, 'হিমালয়' তার চেয়ে সহজে উচ্চারিত এবং শ্রুতিমধুর।
0
Updated: 1 month ago
"মহৌৎসুক্য' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 3 weeks ago
A
মহা + ওৎসুক্য
B
মহ + ঔৎসুক্য
C
মহা + ঔৎসুক্য
D
মহঃ + ঔৎসুক্য
সন্ধির নিয়ম অনুযায়ী, যখন প্রথম পদের শেষে অ-ধ্বনি বা আ-ধ্বনি এবং দ্বিতীয় পদের শুরুতে ও-ধ্বনি বা ঔ-ধ্বনি থাকে, তখন তাদের সংযোগে ঔ-ধ্বনি সৃষ্টি হয়। বানানে এটি ঔ-কারের রূপে প্রকাশিত হয়ে আগের বর্ণের সঙ্গে যুক্ত হয়।
উদাহরণসমূহ:
-
আ + ঔ = ঔ
-
মহা + ঔৎসুক্য = মহৌৎসুক্য
-
মহা + ঔদার্য = মহৌদার্য
-
মহা + ঔদাস্য = মহৌদাস্য
-
-
অ + ঔ = ঔ
-
পরম + ঔষধ = পরমৌষধ
-
চিত্ত + ঔদার্য = চিত্তৌদার্য
-
দিব্য + ঔষধ = দিব্যৌষধ
-
0
Updated: 3 weeks ago
‘মনস্তাপ’- এর সন্ধিবিচ্ছেদ –
Created: 3 months ago
A
মন + তাপ
B
মনস + তাপ
C
মনো + তাপ
D
মনঃ + তাপ
মনস্তাপ = মনঃ+তাপ। বিসর্গ সন্ধি: পূর্বপদের শেষ ধ্বনি বিসর্গ হলে এবং পরপদের প্রথম ধ্বনি ব্যঞ্জন কিংবা স্বর হলে এ দুয়ের মধ্যে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। সংস্কৃত ভাষার নিয়মে সংস্কৃত শব্দের শেষে ‘স্’ বা ‘র্’ থাকলে ‘স’ বা ‘র’ লোপ পেয়ে বিসর্গ হয়। যেমন: র্-জাত বিসর্গ: নির্ >নিঃ; দুর্ >দুঃ; অন্তর্ >অন্তঃ ইত্যাদি। স্-জাত বিসর্গ: সরস্ >সরঃ; মনস্ >মনঃ; পুরস্>পুরঃ ইত্যাদি।
0
Updated: 3 months ago