‘তপোবন’ কোন সমাস?
A
দ্বন্দ্ব সমাস
B
চতুর্থী তৎপুরুষ সমাস
C
প্রাদি সমাস
D
বহুব্রীহি সমাস
উত্তরের বিবরণ
পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন: গুরুকে ভক্তি= গুরুভক্তি, আরামের জন্য কেদারা= আরামকেদারা, বসতের নিমিত্ত বাড়ি= বসতবাড়ি, বিয়ের জন্য পাগলা= বিয়েপাগলা ইত্যাদি।
0
Updated: 1 month ago
‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
পঞ্চমী তৎপুরুষ
B
উপপদ তৎপুরুষ
C
প্রাদি সমাস
D
বহুব্রীহি সমাস
কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: জলে চরে যা-জলচর, পকেট মারে যে-পকেটমার।
0
Updated: 1 month ago
'অজমূর্খ' - শব্দটি কোন সমাস?
Created: 1 month ago
A
তৎপুরুষ সমাস
B
বহুব্রীহি সমাস
C
কর্মধারয় সমাস
D
অব্যয়ীভাব সমাস
বাংলা ব্যাকরণে উপমান কর্মধারয় সমাস হলো সেই সমাস যেখানে কোনো বিষয়কে অন্য কিছুর সঙ্গে তুলনা করা হয়। এ ধরনের সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দ যুক্ত থাকে এবং সাধারণত পরপদ বিশেষণ হয়।
-
উদাহরণসমূহ:
-
কাজলের মতো কালো → কাজলকালো
-
শশের মতো ব্যস্ত → শশব্যস্ত
-
অজের ন্যায় মূর্খ → অজমূর্খ
-
উৎস:
0
Updated: 1 month ago
'ছাত্রসমাজ' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
Created: 1 month ago
A
উপসর্গ
B
প্রত্যয়
C
সমাস
D
বলক যোগে
‘ছাত্রসমাজ’ - শব্দটি সমাস প্রক্রিয়ায় গঠিত তৎপুরুষ সমাস।
তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায়, তাকে তৎপুরুষ সমাস বলে।
উদাহরণ: ছাত্রের সমাজ = ছাত্রসমাজ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)
0
Updated: 1 month ago