‘তপোবন’ কোন সমাস?
A
দ্বন্দ্ব সমাস
B
চতুর্থী তৎপুরুষ সমাস
C
প্রাদি সমাস
D
বহুব্রীহি সমাস
উত্তরের বিবরণ
পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন: গুরুকে ভক্তি= গুরুভক্তি, আরামের জন্য কেদারা= আরামকেদারা, বসতের নিমিত্ত বাড়ি= বসতবাড়ি, বিয়ের জন্য পাগলা= বিয়েপাগলা ইত্যাদি।

0
Updated: 11 hours ago
‘সিংহপুরুষ’ কোন সমাস?
Created: 2 weeks ago
A
উপমান কর্মধারয়
B
উপপদ তৎপুরুষ
C
উপমিত কর্মধারয়
D
অব্যয়ীভাব
'সিংহপুরুষ' উপমিত কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য - পুরুষ সিংহের ন্যায় । এরুপ - চন্দ্রমুখ, বাহুলতা, করকমল, চাঁদমুখ। উপমিত কর্মধারয় সমাস হলো - উপমান ও উপমেয় পদের সমাস।

0
Updated: 2 weeks ago
'সিংহাসন' - কোন সমাস?
Created: 1 week ago
A
দ্বন্দ্ব সমাস
B
কর্মধারয় সমাস
C
নিত্য সমাস
D
তৎপুরুষ সমাস
• মধ্যপদলোপী কর্মধারয় সমাস:
- ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
যেমন:
- সিংহাসন = সিংহ চিহ্নিত আসন,
- আয়কর = আয়ের উপর কর।

0
Updated: 1 week ago
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
Created: 1 week ago
A
আরবি
B
ফারসি
C
সংস্কৃত
D
ইংরেজী
সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাস দ্বারা দু বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়।

0
Updated: 1 week ago