নিচের কোন বানানটি শুদ্ধ?
A
পিপীলিকা
B
পিপিলিকা
C
পীপিলীকা
D
পিপীলীকা
উত্তরের বিবরণ
পিপীলিকা শব্দটি এসেছে সংস্কৃত "পিপীলিকা" থেকে, যার অর্থ পিঁপড়া।
-
বাংলা বানানে এটি "পিপীলিকা" রূপে শুদ্ধ।
-
অন্যান্য রূপ যেমন—
-
পিপিলিকা (একটি ই-কার বাদ দেওয়ায় ভুল)
-
পীপিলীকা (অতিরিক্ত ঈ-কার ব্যবহারে ভুল)
-
পিপীলীকা (শেষে ঈ-কার দেওয়া ভুল)
-
তাই বাংলা ব্যাকরণ ও শুদ্ধ বানান অনুসারে শুদ্ধ রূপ হলো — পিপীলিকা।

0
Updated: 11 hours ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
অত্যাধিক
B
অদ্যাপি
C
আদ্যাক্ষর
D
আবিস্কার
শুদ্ধ বানান হলো:

0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি অশুদ্ধ?
Created: 2 weeks ago
A
সায়াহ্ন
B
মনোহারিণী
C
নিরূপণ
D
লণ্ঠণ
ঘ) লণ্ঠণ
ব্যাখ্যা:
-
লণ্ঠণ → অশুদ্ধ রূপ, শুদ্ধ রূপ হলো লন্ঠন।
-
অন্যান্য শুদ্ধ রূপের উদাহরণ:
-
সায়াহ্ন → সন্ধ্যা
-
মনোহারিণী → মনোহরণকারী
-
নিরূপণ → নির্ণয়, সিদ্ধান্ত
-
উৎস:
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 weeks ago
'দুরাত্মা' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 week ago
A
দুরহ্ + আত্মা
B
দুর্ + আত্মা
C
দুঃ + আত্মা
D
দুরা্ + আত্মা
বিসর্গ সন্ধি
বিসর্গ সন্ধি ঘটে যখন পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থাকে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকে। এই ক্ষেত্রে বিসর্গ রূপান্তরিত হয়ে পরবর্তী স্বরের সঙ্গে যুক্ত হয়।
নিয়মাবলী ও উদাহরণ
-
ইঃ + অ → ই + র্
-
নিঃ + অন্ন → নিরন্ন
-
বহিঃ + অঙ্গ → বহিরঙ্গ
-
-
ইঃ + আ → ই + রা
-
নিঃ + আকার → নিরাকার
-
নিঃ + আশা → নিরাশা
-
-
উঃ + অ → উ + র
-
দুঃ + অবস্থা → দুরবস্থা
-
চতুঃ + অঙ্গ → চতুরঙ্গ
-
-
উঃ + আ → উ + রা
-
দুঃ + আত্মা → দুরাত্মা
-
দুঃ + আশা → দুরাশা
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago