A
চাঁদপুর
B
সিরাজগঞ্জ
C
গোয়ালন্দ
D
ভোলা
উত্তরের বিবরণ
নদী যুগলের মিলন: পদ্মা ও যমুনা
পদ্মা নদী:
পদ্মা হলো বাংলাদেশের অন্যতম প্রধান নদী, যা গঙ্গা নদীর একটি শাখা। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী মধ্য হিমালয়ের পথে প্রবাহিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। রাজবাড়ি জেলার গোয়ালন্দের কাছে পদ্মা নদী যমুনা নদীর সাথে মিলিত হয়। এই মিলিত প্রবাহ দক্ষিণ-পূর্ব দিকে চাঁদপুর পর্যন্ত গড়ায়, যেখানে মেঘনা নদীর সাথে একত্রিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়।
পদ্মার বিভিন্ন শাখানদী যেমন মধুমতি, আড়িয়াল খাঁ, ভৈরব, মাথাভাঙ্গা, কুমার, কপোতাক্ষ, শিবসাত, পশুর, বড়াল, গড়াই, ইছামতি এবং উপনদী মহানন্দা, টাঙ্গন, নাগর, পুনর্ভবা, কুলিক প্রভৃতি নদীগুলো এর অংশ।
যমুনা নদী:
যমুনা নদী মূলত ব্রহ্মপুত্র নদীর নিম্নপ্রবাহ, যা পৃথিবীর অন্যতম দীর্ঘতম নদীর একটি। ১৭৮২-১৭৮৭ সালের মধ্যে ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্প এবং ভয়াবহ বন্যার কারণে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তিত হয়ে বর্তমান যমুনা নদীর সৃষ্টি হয়। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস পর্বত থেকে উৎপন্ন হয়ে তিব্বত ও আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
ময়মনসিংহের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদ দুই শাখায় বিভক্ত হয় — একটি যমুনা নামে প্রবাহিত হয়ে গোয়ালন্দের কাছে পদ্মার সাথে মিলিত হয়, আরেকটি পুরাতন ব্রহ্মপুত্র নামে ময়মনসিংহের মধ্য দিয়ে ভৈরব নদীর কাছাকাছি মেঘনায় পতিত হয়।
যমুনার প্রধান শাখানদী হলো ধলেশ্বরী ও বুড়িগঙ্গা এবং এর উপনদীগুলো হলো তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, কালজানি, তোরসা, জলঢাকা, নাগর, দুপচাপিয়া, যমুনেশ্বরী, রায়ঢাক, ধবলা, ঘাঘট, বাঙালি, বড়াল, গঙ্গা, নারদ নদী, ধবল বা দুধকুমার, তুলসী গঙ্গা ও শিব বরনাই।
সূত্র: জাতীয় তথ্য বাতায়ন, ভূগোল (HSC প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম শ্রেণি), বাংলাপিডিয়া।

0
Updated: 3 weeks ago