এক প্যাকেট তাস থেকে দৈবভাবে একটি তাস নেয়া হলো। তাসটি রুইতন হওয়ার সম্ভাবনা কত?
A
১/২৬
B
১/২
C
১/৪
D
১/১৩
উত্তরের বিবরণ
প্রশ্ন: এক প্যাকেট তাস থেকে দৈবভাবে একটি তাস নেয়া হলো। তাসটি রুইতন হওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
এক প্যাকেট তাসে মোট ৫২টি তাস থাকে।
তার মধ্যে রুইতন থাকে ১৩টি।
∴ P(রুইতন হওয়ার সম্ভাবনা) = অনুকূল ঘটনা সংখ্যা/মোট ঘটনা সংখ্যা
= ১৩/৫২
= ১/৪
0
Updated: 1 month ago
x4 - 64 এর উৎপাদক কোনটি?
Created: 4 weeks ago
A
(x2 + 8) (x - 2√2) (x - 2√2)
B
(x2 + 8) (x + 2√2) (x +2√2)
C
(x2 + 8) (x + 2√2) (x - 2√2)
D
(x2 + 8) (x + √2) (x - √2)
প্রশ্ন: x4 - 64 এর উৎপাদক কোনটি?
সমাধান:
x4 - 64
= (x2)2 - (8)2
= (x2 + 8) (x2 - 8)
= (x2 + 8) {(x)2 - (2√2)2}
= (x2 + 8) (x + 2√2) (x - 2√2)
0
Updated: 4 weeks ago
1, 3, 5, 7,.....অনুক্রমটির 15 তম পদ কোনটি?
Created: 1 month ago
A
27
B
29
C
31
D
33
প্রশ্ন: 1, 3, 5, 7,.....অনুক্রমটির 15 তম পদ কোনটি?
সমাধান:
1, 3, 5, 7, ...
এটি একটি সমান্তর ধারা।
যার প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 3 - 1 = 2
n তম পদ = a + (n - 1)d
∴ ১৫তম পদ = 1 + (15 - 1) × 2
= 1 + 14 × 2
= 1 + 28
= 29
0
Updated: 1 month ago
4x + 4x + 4x + 4x এর মান নিচের কোনটি?
Created: 2 months ago
A
16x
B
44x
C
22x + 2
D
28x
প্রশ্ন: 4x + 4x + 4x + 4x এর মান নিচের কোনটি?
সমাধান:
4x + 4x + 4x + 4x
= 4x(1 + 1 + 1 + 1)
=4x × 4
= 4x + 1
= (22)x + 1
= 22x + 2
0
Updated: 2 months ago