Inter-Services Intelligence কোন দেশের গোয়েন্দা সংস্থা?
A
আফগানিস্তান
B
পাকিস্তান
C
ইরান
D
ইরাক
উত্তরের বিবরণ
ISI (Inter-Services Intelligence) হলো পাকিস্তানের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা, যা দেশের জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থ রক্ষা করতে কাজ করে।
-
প্রতিষ্ঠা: ১৯৪৮
-
মূল উদ্দেশ্য: পাকিস্তানের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষা
-
ঐতিহাসিক ভূমিকা: আফগান যুদ্ধের সময় মার্কিন সহযোগিতায় মুজাহিদিনদের সহায়তা প্রদান
-
সক্রিয় ক্ষেত্রসমূহ: কাশ্মীর ইস্যু, আফগানিস্তানের রাজনীতি এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রম
0
Updated: 1 month ago
Lashkar-e-Taiba কোন দেশভিত্তিক জঙ্গি সংগঠন?
Created: 1 month ago
A
আফগানিস্তান
B
পাকিস্তান
C
ভারত
D
লেবানন
লস্কর-ই-তৈইয়্যেবা হলো পাকিস্তান ভিত্তিক একটি জঙ্গি সংগঠন, যা বিশেষভাবে ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় তৎপর। এটি কাশ্মীর উপত্যকায় কার্যক্রম চালালেও পরিচালিত হয় পাকিস্তান থেকে।
-
সংগঠনটি ইসলামী, এবং সুন্নি ইসলামের ওয়াহাবি সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত।
-
প্রতিষ্ঠাতা: হাফিজ সাঈদ, যিনি ১৯৮০ সালের দিকে এটি প্রতিষ্ঠা করেন।
-
লস্কর-ই-তৈইয়্যেবা ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরে প্রথম অনুপ্রবেশ করে।
-
২০০১ সালে ভারতীয় পার্লামেন্ট ভবনে হামলা এবং ২০০৮ সালের মুম্বাই হামলার জন্য ভারত সরকার লস্কর-ই-তৈইয়্যেবাকে দায়ী করে।
0
Updated: 1 month ago
'রেঞ্জার্স' কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
Created: 1 month ago
A
পাকিস্তান
B
ভারত
C
D
ইরান
পাকিস্তান রেঞ্জার্স (Pakistan Rangers)
-
প্রকার: সীমান্তরক্ষী বাহিনী (আধাসামরিক)
-
প্রতিষ্ঠা: ১৪ আগস্ট ১৯৪৭
-
দেশ: পাকিস্তান
-
অংশ: পাকিস্তানি সশস্ত্র বাহিনী
-
নিয়ন্ত্রণ: পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Interior)
-
সদস্যগণ: পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত
-
সদর দপ্তর: ইসলামাবাদ, করাচি, লাহোর
-
নীতিবাক্য: দাইমের সাহিরন ("Ever Ready")
প্রধান দায়িত্ব
-
যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ এলাকায় নিরাপত্তা প্রদান
-
অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা
-
আইন-শৃঙ্খলা রক্ষা
-
পুলিশের কাজে সহায়তা প্রদান
ইতিহাস
-
১৯৯৫ সালের আগে পাকিস্তান রেঞ্জার্স দুটি আলাদা ইউনিটে বিভক্ত ছিল:
-
Pakistan Rangers Punjab – সদর দপ্তর লাহোর (পাঞ্জাব)
-
Mehran Force – সদর দপ্তর করাচি (সিন্ধু)
-
-
উভয় বাহিনী পৃথক ইউনিফর্ম ও চেইন অফ কমান্ড বজায় রাখত, কিন্তু একই আইন অনুসারে পরিচালিত হতো (Pakistan Rangers Ordinance, 1959)
0
Updated: 1 month ago
Inter-Services Intelligence(ISI) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 4 weeks ago
A
পাকিস্তান
B
সিরিয়া
C
মিশর
D
ইয়েমেন
Inter-Services Intelligence (ISI) হলো পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা, যা দেশটির স্বার্থ রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত।
-
ISI ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ রবার্ট কাউথম এটি প্রতিষ্ঠা করেন।
-
সংস্থাটি মূলত দেশের বাইরে পাকিস্তানের স্বার্থ রক্ষা এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত।
-
পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতেও ISI-এর ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে।
-
ISI-এর নেতৃত্বে থাকেন লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল পদমর্যাদার মহাপরিচালক (DG), যিনি সেনাবাহিনী থেকে নিযুক্ত একজন কর্মরত কর্মকর্তা।
-
ISI-এর বর্তমান ডিরেক্টর হলেন সৈয়দ আজিম মুনির।
0
Updated: 4 weeks ago