কালাপানি অঞ্চলটি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্ব রয়েছে কোন দুটি দেশের মধ্যে?
A
ভারত ও পাকিস্তান
B
ভারত ও নেপাল
C
ভারত ও চীন
D
কোনটি নয়
উত্তরের বিবরণ
কালাপানি অঞ্চল নিয়ে ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত দ্বন্দ্ব চলছে। যদিও এটি ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত, নেপাল তাদের মানচিত্রে এটিকে নিজস্ব ভূখণ্ড হিসেবে দাবি করে।
-
সীমান্ত দৈর্ঘ্য: ভারত ও নেপালের মধ্যে সীমান্তের মোট দৈর্ঘ্য ১,৬৯০ কিলোমিটার (১,০৫০ মাইল)।
-
বিরোধিত এলাকা: দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধের প্রধান ক্ষেত্র হলো কালাপানি, লিমপিয়াধুরা, লিপুলেখ এবং সুস্তা।
-
নতুন মানচিত্র (২০১৯): ২ নভেম্বর, ২০১৯ সালে ভারত নতুন একটি রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে, যেখানে বিতর্কিত ভূখণ্ডগুলির মধ্যে কালাপানি, লিমপিয়াধুরা ও লিপুলেখকে ভারতীয় সীমান্তের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে।
-
নেপালের প্রতিক্রিয়া: মানচিত্র প্রকাশের পর নেপাল এটি নিয়ে আপত্তি জানায়।

0
Updated: 11 hours ago
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো] ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
Created: 1 month ago
A
সোনিয়া গান্ধী
B
ড. মনমোহন সিং (পূর্বে ছিলেন)
C
মমতা ব্যানার্জী
D
রাহুল গান্ধী
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। তিনি ২০১৪ সালে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং পরবর্তীতে ২০১৯ ও ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে ২০২৪ সালের ৯ জুন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ।
নরেন্দ্র মোদি ভারতীয় জনতা পার্টি (BJP) দলের সদস্য এবং গুজরাট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর নেতৃত্বে ভারত সরকার বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে জিএসটি চালু, মেক ইন ইন্ডিয়া, এবং সুয়াচ্ছ ভারত অভিযান উল্লেখযোগ্য।

0
Updated: 1 month ago
’লাইন অব একচুয়াল কন্ট্রোল’ কোন দুটি দেশের সীমানা বিভক্তকারী রেখা?
Created: 3 weeks ago
A
পাকিস্তান - চীন
B
ভারত - পাকিস্তান
C
পাকিস্তান - আফগানিস্তান
D
ভারত - চীন
• ভারত–চীন–পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত বিভাজক রেখা
-
ম্যাকমেহান লাইন: ভারত–চীন সীমান্ত
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল (LAC): ভারত–চীন সীমান্তের কার্যকর সীমা
-
লাইন অব কন্ট্রোল (LoC): ভারত–পাকিস্তান সীমান্ত
-
ডুরান্ড লাইন: পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত
উৎস: ব্রিটানিকা, BBC ✅

0
Updated: 3 weeks ago
ভারত প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল কবে?
Created: 1 month ago
A
১৯৭৪ সালে
B
১৯৮২ সালে
C
২০০১ সালে
D
১৯৮৫ সালে
ভারতের পারমাণবিক পরীক্ষা
-
প্রথম পরীক্ষা (Smiling Buddha)
-
তারিখ: ১৮ মে, ১৯৭৪
-
স্থান: পোখরান টেস্টিং সাইট, রাজস্থান
-
সরকারি দাবি: শান্তিপূর্ণ উদ্দেশ্যে (মাটি সরানো, খননকাজ, খাল খনন)
-
বাস্তবতা: ১৯৯৭ সালে দলের প্রধান রাজা রামান্না স্বীকার করেন যে এটি আসলে একটি অস্ত্র পরীক্ষা ছিল
-
-
দ্বিতীয় বড় পরীক্ষা
-
তারিখ: মে ১৯৯৮, একই পোখরান সাইটে
-
পরীক্ষার সংখ্যা: ৫টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা
-
ফলাফল: ভারত আনুষ্ঠানিকভাবে নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করে
-
উৎস: Arms Control Association

0
Updated: 1 month ago