What does Prufrock imagine himself compared to, instead of being Hamlet in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
An attendant lord
B
A wandering sailor
C
A retired soldier
D
A nameless prophet
উত্তরের বিবরণ
Prufrock স্বীকার করে নেয় যে সে কখনও Hamlet নয়, বরং এক “attendant lord।” এই শব্দগুচ্ছ বোঝায় এক গৌণ চরিত্র, যার আসল নাটকে তেমন কোনো ভূমিকা নেই। সে কেবল পাশের একজন, যার কাজ হলো সামান্য পরামর্শ দেওয়া বা উপস্থিত থাকা। Eliot এর মাধ্যমে Prufrock দেখাতে চেয়েছেন, তার জীবন তুচ্ছ ও অপ্রয়োজনীয় মনে হয়।
সে ভাবে, তার কোনো নায়কোচিত গুরুত্ব নেই, এমনকি Hamlet–এর মতো দেরি করা নায়কের জায়গাতেও সে দাঁড়াতে পারে না। এভাবে তার আত্মবিশ্বাস সম্পূর্ণ ভেঙে পড়ে।

0
Updated: 11 hours ago
What kind of poem is The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 month ago
A
Dramatic monologue
B
Epic
C
Ode
D
Ballad

0
Updated: 1 month ago
What symbol represents sexual corruption along the Thames in the poem "The Waste Land"?
Created: 4 days ago
A
Prostitutes and river songs
B
Broken nets and dead fish
C
Drunken sailors and loud bells
D
Burning ships and falling stars
Thames নদীর পাশে যৌন দুর্নীতি ও পতিতাবৃত্তির চিত্র Eliot এঁকেছেন। একসময় যেখানে নদী পবিত্র ছিল, এখন সেখানে কেবল ভোগবাদী আচরণ আর গান। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতীক।

1
Updated: 4 days ago
What sea image closes the poem before Prufrock wakes to reality in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 11 hours ago
A
Drowning in human voices
B
Sailing across bright waves
C
Floating above golden waters
D
Fishing by the quiet shore
কবিতার শেষে Prufrock কল্পনা করে যে সে mermaid–দের গান শুনছে, কিন্তু হঠাৎই মানবকণ্ঠ তাকে বাস্তবে ফিরিয়ে আনে। সে বলে, “Till human voices wake us, and we drown.” এই সমুদ্র ও ডুবে যাওয়ার চিত্রকল্পটি অত্যন্ত প্রতীকী। এখানে সমুদ্র হলো স্বপ্ন ও কল্পনার জগৎ, যেখানে Prufrock নিজেকে নিরাপদ মনে করে।
কিন্তু বাস্তব সমাজের কণ্ঠস্বর তাকে টেনে আনে, আর সেই বাস্তবেই সে ডুবে যায়। Eliot এভাবে আধুনিক মানুষের স্বপ্ন ও বাস্তবের সংঘর্ষ তুলে ধরেছেন।

0
Updated: 11 hours ago