What does Prufrock imagine himself compared to, instead of being Hamlet in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
An attendant lord
B
A wandering sailor
C
A retired soldier
D
A nameless prophet
উত্তরের বিবরণ
Prufrock স্বীকার করে নেয় যে সে কখনও Hamlet নয়, বরং এক “attendant lord।” এই শব্দগুচ্ছ বোঝায় এক গৌণ চরিত্র, যার আসল নাটকে তেমন কোনো ভূমিকা নেই। সে কেবল পাশের একজন, যার কাজ হলো সামান্য পরামর্শ দেওয়া বা উপস্থিত থাকা। Eliot এর মাধ্যমে Prufrock দেখাতে চেয়েছেন, তার জীবন তুচ্ছ ও অপ্রয়োজনীয় মনে হয়।
সে ভাবে, তার কোনো নায়কোচিত গুরুত্ব নেই, এমনকি Hamlet–এর মতো দেরি করা নায়কের জায়গাতেও সে দাঁড়াতে পারে না। এভাবে তার আত্মবিশ্বাস সম্পূর্ণ ভেঙে পড়ে।
0
Updated: 1 month ago
What philosophical idea is reflected in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Romantic ideal of returning to nature
B
Materialism
C
Industrial progress
D
Modern scientific thought
“The Lake Isle of Innisfree” কবিতায় প্রতিফলিত হয়েছে Romantic যুগের প্রকৃতিতে ফেরার আদর্শ। রোমান্টিক কবিরা মনে করতেন প্রকৃতির মাঝে মানুষ শান্তি, সত্য ও আধ্যাত্মিকতা খুঁজে পায়। Yeats এই ধারণা গ্রহণ করে নিজের কবিতায় প্রকাশ করেছেন।
Innisfree তার কাছে শান্তি ও ধ্যানমগ্ন জীবনের প্রতীক। শহরের যান্ত্রিক জীবনের বিপরীতে প্রকৃতি তাকে আত্মিক তৃপ্তি দেয়। এই রোমান্টিক আদর্শ Wordsworth, Coleridge প্রমুখ কবিরাও প্রকাশ করেছিলেন। Yeats সেই ধারাকে নতুনভাবে আয়ারল্যান্ডের প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন।
0
Updated: 1 month ago
What European city is described as spiritually barren like the desert in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
London
B
Paris
C
Rome
D
Berlin
কবিতায় Eliot লন্ডনকে Waste Land–এর প্রতীক করেছেন। যুদ্ধোত্তর লন্ডন তার চোখে প্রাণহীন, মরুভূমির মতো। মানুষ রাস্তায় হাঁটে, কিন্তু তারা মৃতদের মতো। শহরটি সভ্যতার শূন্যতা ও আধ্যাত্মিক সংকটের প্রতিচ্ছবি হয়ে ওঠে।
0
Updated: 1 month ago
What language is used in the closing prayer of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Hebrew
B
Greek
C
Sanskrit
D
Latin
"The Waste Land" কবিতার শেষে Eliot লিখেছেন “Shantih shantih shantih।” এটি সংস্কৃত ভাষায়। উপনিষদ থেকে নেওয়া এই শব্দ শান্তির প্রার্থনা। Eliot পশ্চিমের পতনের বিপরীতে পূর্বের আধ্যাত্মিক জ্ঞান ব্যবহার করেছেন।
0
Updated: 1 month ago