What kind of party setting does the poem repeatedly suggest in "The Love Song of J. Alfred Prufrock"?
A
An afternoon tea gathering
B
A royal banquet
C
A countryside wedding
D
A political debate
উত্তরের বিবরণ
Prufrock–এর কবিতায় বারবার “tea and cakes”–এর উল্লেখ আছে। এগুলো বোঝায় শহুরে সমাজের চা-আড্ডা, যেখানে মানুষ একে অপরের সাথে ফ্যাশনেবল কথোপকথন করে। Eliot এই tea gathering–এর প্রতীক ব্যবহার করেছেন আধুনিক জীবনের শূন্যতা প্রকাশ করার জন্য।
এই ধরনের সামাজিক অনুষ্ঠানে বড় কোনো আবেগ বা গভীরতা নেই; আছে শুধু ফ্যাশন আর ভদ্রতা। Prufrock নিজেকে এই অনুষ্ঠানের মধ্যে বিচ্ছিন্ন মনে করে, কারণ তার গভীর ভাবনা বা ভয় এসব আড্ডার সাথে খাপ খায় না।
0
Updated: 1 month ago
Which poem is known for its fragmentation and allusions?
Created: 3 months ago
A
The Waste Land
B
My Last Duchess
C
The Rime of the Ancient Mariner
D
Ode to a Nightingale
0
Updated: 3 months ago
What biblical valley is evoked in “The Waste Land”?
Created: 1 month ago
A
The Valley of the Shadow of Death
B
The Valley of Dry Bones
C
The Valley of Cedars
D
The Valley of Jordan
Eliot Ezekiel–এর ভবিষ্যদ্বাণী থেকে “Valley of Dry Bones” এর উল্লেখ করেছেন। এখানে শুকনো হাড়ে ভরা উপত্যকা পুনর্জীবনের জন্য অপেক্ষা করছে। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন আধুনিক সভ্যতার মৃত অবস্থার প্রতিফলন হিসেবে। মানুষ আধ্যাত্মিকভাবে মৃত, যেমন হাড় শুকিয়ে পড়ে আছে, এবং জীবনের কোনো প্রাণশক্তি নেই।
3
Updated: 1 month ago
What type of imagery dominates the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Urban imagery
B
Natural imagery
C
Religious imagery
D
Political imagery
“The Lake Isle of Innisfree” কবিতায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে Natural imagery। Yeats লেকের পানি, মৌমাছির গুঞ্জন, কুঁড়েঘর, বীন রো, শিশির—এসব চিত্রকল্প ব্যবহার করে প্রকৃতির শান্ত পরিবেশ তৈরি করেছেন।
Natural imagery কবিতাটিকে ধ্যানমগ্ন ও প্রশান্তির অনুভূতি দেয়। শহুরে ব্যস্ততা ও প্রকৃতির শান্তির বৈপরীত্য বোঝাতে তিনি প্রকৃতির ছবি ব্যবহার করেছেন। এই ধরনের চিত্রকল্প পাঠককে বাস্তব অভিজ্ঞতার মতো প্রকৃতির ভেতর নিয়ে যায়।
0
Updated: 1 month ago