What sea image closes the poem before Prufrock wakes to reality in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Drowning in human voices
B
Sailing across bright waves
C
Floating above golden waters
D
Fishing by the quiet shore
উত্তরের বিবরণ
কবিতার শেষে Prufrock কল্পনা করে যে সে mermaid–দের গান শুনছে, কিন্তু হঠাৎই মানবকণ্ঠ তাকে বাস্তবে ফিরিয়ে আনে। সে বলে, “Till human voices wake us, and we drown.” এই সমুদ্র ও ডুবে যাওয়ার চিত্রকল্পটি অত্যন্ত প্রতীকী। এখানে সমুদ্র হলো স্বপ্ন ও কল্পনার জগৎ, যেখানে Prufrock নিজেকে নিরাপদ মনে করে।
কিন্তু বাস্তব সমাজের কণ্ঠস্বর তাকে টেনে আনে, আর সেই বাস্তবেই সে ডুবে যায়। Eliot এভাবে আধুনিক মানুষের স্বপ্ন ও বাস্তবের সংঘর্ষ তুলে ধরেছেন।

0
Updated: 11 hours ago
What religious text influences the thunder’s voice in the final section of the poem "The Waste Land"?
Created: 4 days ago
A
The Upanishads
B
The Bible
C
The Koran
D
The Tao Te Ching
শেষ অংশে বজ্রধ্বনি থেকে “DA” শব্দ আসে, যা উপনিষদ থেকে নেওয়া। তিনটি শিক্ষা হলো — Datta (give), Dayadhvam (sympathize), Damyata (control)। Eliot আধুনিক মানুষকে এই প্রাচ্য দর্শনের মাধ্যমে আধ্যাত্মিক পথ দেখাতে চেয়েছেন। পশ্চিমের Waste Land–এর বিপরীতে প্রাচ্যের শিক্ষাকে তিনি আশা হিসেবে দেখিয়েছেন।

0
Updated: 4 days ago
"April is the cruelest month" is phrased by-
Created: 1 week ago
A
George Eliot
B
Sir Walter Scott
C
T. S. Eliot
D
John Masefield
"April is the cruelest month" is phrased by T. S. Eliot.
• The Waste Land
-
এটি T. S. Eliot এর লেখা একটি দীর্ঘ কবিতা।
-
কবিতার মোট লাইন সংখ্যা ৪৩৩।
-
এটি উৎসর্গ করা হয়েছিল আধুনিক কবি Ezra Pound-কে।
-
২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা হিসেবে একে গণ্য করা হয়।
-
প্রথম বিশ্বযুদ্ধোত্তর সমাজ, মানুষের ভাঙাচোরা মানসিকতা এবং পরিবর্তিত পরিস্থিতি এই কবিতার আলোচ্য বিষয়।
-
এই কবিতা প্রকাশের পর Eliot আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
• T. S. Eliot (1888-1965)
-
তিনি একজন আমেরিকান-ইংরেজি কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
আধুনিকতাবাদী কবিতার অগ্রদূত হিসেবে তিনি খ্যাত।
-
“The Waste Land” (1922) এবং “Four Quartets” (1943) তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ।
-
তিনি ইংরেজি কবিতার ভাষা, ছন্দ ও রচনাশৈলীতে মৌলিক পরিবর্তন আনেন।
-
তাঁর সমালোচনামূলক রচনাগুলো সাহিত্যতত্ত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
-
Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচনা করা হয়।
-
1948 সালে তিনি সাহিত্যে Nobel Prize লাভ করেন।
• Notable Works
Poems
-
The Waste Land (1922)
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
Plays
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trail of a Judge
Sources:
-
Britannica
-
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 week ago
What kind of poem is The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 month ago
A
Dramatic monologue
B
Epic
C
Ode
D
Ballad

0
Updated: 1 month ago