What sea image closes the poem before Prufrock wakes to reality in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Drowning in human voices
B
Sailing across bright waves
C
Floating above golden waters
D
Fishing by the quiet shore
উত্তরের বিবরণ
কবিতার শেষে Prufrock কল্পনা করে যে সে mermaid–দের গান শুনছে, কিন্তু হঠাৎই মানবকণ্ঠ তাকে বাস্তবে ফিরিয়ে আনে। সে বলে, “Till human voices wake us, and we drown.” এই সমুদ্র ও ডুবে যাওয়ার চিত্রকল্পটি অত্যন্ত প্রতীকী। এখানে সমুদ্র হলো স্বপ্ন ও কল্পনার জগৎ, যেখানে Prufrock নিজেকে নিরাপদ মনে করে।
কিন্তু বাস্তব সমাজের কণ্ঠস্বর তাকে টেনে আনে, আর সেই বাস্তবেই সে ডুবে যায়। Eliot এভাবে আধুনিক মানুষের স্বপ্ন ও বাস্তবের সংঘর্ষ তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
What is the significance of literary allusions in the poem "The Waste Land"?
Created: 4 weeks ago
A
To decorate the poem with historical names
B
To connect modern despair with classical and literary traditions
C
To make the poem harder to read
D
To describe geographic locations
The Waste Land এর মধ্যে Eliot বিভিন্ন পুরাণ, ধর্মীয়, এবং সাহিত্যের আখ্যায়িকা ব্যবহার করেছেন। এটি আধুনিক দুঃখ এবং হতাশাকে অতীতের সাহিত্যের এবং ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত করে। Literary allusions পাঠককে অতীত এবং বর্তমানের মধ্যে সম্পর্ক উপলব্ধি করাতে সাহায্য করে।
0
Updated: 4 weeks ago
Who wrote
The Love Song of J. Alfred Prufrock?
Created: 2 months ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson
0
Updated: 2 months ago
What is the main theme of the “What the Thunder Said” section in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Spiritual renewal after desolation
B
Celebration of material wealth
C
Nostalgia for the past
D
Political revolution
“What the Thunder Said”–এ মূল প্রতীক হলো পুনর্জন্ম। বজ্রের শব্দ থেকে উপনিষদের শিক্ষা আসে — দান, দয়া ও নিয়ন্ত্রণ। Eliot দেখিয়েছেন, ধ্বংসের পরও আধ্যাত্মিক পুনর্জাগরণের সম্ভাবনা আছে। যদিও Waste Land হতাশাজনক, তবুও Thunder আধ্যাত্মিক পথের আশা আনে।
0
Updated: 1 month ago