Which phrase conveys Prufrock’s sense of wasted time in meaningless talk in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“To prepare a face to meet the faces that you meet”
B
“To chase the winds along the barren street”
C
“To drink the endless wine of sorrow”
D
“To dance beneath the silver moon”
উত্তরের বিবরণ
এই লাইনটি Prufrock–এর জীবনের ভণ্ডামি ও নাটকীয়তা বোঝায়। সে প্রতিদিন একটি মুখোশ পরে সমাজে যায়, যাতে অন্যদের সাথে মানিয়ে চলতে পারে। এটি আসল অনুভূতি লুকিয়ে রাখার প্রতীক। আধুনিক মানুষ প্রতিদিন ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন মুখ বানিয়ে নেয়, কিন্তু ভেতরে সে শূন্য থেকে যায়।
Eliot এই লাইন দিয়ে সামাজিক ভণ্ডামি, কৃত্রিমতা এবং অর্থহীন আলাপচারিতার ছবি এঁকেছেন। Prufrock মনে করে, তার পুরো জীবন এই “মুখ বানানো” কাজেই নষ্ট হয়ে গেছে।

0
Updated: 11 hours ago
What profession is linked to Mr. Eugenides in the poem "The Waste Land"?
Created: 4 days ago
A
Banker of Frankfurt
B
Merchant of Smyrna
C
Sailor of Marseilles
D
Priest of Rome
Mr. Eugenides একজন বণিক, যিনি Smyrna থেকে এসেছে। সে আধুনিক ভোগবাদী মানসিকতার প্রতীক। Eliot দেখিয়েছেন, ব্যবসা আর প্রলোভনের এই চরিত্র সমাজে আধ্যাত্মিকতার অভাব প্রকাশ করে। বাণিজ্য আর শরীরী আকাঙ্ক্ষাই তার জীবনের কেন্দ্র।

0
Updated: 4 days ago
What common London location is described in “The Fire Sermon” of the poem "The Waste Land"?
Created: 4 days ago
A
The Thames River
B
Hyde Park
C
St. Paul’s Cathedral
D
Trafalgar Square
“The Fire Sermon”–এ Thames নদীর বর্ণনা এসেছে। Eliot লিখেছেন, নদী একসময় পবিত্র ও সুন্দর ছিল, কিন্তু এখন তা দূষণ ও নোংরায় ভরে গেছে। এটি আধুনিক সমাজের দূষিত নৈতিকতার প্রতীক। Thames–এর পাশে যৌন সম্পর্কের শূন্যতা ও হতাশা ফুটে ওঠে।

0
Updated: 4 days ago
"April is the cruellest month" - This is from -
Created: 5 days ago
A
Ode to a Nightingale
B
I Wandered Lonely as a Cloud
C
She Walks in Beauty
D
The Waste Land
"April is the cruellest month" এই উক্তিটি T.S. Eliot-এর 'The Waste Land' কবিতা থেকে নেওয়া।
The Waste Land:
-
রচয়িতা: T.S. Eliot
-
এটি একটি দীর্ঘ কবিতা, যার লাইন সংখ্যা ৪৩৩।
-
কবিতাটি উৎসর্গ করা হয়েছে প্রথিতযশা আধুনিক কবি Ezra Pound-কে।
-
২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা।
-
কবিতার আলোচ্য বিষয় হলো প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরিবর্তিত পরিস্থিতি।
-
এই কবিতার মাধ্যমে Eliot আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
-
একটি বিখ্যাত উক্তি:
-
"April is the cruellest month, breeding
Lilacs out of the dead land, mixing"
-
T.S. Eliot:
-
পুরো নাম: Thomas Stearns Eliot
-
তিনি একজন American-English poet, playwright, literary critic এবং editor।
-
আধুনিক কবিতার Modernist movement-এর অন্যতম নেতা, যার প্রকাশ স্পষ্টভাবে দেখা যায় The Waste Land এবং Four Quartets-এ।
-
১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
প্রখ্যাত রচনাসমূহ:
Poetry:
-
The Waste Land (1922)
-
Four Quartets (1943)
-
The Love Song of J. Alfred Prufrock
Play:
-
Murder in the Cathedral (1935)
-
The Cocktail Party
উক্তি চিহ্নিত করার জন্য বিকল্পসমূহ:
-
ক) Ode to a Nightingale — John Keats
-
খ) I Wandered Lonely as a Cloud — William Wordsworth
-
গ) She Walks in Beauty — Lord Byron
Source:

0
Updated: 5 days ago