What body part does Prufrock mention being pinned and wriggling under others’ eyes in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
An insect
B
A fish
C
A mouse
D
A frog
উত্তরের বিবরণ
Prufrock নিজেকে তুলনা করে এক ধরনের পতঙ্গের সাথে, যাকে পিন দিয়ে দেয়ালে আটকানো হয়। সে ভাবে, অন্যদের চোখের সামনে সে এমন এক পতঙ্গের মতো কুঁকড়ে থাকবে।
এই চিত্রকল্প আধুনিক মানুষের সামাজিক ভীতি ও অসহায়তাকে প্রকাশ করে। একটি পতঙ্গ যখন আটকে থাকে, তখন তার কোনো স্বাধীনতা থাকে না, কেবল সংগ্রাম করে।
Eliot এই ছবির মাধ্যমে দেখিয়েছেন, Prufrock কেমন করে সমাজের চোখের সামনে নিজেকে অসহায়, লজ্জিত এবং পরাধীন মনে করে। এটি তার আত্ম-সন্দেহের প্রতীক।
0
Updated: 1 month ago
Which mythological figure is central to the fertility theme in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The Fisher King
B
Odysseus
C
Prometheus
D
Gilgamesh
Waste Land–এর মূলে আছে Fisher King–এর কাহিনি। সে আহত হয়ে আছে, ফলে তার রাজ্য মরুভূমিতে পরিণত হয়েছে। যতক্ষণ না সে সুস্থ হবে, জমি উর্বর হবে না। Eliot এই কাহিনি ব্যবহার করেছেন আধুনিক সমাজের আধ্যাত্মিক শূন্যতার প্রতীক হিসেবে।
Fisher King–এর পুনরুজ্জীবন মানে হবে মানব সভ্যতার পুনর্জন্ম। কিন্তু কবিতায় এই পুনর্জন্ম অনিশ্চিত।
0
Updated: 1 month ago
Which mythical blind prophet unifies the poem "The Waste Land"’s episodes?
Created: 1 month ago
A
Tiresias
B
Teiresias
C
Oedipus
D
Calchas
Tiresias–কেই Eliot Waste Land–এর কেন্দ্রে রেখেছেন। সে অন্ধ হলেও সব দেখতে পায়। পুরুষ ও নারীর অভিজ্ঞতার মধ্য দিয়ে সে আধুনিক জীবনের পতন বোঝে। তার চরিত্র বিভিন্ন দৃশ্যকে একসূত্রে বাঁধে।
0
Updated: 1 month ago
Which natural element is revived by April in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Lilacs
B
Roses
C
Daffodils
D
Violets
প্রথম অংশে বলা হয়েছে — এপ্রিল মৃত জমি থেকে “lilacs” বের করে আনে। Lilac ফুল এখানে পুনর্জন্মের প্রতীক হলেও Eliot এটিকে বেদনাদায়ক করে তুলেছেন। শীতে মানুষ মৃতপ্রায় হয়ে যায়, কিন্তু বসন্তে ফুল ফুটে জীবনের স্মৃতি জাগায়।
Eliot এই প্রতীক দিয়ে দেখিয়েছেন, জীবন যতই পুনর্জন্ম পাক, তাতে আনন্দ নেই, বরং পুরোনো ক্ষত ফিরে আসে। Lilac তাই আশা নয়, বরং যন্ত্রণার প্রতীক হয়ে ওঠে।
1
Updated: 1 month ago