বাংলাদেশের কৃষিতে 'শতাব্দী ও ডেলফোজ' কী ধরনের ফসলের জাত হিসেবে পরিচিত?
A
ভুট্টা ও তামাক
B
গম ও তুলা
C
গম ও টমেটো
D
আলু ও আম
উত্তরের বিবরণ
গমের কিছু উন্নত জাতের মধ্যে রয়েছে: বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর, আনন্দ, কাঞ্চন, শতাব্দী।
তুলার উন্নত জাত: সিবি-১০, রূপালী, ডেলফোজ।
অন্যান্য ফসল ও তাদের কিছু উন্নত জাত:
-
ধান: ব্রি হাইব্রিড-১, সুফলা, প্রগতি
-
ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ
-
বেগুন: নয়নতারা, শুকতারা, বিজয়
-
আলু: হিরা, গ্রানোলা, কার্ডিনাল
-
আম: ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা
0
Updated: 1 month ago
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
Created: 1 month ago
A
ফরিদপুর
B
দিনাজপুর
C
রংপুর
D
ঠাকুরগাঁও
পাট
-
গুরুত্ব: বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল
-
উৎপাদন ও রপ্তানি:
-
উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান
-
রপ্তানিতে বিশ্বে প্রথম স্থান
-
-
অর্থনৈতিক প্রভাব:
-
পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে
-
বিপুলসংখ্যক মানুষ পাট চাষ ও ব্যবসার সঙ্গে যুক্ত, অর্থনৈতিক জীবনের বড় অংশ পাটের ওপর নির্ভরশীল
-
-
শীর্ষ উৎপাদন এলাকা:
-
জেলা: ফরিদপুর
-
বিভাগ: ঢাকা
-
0
Updated: 1 month ago
সম্প্রতি, উচ্চ লবণসহিষ্ণু গমের জাত ‘জিএইউ গম ১’ উদ্ভাবন করেছে- [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
B
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
C
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
D
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
গমের জাত ‘জিএইউ গম ১’
তথ্যগুলো হলো:
-
উদ্ভাবন: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগ কর্তৃক।
-
বৈশিষ্ট্য: উচ্চ লবণাক্ততা সহনশীলতা সম্পন্ন, দেশের প্রথম এ ধরনের গম।
-
পরীক্ষামূলক চাষ: ২০২১ থেকে ২০২৩ সালে দেশের দক্ষিণাঞ্চলে কৃষকের মাঠে পরীক্ষা-নিরীক্ষা করা হয়, যেখানে এটি উচ্চ ফলনশীল ও লবণাক্ততা সহনশীল প্রমাণিত হয়।
-
মান ও উপকারিতা: উন্নতমানের, অধিক প্রোটিনসমৃদ্ধ ও উচ্চ ফলনশীল।
-
অনুমোদন: জাতীয় বীজ বোর্ড ১৭ জুন জিএইউ গম–১–এর ছাড়পত্র দেয়।
-
মোট উদ্ভাবিত জাত: বিশ্ববিদ্যালয় মোট ৯১টি জাত উদ্ভাবন করেছে।
অর্থাৎ, ‘জিএইউ গম ১’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নতমানের, লবণসহিষ্ণু ও প্রোটিনসমৃদ্ধ গমের নতুন সংযোজন।
0
Updated: 1 month ago
উচ্চ ফলনশীল গমের জাত কোনটি?
Created: 1 month ago
A
অনুপম
B
কবরী
C
গৌরব
D
অগ্রদূত
উচ্চ ফলনশীল ফসলের জাতসমূহ:
-
গম: কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব
-
কলার: সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী
-
আলু: হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা
-
পেঁয়াজ: সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি
-
বাঁধাকপি: গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত
-
ধান: বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি
-
আম: মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ
-
ভুট্টা: বর্ণালি, শুভ্রা, খই, মোহর
0
Updated: 1 month ago