সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে কাউকে নিজের বিপক্ষে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না?
A
অনুচ্ছেদ - ৩৪
B
অনুচ্ছেদ - ৩২
C
অনুচ্ছেদ - ৩৫
D
অনুচ্ছেদ - ৩৩
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান গণপরিষদের মাধ্যমে রচিত হয় এবং এটি দেশের মৌলিক আইন হিসেবে দেশের রাষ্ট্রনীতি ও নাগরিক অধিকার নির্ধারণ করে। সংবিধানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২, যা ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে কার্যকর হয়।
-
সংগঠন: সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ এবং ১১টি অধ্যায় রয়েছে।
-
মৌলিক ফৌজদারি ধারা (অনুচ্ছেদ ৩৫ অনুসারে):
-
কেউ কোনো অপরাধ করলে, সেই অপরাধ সংঘটনের সময় কার্যকর আইন অনুযায়ী তার বিচার হবে; নতুন কোনো কঠোর শাস্তি প্রয়োগ করা যাবে না।
-
একবার যদি কাউকে কোনো অপরাধের জন্য বিচার ও শাস্তি দেওয়া হয়, তবে একই অপরাধে পুনরায় বিচার বা শাস্তি দেওয়া যাবে না।
-
ফৌজদারি অপরাধের অভিযোগ উঠলে, অভিযুক্ত ব্যক্তি স্বাধীন ও নিরপেক্ষ আদালতে দ্রুত ও প্রকাশ্যে বিচার পাওয়ার অধিকারী।
-
কাউকে নিজের বিপক্ষে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না।
-
কাউকে নির্যাতন করা যাবে না, নিষ্ঠুর বা অমানবিক শাস্তি দেওয়া যাবে না, কিংবা লজ্জাজনক আচরণ করা যাবে না।
-
প্রচলিত আইনে যে শাস্তি বা বিচারপদ্ধতি নির্ধারিত আছে, তা এই অনুচ্ছেদের (৩) বা (৫) দফার দ্বারা প্রভাবিত হবে না।
-
-
প্রধান সংবিধানিক অধিকারসমূহ:
-
অনুচ্ছেদ ৩২: জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার সংরক্ষণ।
-
অনুচ্ছেদ ৩৩: গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ।
-
অনুচ্ছেদ ৩৪: জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ।
-
0
Updated: 1 month ago
'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা' কথাটি সংবিধানের কোন্ অনুচ্ছেদে বলা হয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ : ২
B
অনুচ্ছেদ : ৩
C
অনুচ্ছেদ : ৪
D
অনুচ্ছেদ : ৫
বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের অনুচ্ছেদ ৩-এ স্পষ্টভাবে বলা হয়েছে যে, বাংলা হবে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা। অর্থাৎ বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।
বাকি অনুচ্ছেদগুলোতে বিষয়বস্তু ভিন্নভাবে উল্লেখ করা আছে –
-
অনুচ্ছেদ ২: এখানে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা নিয়ে আলোচনা করা হয়েছে।
-
অনুচ্ছেদ ৪: এতে বলা হয়েছে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কে।
-
অনুচ্ছেদ ৪(ক): এখানে উল্লেখ আছে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের কথা।
-
অনুচ্ছেদ ৫: এতে বলা হয়েছে যে, প্রজাতন্ত্রের রাজধানী হবে ঢাকা।
0
Updated: 1 month ago
সংবিধানের ২৮(২) অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
Created: 1 month ago
A
সকল নাগরিকের চাকুরি লাভের সুযোগ
B
সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার
C
সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
D
রাষ্ট্রপতির অভিসংশন
বাংলাদেশ সংবিধান অনুযায়ী সমতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধারা:
-
২৮ (২) নং অনুচ্ছেদ: রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবেন।
-
৫২ নং অনুচ্ছেদ: রাষ্ট্রপতির অভিসংশন প্রক্রিয়া।
-
৯৪ নং অনুচ্ছেদ: সুপ্রিম কোর্টের গঠন।
0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তির উল্লেখ রয়েছে?
Created: 4 weeks ago
A
অনুচ্ছেদ ৫০
B
অনুচ্ছেদ ৫১
C
অনুচ্ছেদ ৫২
D
অনুচ্ছেদ ৫৩
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি, মন্ত্রিসভা ও স্থানীয় শাসনব্যবস্থা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নিচে অনুচ্ছেদগুলোর মূল বিষয়বস্তু তুলে ধরা হলো—
-
অনুচ্ছেদ ৫০ – রাষ্ট্রপতি-পদের মেয়াদ সম্পর্কিত বিধান নির্ধারণ করে।
-
অনুচ্ছেদ ৫১ – রাষ্ট্রপতির দায়মুক্তি (Immunity of the President) বিষয়টি উল্লেখ করে, অর্থাৎ রাষ্ট্রপতির বিরুদ্ধে নির্দিষ্ট অবস্থায় কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা যায় না।
-
অনুচ্ছেদ ৫২ – রাষ্ট্রপতির অভিশংসন (Impeachment of the President) প্রক্রিয়া সংবিধানে বর্ণিত হয়েছে।
-
অনুচ্ছেদ ৫৩ – রাষ্ট্রপতির অসামর্থ্য (Incapacity) বা দায়িত্ব পালনে অক্ষমতার কারণে অপসারণের বিধান রয়েছে।
-
অনুচ্ছেদ ৫৪ – রাষ্ট্রপতি অনুপস্থিত বা দায়িত্ব পালনে অক্ষম থাকলে স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
-
অনুচ্ছেদ ৫৫ – মন্ত্রিসভা (Council of Ministers) বিষয়টি ব্যাখ্যা করে, যা দেশের নীতি নির্ধারণ ও প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত।
-
অনুচ্ছেদ ৫৬ – মন্ত্রিগণ (Ministers) নিয়োগ ও দায়িত্ব সম্পর্কিত বিধান উল্লেখ করে।
-
অনুচ্ছেদ ৫৭ – প্রধানমন্ত্রীর মেয়াদ (Tenure of the Prime Minister) সম্পর্কে নির্দেশনা প্রদান করে।
-
অনুচ্ছেদ ৫৮ – অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ (Tenure of other Ministers) নির্ধারণ করে।
-
অনুচ্ছেদ ৫৯ – স্থানীয় শাসন (Local Government) ব্যবস্থার নীতিমালা সংবিধানে নির্ধারিত আছে।
-
অনুচ্ছেদ ৬০ – স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা (Powers of Local Government Bodies) সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
0
Updated: 4 weeks ago