সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে কাউকে নিজের বিপক্ষে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না?
A
অনুচ্ছেদ - ৩৪
B
অনুচ্ছেদ - ৩২
C
অনুচ্ছেদ - ৩৫
D
অনুচ্ছেদ - ৩৩
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান গণপরিষদের মাধ্যমে রচিত হয় এবং এটি দেশের মৌলিক আইন হিসেবে দেশের রাষ্ট্রনীতি ও নাগরিক অধিকার নির্ধারণ করে। সংবিধানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২, যা ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে কার্যকর হয়।
-
সংগঠন: সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ এবং ১১টি অধ্যায় রয়েছে।
-
মৌলিক ফৌজদারি ধারা (অনুচ্ছেদ ৩৫ অনুসারে):
-
কেউ কোনো অপরাধ করলে, সেই অপরাধ সংঘটনের সময় কার্যকর আইন অনুযায়ী তার বিচার হবে; নতুন কোনো কঠোর শাস্তি প্রয়োগ করা যাবে না।
-
একবার যদি কাউকে কোনো অপরাধের জন্য বিচার ও শাস্তি দেওয়া হয়, তবে একই অপরাধে পুনরায় বিচার বা শাস্তি দেওয়া যাবে না।
-
ফৌজদারি অপরাধের অভিযোগ উঠলে, অভিযুক্ত ব্যক্তি স্বাধীন ও নিরপেক্ষ আদালতে দ্রুত ও প্রকাশ্যে বিচার পাওয়ার অধিকারী।
-
কাউকে নিজের বিপক্ষে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না।
-
কাউকে নির্যাতন করা যাবে না, নিষ্ঠুর বা অমানবিক শাস্তি দেওয়া যাবে না, কিংবা লজ্জাজনক আচরণ করা যাবে না।
-
প্রচলিত আইনে যে শাস্তি বা বিচারপদ্ধতি নির্ধারিত আছে, তা এই অনুচ্ছেদের (৩) বা (৫) দফার দ্বারা প্রভাবিত হবে না।
-
-
প্রধান সংবিধানিক অধিকারসমূহ:
-
অনুচ্ছেদ ৩২: জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার সংরক্ষণ।
-
অনুচ্ছেদ ৩৩: গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ।
-
অনুচ্ছেদ ৩৪: জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ।
-

0
Updated: 12 hours ago
অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা'র কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে?
Created: 1 month ago
A
১৩নং অনুচ্ছেদে
B
১৫নং অনুচ্ছেদে
C
১৬নং অনুচ্ছেদে
D
১৭নং অনুচ্ছেদে
সংবিধানের ১৭ নং অনুচ্ছেদ – অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা
রাষ্ট্র—
-
(ক) একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক ও বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য ব্যবস্থা গ্রহণ করবে।
-
(খ) সমাজের প্রয়োজনের সঙ্গে শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন পূরণের উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছাপ্রণোদিত নাগরিক সৃষ্টির ব্যবস্থা করবে।
-
(গ) আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
অন্যদিকে:
-
১৩ নং অনুচ্ছেদ → মালিকানার নীতি।
-
১৫ নং অনুচ্ছেদ → মৌলিক প্রয়োজনের ব্যবস্থা।
-
১৬ নং অনুচ্ছেদ → পল্লী বিদ্যুতায়ন।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago
'নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ' কোন অনুচ্ছেদের বিষয়?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ - ২১
B
অনুচ্ছেদ - ২২
C
অনুচ্ছেদ - ২৩
D
অনুচ্ছেদ - ২৪
বাংলাদেশ সংবিধান:
-
অনুচ্ছেদ ২২: ‘নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ’
-
রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগের পৃথকীকরণ নিশ্চিত করবে।
-
অন্যদিকে:
-
অনুচ্ছেদ ২১: নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য
-
অনুচ্ছেদ ২৩: জাতীয় সংস্কৃতি
-
অনুচ্ছেদ ২৪: জাতীয় স্মৃতিনিদর্শন, প্রভৃতি
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago
সংবিধানের ২৮(২) অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
Created: 1 day ago
A
সকল নাগরিকের চাকুরি লাভের সুযোগ
B
সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার
C
সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
D
রাষ্ট্রপতির অভিসংশন
বাংলাদেশ সংবিধান অনুযায়ী সমতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধারা:
-
২৮ (২) নং অনুচ্ছেদ: রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবেন।
-
৫২ নং অনুচ্ছেদ: রাষ্ট্রপতির অভিসংশন প্রক্রিয়া।
-
৯৪ নং অনুচ্ছেদ: সুপ্রিম কোর্টের গঠন।

0
Updated: 1 day ago