What time-related metaphor does Prufrock use to express delay in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“There will be time”
B
“The night never ends”
C
“Tomorrow fades away”
D
“Time is frozen still”
উত্তরের বিবরণ
Prufrock বারবার বলে, “There will be time.” এই লাইন তার দেরি করার মানসিকতা প্রকাশ করে। সে নিজেকে বোঝাতে চায় যে এখন না হলেও পরে কাজ করা যাবে, ভালোবাসার কথা বলা যাবে। কিন্তু এই দেরি তাকে আরও নিষ্ক্রিয় করে তোলে।
Eliot এখানে মানুষের procrastination বা কালক্ষেপণকে তুলে ধরেছেন। আধুনিক সমাজে মানুষ কাজ না করে সবসময় ভাবতে থাকে — “সময় তো আছে।” কিন্তু শেষ পর্যন্ত সময় ফুরিয়ে যায়। Prufrock–এর জীবন এভাবেই অচল হয়ে পড়ে।
0
Updated: 1 month ago
The poem ‘The Love Song of J. Alfred Prufrock’ is written by-
Created: 2 months ago
A
W. B. Yeats
B
T. S. Eliot
C
Walter Scott
D
Robert Browning
T.S. Eliot রচিত বিখ্যাত কবিতাসমূহ হলো: 1. The Hollow Man 2. The Love Song of Alfred Prufrock 3. Ash Wednesday 4. Four Quartets 5. Portrait of a lady 6. Journey to the Magi 7. Gerontion 8. Dante's Inferno 9. The Wasteland: a long poem consists of the following five parts- • The Burial of the Dead • A game of Chess • The Fire Sermon • Death by Water • What the Thunder Said
1
Updated: 2 months ago
What poetic technique dominates “The Waste Land”?
Created: 1 month ago
A
Rhyme and meter
B
Pastoral description
C
Epic invocation
D
Allusion and fragmentation
Eliot "The Waste Land" কবিতায় অসংখ্য সাহিত্য, ধর্ম ও পুরাণের উদ্ধৃতি দিয়েছেন। এগুলো fragment আকারে এসেছে। এতে আধুনিক সভ্যতার ভাঙাচোরা অবস্থা প্রতিফলিত হয়েছে। Allusion এবং fragmentation–ই কবিতার মূল কৌশল।
0
Updated: 1 month ago
What phrase describes London as a place of death in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
“Unreal City”
B
“Silent Town”
C
“Empty Street”
D
“Shadowed Land”
Eliot লন্ডনকে বলেছেন “Unreal City।” এখানে তিনি যুদ্ধোত্তর নগরজীবনের যান্ত্রিকতা বোঝাতে চেয়েছেন। মানুষ ভিড় করে রাস্তায় হাঁটছে, কিন্তু তাদের দেখে মনে হয় যেন মৃতদেহ চলছে। শহরটা জীবন্ত নয়, বরং স্বপ্ন বা মায়ার মতো ফাঁপা। এই লাইন আধুনিক সমাজের আত্মাহীনতা ও যুদ্ধের পর ধ্বংসকে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago