What small, trivial question does Prufrock obsess over about his appearance in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
The parting of his hair
B
The polish of his shoes
C
The size of his hands
D
The color of his coat
উত্তরের বিবরণ
Prufrock–এর আত্মবিশ্বাস এতটাই ভেঙে পড়েছে যে সে ক্ষুদ্র বিষয় নিয়েও চিন্তিত হয়। সে ভাবে, লোকেরা হয়তো বলবে — “How his hair is growing thin!” আবার ভাবে, যদি সে তার চুল পেছনে আঁচড়ে রাখে, তাহলে কেমন দেখাবে?
এই ক্ষুদ্র উদ্বেগ আসলে তার বৃহৎ ভয়কে প্রকাশ করে। জীবনের বড় সিদ্ধান্তে সে ব্যর্থ হয়েছে, তাই ছোট ছোট বাহ্যিক বিষয়েও তার মনোযোগ আটকে থাকে।
Eliot দেখিয়েছেন কিভাবে আধুনিক মানুষ তুচ্ছ বাহ্যিকতা নিয়ে ব্যস্ত হয়ে আসল জীবনের প্রশ্ন এড়িয়ে যায়।
0
Updated: 1 month ago
The poem ‘The Love Song of J. Alfred Prufrock’ is written by-
Created: 2 months ago
A
W. B. Yeats
B
T. S. Eliot
C
Walter Scott
D
Robert Browning
T.S. Eliot রচিত বিখ্যাত কবিতাসমূহ হলো: 1. The Hollow Man 2. The Love Song of Alfred Prufrock 3. Ash Wednesday 4. Four Quartets 5. Portrait of a lady 6. Journey to the Magi 7. Gerontion 8. Dante's Inferno 9. The Wasteland: a long poem consists of the following five parts- • The Burial of the Dead • A game of Chess • The Fire Sermon • Death by Water • What the Thunder Said
1
Updated: 2 months ago
What phrase reflects Prufrock’s trivial worries about his body in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“How his hair is growing thin!”
B
“How his lips are turning blue!”
C
“How his hands are shaking fast!”
D
“How his skin is turning pale!”
Prufrock ভয় পায় যে মানুষ তার টাক পড়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে মন্তব্য করবে। এই ভয় আসলে তার আত্মবিশ্বাসহীনতার প্রতীক। বয়স বাড়া এবং বাহ্যিক পরিবর্তন তাকে আতঙ্কিত করে। Eliot এখানে মানুষের বাহ্যিক সৌন্দর্যের প্রতি সামাজিক চাপ ও উদ্বেগ দেখিয়েছেন। Prufrock–এর ক্ষেত্রে এই ক্ষুদ্র বিষয়ও তার ভেতরের দ্বিধাকে আরও বাড়িয়ে তোলে।
0
Updated: 1 month ago
What type of sound contrasts with silence in “The Burial of the Dead” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Thunder of spring rain
B
Murmur of children
C
Cry of wild animals
D
Chant of priests
"The Waste Land" কবিতায় Spring rain এলেও Eliot সেটিকে আনন্দিত নয়, বরং দুঃখের প্রতীক করেছেন। বৃষ্টি শিকড়কে জাগায়, কিন্তু তার সাথে পুরোনো স্মৃতি আর আকাঙ্ক্ষা ফিরে আসে। ফলে বৃষ্টি হয়ে ওঠে স্মৃতি আর যন্ত্রণার শব্দ, যা নীরবতার বিপরীতে দাঁড়ায়।
0
Updated: 1 month ago