Which phrase indicates Prufrock’s awareness of aging in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“I grow old … I grow old …”
B
“I shall scream against the night”
C
“I will walk forever young”
D
“I remain unchanged in time”
উত্তরের বিবরণ
Prufrock–এর সবচেয়ে তীব্র উদ্বেগ হলো বার্ধক্য। সে বারবার বলে, “I grow old … I grow old …”। এই লাইন আধুনিক মানুষের বয়স ও মৃত্যুভয়ের প্রতীক। সে জানে সময় কেটে যাচ্ছে, কিন্তু সে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেনি।
বার্ধক্য তার জন্য কেবল শারীরিক দুর্বলতা নয়, বরং মানসিক ব্যর্থতারও প্রতীক।
Eliot এখানে জীবনের ক্ষণস্থায়িত্ব ও অক্ষমতার চিত্র তুলে ধরেছেন। এই স্বীকারোক্তি পাঠককে মনে করিয়ে দেয় যে সময় কাউকে ক্ষমা করে না।
0
Updated: 1 month ago
Who wrote The Love Song of J. Alfred Prufrock?
Created: 3 months ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson
0
Updated: 3 months ago
What does Prufrock fear about others’ gaze in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Being reduced to a phrase
B
Being honoured with praise
C
Being forgotten in silence
D
Being lifted to glory
Prufrock–এর ভয় হলো সমাজের চোখ তাকে এক বাক্যে সীমাবদ্ধ করে ফেলবে। Eliot লিখেছেন, “When I am formulated, sprawling on a pin, When I am pinned and wriggling on the wall, Then how should I
begin?” এখানে বোঝানো হয়েছে, আধুনিক মানুষ অন্যের চোখে কেবল একটি লেবেলে আটকে যায়।
মানুষের আসল সত্তা ধরা পড়ে না; বরং সমাজ তাকে ছোট করে এক লাইনে বেঁধে ফেলে। Prufrock মনে করে, এটাই তার সবচেয়ে বড় অপমান।
0
Updated: 1 month ago
What is the rhyme scheme of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
ABAB
B
AABB
C
ABCB
D
Free verse
“The Lake Isle of Innisfree” কবিতাটির ছন্দ বিন্যাস হলো ABAB rhyme scheme। অর্থাৎ প্রথম ও তৃতীয় লাইন মিলে যায়, এবং দ্বিতীয় ও চতুর্থ লাইন মিলিত হয়। Yeats এই ছন্দ ব্যবহার করেছেন যাতে কবিতার ধ্বনি প্রবাহ শান্ত ও সঙ্গীতধর্মী হয়।
প্রকৃতির বর্ণনা ও শান্তির আকাঙ্ক্ষা এই ছন্দের কারণে আরও ছন্দোময় হয়ে ওঠে। ABAB ছন্দ কবিতার ধ্যানমগ্ন গুণকে বাড়িয়ে দেয়, পাঠককে শান্তির অভিজ্ঞতার মধ্যে নিয়ে যায়। Yeats কেবল বিষয়বস্তু দিয়েই নয়, ছন্দ দিয়েও প্রকৃতির সুষমা ফুটিয়ে তুলেছেন।
0
Updated: 1 month ago