What repeated question expresses Prufrock’s fear of action in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“Do I dare?”
B
“Shall I sleep?”
C
“Can I wait?”
D
“Will I fall?”
উত্তরের বিবরণ
Prufrock বারবার নিজেকে জিজ্ঞেস করে, “Do I dare?”। এই প্রশ্নে তার ভয়ের প্রকৃতি প্রকাশিত হয়। সে জীবনে কোনো সাহসী সিদ্ধান্ত নিতে পারছে না, এমনকি প্রিয়জনের কাছে ভালোবাসা প্রকাশ করার সাহসও নেই।
তার মনে হয়, সামান্য পদক্ষেপ নিলেও পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। Eliot এই প্রশ্নের পুনরাবৃত্তির মাধ্যমে দেখাতে চেয়েছেন আধুনিক মানুষের ভেতরের অস্থিরতা ও সিদ্ধান্তহীনতা।
কবিতায় প্রতিটি “Do I dare?” হলো জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সুযোগে ব্যর্থ হয়ে যাওয়া এক ধরনের অভ্যন্তরীণ কণ্ঠস্বর।

0
Updated: 12 hours ago
The poem ‘The Love Song of J. Alfred Prufrock’ is written by-
Created: 1 month ago
A
W. B. Yeats
B
T. S. Eliot
C
Walter Scott
D
Robert Browning
T.S. Eliot রচিত বিখ্যাত কবিতাসমূহ হলো: 1. The Hollow Man 2. The Love Song of Alfred Prufrock 3. Ash Wednesday 4. Four Quartets 5. Portrait of a lady 6. Journey to the Magi 7. Gerontion 8. Dante's Inferno 9. The Wasteland: a long poem consists of the following five parts- • The Burial of the Dead • A game of Chess • The Fire Sermon • Death by Water • What the Thunder Said

0
Updated: 1 month ago
Who is the central unifying figure in “The Waste Land”?
Created: 4 days ago
A
Tiresias
B
Hamlet
C
Oedipus
D
Orpheus
Eliot নিজেই লিখেছিলেন যে Tiresias পুরো কবিতার কেন্দ্রীয় চরিত্র। সে অন্ধ ভবিষ্যদ্বক্তা, যিনি পুরুষ ও নারী উভয়ের অভিজ্ঞতা লাভ করেছেন। ফলে সে সব ঘটনার একক সাক্ষী। Eliot তার মাধ্যমে আধুনিক জীবনের হতাশা, যৌনতা আর শূন্যতাকে একত্রে দেখিয়েছেন। Tiresias–এর উপস্থিতি কবিতাকে এক সুতায় বাঁধে।

0
Updated: 4 days ago
What phrase shows Prufrock’s concern with outward appearance in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 4 days ago
A
“My morning coat, my collar mounting firmly to the chin”
B
“My voice echoing across the hollow night”
C
“My shoes polished bright with silver light”
D
“My hat shading the weary eyes within”
Prufrock তার পোশাক ও সাজসজ্জা নিয়ে অতি সচেতন। সে ভাবে, তার morning coat আর collar মানুষ কীভাবে লক্ষ্য করবে। এই ক্ষুদ্র বাহ্যিকতা নিয়ে তার চিন্তা আসলে তার গভীর অনিশ্চয়তার প্রতীক।
জীবনের বড় প্রশ্ন থেকে দূরে সরে, সে ক্ষুদ্র বাহ্যিকতা নিয়েই ব্যস্ত হয়ে থাকে। Eliot এই চিত্র দিয়ে আধুনিক মানুষের ভেতরের ভঙ্গুরতা ও আত্মবিশ্বাসের অভাব তুলে ধরেছেন।

0
Updated: 4 days ago