What mythical figure does Prufrock imagine he is not, in the poem’s conclusion in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Prince Hamlet
B
Hercules
C
King Arthur
D
Odysseus
উত্তরের বিবরণ
কবিতার শেষের দিকে Prufrock বলে, “No! I am not Prince Hamlet, nor was meant to be.” এখানে Eliot বোঝাতে চেয়েছেন যে Prufrock নিজেকে কোনো মহৎ নায়ক হিসেবে দেখে না।
Hamlet ছিলেন Shakespeare–এর একটি জটিল চরিত্র, যিনি সিদ্ধান্ত নিতে দেরি করতেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি এক গুরুত্বপূর্ণ ট্র্যাজেডির কেন্দ্রীয় চরিত্র। Prufrock নিজেকে এমনকি Hamlet–এর মতো গুরুত্বপূর্ণও মনে করে না।
বরং সে মনে করে, সে কেবল এক “attendant lord” — অর্থাৎ গল্পের পাশে থাকা গৌণ চরিত্র, যাকে কেউ মনে রাখে না। অন্য অপশনগুলো যেমন Hercules, King Arthur বা Odysseus — এরা সবাই নায়কোচিত চরিত্র, যারা সাহস আর বীরত্বের প্রতীক। Prufrock জানে সে এদের মতো নয়।
সে Hamlet–এর মতোও নয়, বরং আরও গৌণ, দুর্বল এবং ভীত চরিত্র। এই স্বীকারোক্তি তার আত্মমর্যাদা বোধের অভাবকে সবচেয়ে গভীরভাবে প্রকাশ করে। তাই সঠিক উত্তর হলো (a)।
0
Updated: 1 month ago
What small gesture symbolises Prufrock’s nervous hesitation in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“The dropping of a question on your plate”
B
“The writing of a letter on the wall”
C
“The whispering of a word in the wind”
D
“The waving of a hand in the air”
Prufrock ভাবে, যদি সে কারো সামনে প্রশ্ন রাখে, সেটি হবে যেন কারো প্লেটে হঠাৎ কিছু ফেলে দেওয়ার মতো। এটি তার নার্ভাসনেস ও ভয় প্রকাশ করে। Eliot এই ছোট অঙ্গভঙ্গির মাধ্যমে দেখিয়েছেন, Prufrock–এর দ্বিধা কতটা তীব্র। তার কাছে ভালোবাসার প্রকাশও হয়ে ওঠে এক অস্বস্তিকর অঙ্গভঙ্গি।
0
Updated: 1 month ago
What phrase expresses Prufrock’s sense of wasted years in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“I have crossed the shining rivers of time”
B
“I have danced beneath the endless stars”
C
“I have known the evenings, mornings, afternoons”
D
“I have walked the deserts of despair”
Prufrock বলে, সে ইতিমধ্যেই সন্ধ্যা, সকাল, দুপুর — সবকিছুকে চিনেছে। এই লাইন তার জীবনের একঘেয়েমি ও অর্থহীনতা বোঝায়। দিনগুলো আসে, চলে যায়, কিন্তু কোনো পরিবর্তন বা সার্থকতা আসে না। Eliot এই সাধারণ সময়ের তালিকা ব্যবহার করে আধুনিক জীবনের শূন্যতা ফুটিয়ে তুলেছেন।
0
Updated: 1 month ago
What bodily image shows Prufrock’s self-consciousness in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Scar upon his pale forehead
B
Bruise on his fragile shoulder
C
Bald spot in the middle of his hair
D
Wrinkles upon his tired hands
Prufrock ভয় পায় মানুষ তার টাক পড়া নিয়ে হাসাহাসি করবে। সে বলে, “With a bald spot in the middle of my hair—”।
Eliot এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন, মানুষের শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক চাপ কেমনভাবে আত্মবিশ্বাস ভেঙে দেয়। Prufrock বার্ধক্য ও শারীরিক দুর্বলতায় আতঙ্কিত হয়ে পড়ে।
0
Updated: 1 month ago