'নূরনামা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
A
দৌলত কাজী
B
সৈয়দ হামজা
C
আলাওল
D
আবদুল হাকিম
উত্তরের বিবরণ
মধ্যযুগের মুসলিম কবি আবদুল হাকিম বাংলা সাহিত্যে নৈতিক ও ভাষা-সচেতন কাব্য রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নূরনামা কাব্যগ্রন্থ:
-
রচয়িতা: আবদুল হাকিম।
-
কাব্যটি ফারসি নীতিকাব্য নূরনামাহ্ অবলম্বনে রচিত।
-
কাব্যের একটি শ্রদ্ধাশীল উক্তি:
-
"যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।"
-
এই উক্তির কারণে কাব্যটি বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হিসেবে বিশেষ প্রশংসিত।
-
আবদুল হাকিম:
-
তিনি সপ্তদশ শতাব্দীর মুসলিম কবি, জন্ম ১৬২০ খ্রিষ্টাব্দে সন্দ্বীপের সুধারামে।
-
মধ্যযুগে মুসলমানরা বাংলা ভাষাকে নিজের ভাষা মনে করতো না, বরং পারসি, আরবি ও উর্দুকে প্রাধান্য দিত। এ পরিপ্রেক্ষিতে আবদুল হাকিম 'নূরনামা' কাব্যে দু'টি প্রবাদতুল্য পঙ্ক্তি লিখে পরভাষাশ্রীতির বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রকাশ করেন।
-
আবদুল হাকিমের পাঁচটি কাব্য সংরক্ষিত আছে:
-
ইউসুফ জোলেখা
-
নূরনামা
-
দুররে মজলিশ
-
লালমোতি সয়ফুলমুলুক
-
হানিফার লড়াই
-
0
Updated: 1 month ago
'শ্রীকৃষ্ণবিজয়' কাব্যের লেখক কে?
Created: 1 month ago
A
গোবিন্দদাস
B
মালাধর বসু
C
কৃষ্ণদাস কবিরাজ
D
বৃন্দাবন দাস
• মালাধর বসু:
-
১৫শ-১৬শ শতকে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম ভগবতের বাংলা অনুবাদক।
-
তাঁর কাব্য: শ্রীকৃষ্ণবিজয়, যা মধ্যযুগের বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ।
-
জন্মস্থান: বর্ধমান জেলার কুলিন গ্রাম, ১৫শ শতকের তৃতীয় বা চতুর্থ দশকে।
-
কাব্য ও কবিত্বের জন্য শামসুদ্দীন ইউসুফ শাহ থেকে 'গুণরাজ খান' উপাধি লাভ করেন।
-
শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচনাকাল: ১৩৯৫-১৪০২ শকাব্দ (১৪৭৩-১৪৮০ খ্রি)।
-
কাব্যে ভগবত অনুসরণে শ্রীকৃষ্ণের জন্ম ও তাঁর লীলা বর্ণিত হয়েছে।
উৎস:
-
বাংলা সাহিত্যের ইতিহাস — মাহবুবুল আলম
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘দুই সৈনিক’ এর লেখক কে?
Created: 2 months ago
A
শওকত আলী
B
শহীদুল্লাহ কায়সার
C
শওকত ওসমান
D
সেলিনা হোসেন
‘দুই সৈনিক’ (শওকত ওসমান)
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
প্রকাশকাল: ১৯৭৩ খ্রি.
-
উপন্যাসে ১৯৭১ সালের ২৫ মার্চের পরবর্তী কোনো দিনের অনূর্ধ্ব পাঁচ ঘণ্টার একটি ঘটনার বর্ণনা রয়েছে।
শওকত ওসমান
-
জন্ম: ২ জানুয়ারি, ১৯১৭ খ্রি.; পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে।
-
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান।
-
সাহিত্যিক নাম: শওকত ওসমান।
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
-
জাহান্নম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
শওকত ওসমান রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস
-
ক্রীতদাসের হাসি
-
সমাগম
-
রাজা উপাখ্যান
-
নেকড়ে অরণ্য
-
পতঙ্গ পিঞ্জর
-
রাজসাক্ষী
-
জলাঙ্গী
-
পুরাতন খঞ্জর
-
বনি আদম
-
জননী
-
চৌরসন্ধি ইত্যাদি।
0
Updated: 2 months ago
'তেল-নুন-লাকড়ি' প্রবন্ধটি কার লেখা?
Created: 1 month ago
A
সুকান্ত ভট্টাচার্য
B
জহির রায়হান
C
প্রমথ চৌধুরী
D
হুমায়ুন আজাদ
“তেল-নুন-লাকড়ি” প্রবন্ধটি প্রমথ চৌধুরীর লেখা, যিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক এবং বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে খ্যাত।
-
প্রমথ চৌধুরী:
-
জন্ম: ১৮৬৮ সালের ৭ আগস্ট, যশোর।
-
বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষক।
-
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল।
-
প্রথমবার গদ্য/প্রবন্ধে চলিত রীতি প্রয়োগ করেন।
-
বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক।
-
মাসিক ‘সবুজপত্র’ (১৯১৪) পত্রিকার সম্পাদক।
-
মৃত্যু: ১৯৪৬, শান্তিনিকেতন।
-
-
কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
-
-
গল্পগ্রন্থ:
-
চার-ইয়ারি কথা
-
নীললোহিত ও গল্পসংগ্রহ
-
আহুতি
-
-
প্রবন্ধগ্রন্থ:
-
তেল-নুন-লাকড়ি
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
নানা চর্চা
-
রায়তের কথা
-
প্রবন্ধ সংগ্রহ
-
0
Updated: 1 month ago