'নূরনামা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
A
দৌলত কাজী
B
সৈয়দ হামজা
C
আলাওল
D
আবদুল হাকিম
উত্তরের বিবরণ
মধ্যযুগের মুসলিম কবি আবদুল হাকিম বাংলা সাহিত্যে নৈতিক ও ভাষা-সচেতন কাব্য রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নূরনামা কাব্যগ্রন্থ:
-
রচয়িতা: আবদুল হাকিম।
-
কাব্যটি ফারসি নীতিকাব্য নূরনামাহ্ অবলম্বনে রচিত।
-
কাব্যের একটি শ্রদ্ধাশীল উক্তি:
-
"যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।"
-
এই উক্তির কারণে কাব্যটি বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হিসেবে বিশেষ প্রশংসিত।
-
আবদুল হাকিম:
-
তিনি সপ্তদশ শতাব্দীর মুসলিম কবি, জন্ম ১৬২০ খ্রিষ্টাব্দে সন্দ্বীপের সুধারামে।
-
মধ্যযুগে মুসলমানরা বাংলা ভাষাকে নিজের ভাষা মনে করতো না, বরং পারসি, আরবি ও উর্দুকে প্রাধান্য দিত। এ পরিপ্রেক্ষিতে আবদুল হাকিম 'নূরনামা' কাব্যে দু'টি প্রবাদতুল্য পঙ্ক্তি লিখে পরভাষাশ্রীতির বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রকাশ করেন।
-
আবদুল হাকিমের পাঁচটি কাব্য সংরক্ষিত আছে:
-
ইউসুফ জোলেখা
-
নূরনামা
-
দুররে মজলিশ
-
লালমোতি সয়ফুলমুলুক
-
হানিফার লড়াই
-

0
Updated: 12 hours ago
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন কোনটি?
Created: 1 week ago
A
আরেক ফাল্গুন
B
একুশে ফেব্রুয়ারী
C
একুশের গল্প
D
আর্তনাদ
‘একুশে ফেব্রুয়ারী’ সংকলন
-
এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন।
-
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য ঢাকায় আত্মদান স্মরণে, ১৯৫৩ সালের মার্চে হাসান হাফিজুর রহমান ‘একুশে ফেব্রুয়ারী’ নামে সংকলনটি সম্পাদনা করেন।
-
প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান।
-
সম্পাদক ও প্রকাশক উভয়ই বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
-
সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা ও ইতিহাস—৬টি বিভাগে ২২ জন লেখক লিখেছেন।
-
এখানে প্রথম প্রকাশিত হয় আবদুল গাফ্ফার চৌধুরী রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান।
-
প্রকাশের তিন সপ্তাহের মধ্যে পাকিস্তানের তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে।
অন্যান্য ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য
-
‘আরেক ফাল্গুন’ উপন্যাস: জহির রায়হান রচিত, ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতার উপর ভিত্তি।
-
‘একুশের গল্প’: জহির রায়হানের ভাষা আন্দোলনভিত্তিক বিখ্যাত গল্প। প্রধান চরিত্র: তপু, রেণু ও রাহাত।
-
‘আর্তনাদ’: শওকত ওসমান রচিত ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
বাংলা সাহিত্যে ভোরের পাখি কে?
Created: 3 weeks ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
স্বর্ণকুমারী দেবী
C
বিহারীলাল চক্রবর্তী
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ হিসেবে খ্যাত বিহারীলাল চক্রবর্তী। গীতিকবিতার ক্ষেত্রে তিনি রবীন্দ্রনাথের গুরু হিসেবে খ্যাত। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য-ধারার ‘ভোরের পাখি’ বলে আখ্যায়িত করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর নাম- স্বপ্নদর্শন, সংগীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধু বিয়োগ, প্রেম প্রবাহিনী, সারদামঙ্গল, ইত্যাদি।

0
Updated: 3 weeks ago
সম্প্রতি, কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্র ৩য় বারের মতো সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
ইউনিসেফ
B
ইউনেস্কো
C
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
D
হিউম্যান রাইটস ওয়াচ
ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রের বের হওয়ার ঘোষণা
-
যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে, তারা ইউনেস্কো থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর থেকে কার্যকরভাবে সরে দাঁড়াবে।
-
প্রধান কারণ:
-
ফিলিস্তিনকে সদস্যপদ প্রদান
-
মার্কিন প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এর সঙ্গে সংঘাত
-
পটভূমি:
-
১৯৮৩: প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ইউনেস্কোকে ‘সোভিয়েতপন্থী ও দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে প্রথমবার যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন।
-
পরে, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ আমলে যুক্তরাষ্ট্র পুনরায় সদস্য হয়।
-
২০১৭: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউনেস্কো থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেন।
-
পরে, প্রেসিডেন্ট জো বাইডেন আমলে দেশটি পুনরায় সদস্যপদ ফিরে পায়।

0
Updated: 1 month ago