বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস ও পদবিভাগ করে শিল্প গুণান্বিত করে তোলেন কে?
A
রামমোহন রায়
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
ঈশ্বরচন্দ্র গুপ্ত
D
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তরের বিবরণ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের বিকাশে অপরিসীম অবদান রেখেছেন এবং তাঁকে বাংলা গদ্যের জনক হিসেবে অভিহিত করা হয়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
-
তিনি বাংলা গদ্যের জনক।
-
বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্নের প্রবর্তন করেন।
-
গদ্যকে সমৃদ্ধ ও সুন্দর করার জন্য 'উচ্চবচন ধ্বনিতরঙ্গ' এবং 'অনতিলক্ষ্য ছন্দঃস্রোত' সৃষ্টি করেন।
-
বাংলা গদ্যকে গতিশীল ও প্রাণবন্ত করে তোলেন।
-
তিনি সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ এবং যতিসন্নিবেশের মাধ্যমে গদ্যকে সুবোধ্য ও শিল্পসম্মত করেন।
-
বিদ্যাসাগরের এই কীর্তির কারণে বাংলা গদ্য সাহিত্যিক গুণসম্পন্ন এবং সর্বভাব প্রকাশক্ষম হয়েছে।

0
Updated: 12 hours ago
‘চন্দ্রাবতী’ পালাটির রচয়িতা কে?
Created: 12 hours ago
A
নয়ানচাঁদ ঘোষ
B
দ্বিজ ঈশান
C
মনসুর বয়াতি
D
দ্বিজ কানাই
মৈমনসিংহ গীতিকা বাংলার লোকসাহিত্যের এক অমূল্য ভাণ্ডার। এটি ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন, যেখানে গ্রামীণ জীবনের রোমান্স, প্রেম-বিয়োগান্তক কাহিনি ও সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে।
-
মৈমনসিংহ গীতিকা মূলত ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগান।
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে এসব পালাগান সংগ্রহ করেন।
-
তিনি সংগৃহীত গানগুলো সম্পাদনা করে ১৯২৩ সালে গ্রন্থাকারে ‘মৈমনসিংহ গীতিকা’ নামে প্রকাশ করেন।
-
মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় অনূদিত ও মুদ্রিত হয়েছে।
সংকলনে অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য গীতিকাগুলো হলো:
-
চন্দ্রাবতী (নয়ানচাঁদ ঘোষ)
-
দেওয়ানা মদিনা (মনসুর বয়াতি)
-
মহুয়া (দ্বিজ কানাই)
-
মলুয়া (চন্দ্রাবতী)
-
কমলা (দ্বিজ ঈশান)
-
দেওয়ান ভাবনা
-
দস্যু কেনারামের পালা (চন্দ্রাবতী)
-
রূপবতী
-
কাজলরেখা
-
কঙ্ক ও লীলা
-
চন্দ্রাবতী রামায়ণ

0
Updated: 12 hours ago
'তোমাকে অভিবাদন প্রিয়তমা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 2 days ago
A
শওকত আলী
B
নির্মলেন্দু গুণ
C
আসাদ চৌধুরী
D
শহীদ কাদরী
শহীদ কাদরী
-
স্বাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় আধুনিক কবি।
-
জন্ম: ১৯৪২ সালে, কলকাতার পার্কস্ট্রিটে।
-
মৃত্যু পর তাঁর ইচ্ছে অনুসারে ঢাকাতে সমাধিস্থ করা হয়।
তাঁর রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
উত্তরাধিকার
-
তোমাকে অভিবাদন প্রিয়তমা
-
কোথাও কোন ক্রন্দন নেই
-
আমার চুম্বনগুলো পৌছে দাও

0
Updated: 2 days ago
'রত্নবতী' কোন ধরনের গ্রন্থ?
Created: 1 month ago
A
নাটক
B
উপন্যাস
C
প্রহসন
D
গল্পগ্রন্থ
রত্নবতী (মীর মশাররফ হোসেন)
-
লেখক: মীর মশাররফ হোসেন
-
প্রকাশ: ১৮৬৯
-
বিশেষত্ব:
-
মুসলিম সাহিত্যিকদের মধ্যে প্রথম গ্রন্থ যা ঐতিহাসিকভাবে মূল্যবান
-
রূপকথা জাতীয় শিক্ষামূলক দীর্ঘ গল্প
-
-
মূল বিষয়:
-
রাজপুত্র সুকুমার ও মন্ত্রীপুত্র সুমন্তের মধ্যে ‘ধন বড় না বিদ্যা বড়’ বিতর্ক ও তার সমাধান
-
মীর মশাররফ হোসেন
-
জন্ম: ১৩ নভেম্বর ১৮৪৭, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া
-
পেশা: ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক
-
সাংবাদিকতা:
-
সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা-র মফঃস্বল সংবাদদাতা
-
পত্রিকা আজিজননেহার ও হিতকরী সম্পাদনা
-
-
সাহিত্যিক অবদান:
-
বঙ্কিমযুগের প্রধান গদ্যশিল্পী
-
উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ
-

0
Updated: 1 month ago