বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস ও পদবিভাগ করে শিল্প গুণান্বিত করে তোলেন কে?
A
রামমোহন রায়
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
ঈশ্বরচন্দ্র গুপ্ত
D
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তরের বিবরণ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের বিকাশে অপরিসীম অবদান রেখেছেন এবং তাঁকে বাংলা গদ্যের জনক হিসেবে অভিহিত করা হয়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
-
তিনি বাংলা গদ্যের জনক।
-
বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্নের প্রবর্তন করেন।
-
গদ্যকে সমৃদ্ধ ও সুন্দর করার জন্য 'উচ্চবচন ধ্বনিতরঙ্গ' এবং 'অনতিলক্ষ্য ছন্দঃস্রোত' সৃষ্টি করেন।
-
বাংলা গদ্যকে গতিশীল ও প্রাণবন্ত করে তোলেন।
-
তিনি সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ এবং যতিসন্নিবেশের মাধ্যমে গদ্যকে সুবোধ্য ও শিল্পসম্মত করেন।
-
বিদ্যাসাগরের এই কীর্তির কারণে বাংলা গদ্য সাহিত্যিক গুণসম্পন্ন এবং সর্বভাব প্রকাশক্ষম হয়েছে।
0
Updated: 1 month ago
"পুতুলনাচের ইতিকথা" উপন্যাসের রচয়িতা কে?
Created: 1 month ago
A
হুমায়ুন আজাদ
B
জহির রায়হান
C
মানিক বন্দ্যোপাধ্যায়
D
শামসুর রহমান
"পুতুলনাচের ইতিকথা" উপন্যাসের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলা ত্রিশোত্তর যুগের একজন প্রভাবশালী কথাসাহিত্যিক ছিলেন।
-
মানিক বন্দ্যোপাধ্যায়:
-
জন্ম: ১৯০৮ সালে, বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে।
-
পৈত্রিক নিবাস: ঢাকা জেলার বিক্রমপুরের মালবদিয়া গ্রাম।
-
প্রকৃত নাম: প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়; ডাকনাম: মানিক।
-
প্রথম প্রকাশিত উপন্যাস: জননী (১৯৩৫)
-
প্রথম প্রকাশিত গল্প: অতসী মামী, বিচিত্রা পত্রিকায় প্রকাশিত।
-
মৃত্যু: ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর, কলকাতা।
-
-
উপন্যাসসমূহ:
-
পুতুলনাচের ইতিকথা
-
অহিংসা
-
সার্বজনীন
-
সোনার চেয়ে দামী
-
স্বাধীনতার স্বাদ
-
দিবারাত্রির কাব্য
-
পদ্মা নদীর মাঝি
-
শহরবাসের ইতিকথা
-
আরোগ্য
-
-
গল্পসমূহ:
-
প্রাগৈতিহাসিক
-
সরীসৃপ
-
সমুদ্রের স্বাদ
-
অতসী মামী ও অন্যান্য গল্প
-
0
Updated: 1 month ago
কবি আলাওলের জন্মস্থান কোথায়?
Created: 1 month ago
A
চট্টগ্রাম
B
কক্সবাজার
C
বরিশাল
D
ময়মনসিংহ
• আলাওল:
- তিনি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন।
- আলাওলের জন্ম আনুমানিক ১৬০৭ খ্রিস্টাব্দে (জোবরা গ্রাম, হাটহাজারি, চট্টগ্রাম) মতান্বরে (ফতেহাবাদ পরগনা, ফরিদপুর)।
- আরাকান রাজসভা তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি আলাওল।
- পদ্মাবতী তার প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য, মাগন ঠাকুরের উৎসাহে তিনি এই কাব্য রচনা করেন।
সৈয়দ আলাওল রচিত বিখ্যাত সাহিত্যকর্ম:
- পদ্মাবতী,
- হপ্তপয়কর,
- সিকান্দারনামা,
- তোহফা,
- সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
0
Updated: 1 month ago
কাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়?
Created: 2 months ago
A
ঈশ্বরচন্দ্র গুপ্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
ভারতচন্দ্র রায়গুণাকর
D
বিহারীলাল চক্রবর্তী
ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২–১৮৫৯)
-
জন্ম: ১৮১২, শিয়ালডাঙ্গা, কাঁচড়াপাড়া, পশ্চিমবঙ্গ।
-
পরিচয়: কবি ও সাংবাদিক।
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু।
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি (মধ্যযুগ ও আধুনিক যুগের সংযোগকারী)।
-
রচনার বিষয়বস্তু সমকালের সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট, কিন্তু ভাষা, ছন্দ ও অলঙ্কারে মধ্যযুগীয় ধারা।
-
ব্যঙ্গ-বিদ্রূপ তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য।
-
সাংবাদিকতা
-
সংবাদ প্রভাকর (১৮৩১ সালে সাপ্তাহিক, ১৮৩৯ সাল থেকে দৈনিক)—প্রথম বাংলা দৈনিক পত্রিকা।
-
এছাড়াও সম্পাদনা করেছেন:
-
সংবাদ রত্নাবলী
-
পাষণ্ডপীড়ন
-
সংবাদ সাধুরঞ্জন
-
অবদান
-
লুপ্তপ্রায় কবিয়ালদের জীবনী সংগ্রহ ও প্রকাশ তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি।
-
মৃত্যু: ১৮৫৯ খ্রিস্টাব্দে।
0
Updated: 2 months ago