মধ্যুযুগের সাহিত্য ধারাগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম?
A
জীবনী সাহিত্য
B
অনুবাদ সাহিত্য
C
লোক সাহিত্য
D
নাথ সাহিত্য
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যের মধ্যযুগকাল ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত বিস্তৃত এবং এই সময়ের সাহিত্য মূলত ধর্মকেন্দ্রিক, যেখানে মানবিক বিষয়াদি তুলনামূলকভাবে গৌণ।
বাংলা সাহিত্যের মধ্যযুগ:
-
মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো ধর্মকেন্দ্রিকতা, মানবতাসহ অন্যান্য বিষয়গুলো গৌণ।
-
প্রধান সাহিত্যধারা:
-
বৈষ্ণব সাহিত্য
-
মঙ্গলকাব্য
-
শাক্তপদ
-
অনুবাদ সাহিত্য
-
নাথ সাহিত্য
-
জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য
-
লোক সাহিত্যধারা
-
-
এই ধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণে ও গুণে সবচেয়ে সমৃদ্ধ।
-
মধ্যযুগে প্রচলিত 'কানু ছাড়া গীত নাই' উক্তি বৈষ্ণবধারার প্রাধান্যকে নির্দেশ করে।
-
লোক সাহিত্যধারা মধ্যযুগের অন্যান্য ধারার থেকে ব্যতিক্রম; এখানে ধর্ম বা দেব-দেবীর চেয়ে মানুষের গুরুত্ব, প্রণয় ও কামনাকে কেন্দ্র করে লেখা হয়েছে।
0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক কোনটি?
Created: 1 month ago
A
তারাবাঈ
B
সাজাহান
C
নূরজাহান
D
মেবার পতন
দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকসমূহে ইতিহাস ও সম্রাটদের জীবনের চিত্রায়ণ গুরুত্বপুর্ণ স্থান দখল করে। তার মধ্যে 'সাজাহান' নাটককে বিশেষভাবে উল্লেখ করা হয়।
সাজাহান নাটক:
-
এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক হিসেবে বিবেচিত।
-
নাটকটি প্রথম প্রকাশিত হয় ১৯০৯ সালে।
-
নাটকের কাহিনি কেন্দ্র করে মোগল সম্রাট সাজাহানের জীবন।
-
নাটকটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়।
-
নাটকে ব্যবহৃত গান 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' এর রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়।
দ্বিজেন্দ্রলাল রায়ের অন্যান্য ঐতিহাসিক নাটক:
-
তারাবাঈ
-
প্রতাপ-সিংহ
-
দুর্গাদাস
-
নূরজাহান
-
মেবার পতন
-
সাজাহান
-
চন্দ্রগুপ্ত
-
সিংহলবিজয়
0
Updated: 1 month ago
হুমায়ুন আজাদ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
কাফনে মোড়া অশ্রুবিন্দু
B
বাতাসে লাশের গন্ধ
C
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
D
বন্দী শিবির থেকে
‘কফিনে মোড়া অশ্রুবিন্দু’
-
রচয়িতা: হুমায়ূন আজাদ
-
এটি একটি কাব্যগ্রন্থ, প্রকাশিত ১৯৯৮ সালে।
হুমায়ূন আজাদ
-
জন্ম: ২৮ এপ্রিল ১৯৪৭, রাড়িখাল, বিক্রমপুর
-
পেশা: কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক, ভাষাবিজ্ঞানী
-
প্রকাশিত প্রথম কাব্য: অলৌকিক ইস্টিমার (১৯৭৩)
-
দ্বিতীয় কাব্যগ্রন্থ: জ্বলো চিতাবাঘ (১৯৮৩)
হুমায়ূন আজাদ রচিত অন্যান্য কাব্যগ্রন্থ
-
অলৌকিক ইস্টিমার
-
জ্বলো চিতাবাঘ
-
যতোই গভীরে যাই মধু
-
যতোই উপরে যাই নীল
-
সবকিছু নষ্টদের অধিকারে যাবে
-
কফিনে মোড়া অশ্রুবিন্দু ইত্যাদি
অন্যান্য সমসাময়িক কাব্যগ্রন্থ
-
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ: বাতাসে লাশের গন্ধ
-
শামসুর রাহমান: বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, বন্দী শিবির থেকে
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
'যদ্যপি আমার গুরু' কার রচনা?
Created: 1 month ago
A
হুমায়ূন আহমেদ
B
আলাউদ্দিন আল আজাদ
C
আহমদ ছফা
D
আব্দুশ শাকুর
যদ্যপি আমার গুরু’ গ্রন্থ
-
বাংলাদেশের অগ্রণী চিন্তাবিদ ও কথাসাহিত্যিক আহমদ ছফা রচিত একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ।
-
দীর্ঘ এই স্মৃতিচারণমূলক রচনা প্রথমে দৈনিক বাংলাবাজার পত্রিকার সাহিত্য পাতায় প্রায় চার মাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং ১৯৯৮ খ্রিষ্টাব্দে বই আকারে প্রকাশিত হয়।
-
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক-এর সাথে লেখকের বিভিন্ন বিষয়ে কথোপকথনের বিবরণ রয়েছে।
-
লেখক দীর্ঘ ২৭ বছর ধরে রাজ্জাক স্যারের সান্নিধ্য লাভ করেছিলেন এবং তাঁকে গুরু হিসেবে উল্লেখ করেছেন।
আহমদ ছফার উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
সূর্য তুমি সাথী
-
উদ্ধার
-
একজন আলী কেনানের উত্থান পতন
-
অলাতচক্র
-
ওঙ্কার
-
গাভীবৃত্তান্ত
-
অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী
-
পুষ্পবৃক্ষ
-
বিহঙ্গ পুরাণ
0
Updated: 1 month ago