উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, এবং বাংলাপিডিয়া।
বালক 'অমল' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন নাটকের চরিত্র?
A
রক্তকরবী
B
ডাকঘর
C
অচলায়তন
D
প্রায়শ্চিত্ত
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
Related MCQ
'অ্যা গ্রামার অফ দ্যা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি কত প্রকাশিত হয়?
Created: 3 weeks ago
A
১৭৮০ সাল
B
১৭২০ সাল
C
১৭৭৮ সাল
D
১৭৬৯ সাল
বাংলা ভাষার ব্যাকরণচর্চার ইতিহাসে ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর রচিত ‘A Grammar of the Bengal Language’ গ্রন্থটি ছিল প্রথম পূর্ণাঙ্গ ও প্রামাণ্য বাংলা ব্যাকরণ, যা বাংলা ভাষাকে গবেষণার ক্ষেত্র হিসেবে বিশ্বে পরিচিত করে তোলে।
মূল তথ্যসমূহ:
-
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড রচিত ‘A Grammar of the Bengal Language’ গ্রন্থটি ১৭৭৮ সালে হুগলি থেকে প্রকাশিত হয়।
-
এটি ছিল ইংরেজি ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণগ্রন্থ।
-
তিনি বাংলা ভাষাকে বিশ্লেষণমূলকভাবে উপস্থাপন করেন এবং ব্যাকরণে বাংলা উদাহরণ ও বাংলা লিপি ব্যবহার করেন—যা পূর্বে কেউ করেননি।
-
এর আগে পর্তুগিজ ধর্মযাজকরা রোমান অক্ষরে সীমিত আকারে বাংলা ব্যাকরণ ও অভিধান রচনার চেষ্টা করেছিলেন, তবে তা ছিল অনিয়মিত ও অসম্পূর্ণ।
-
হ্যালহেডই প্রথম নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাংলা ব্যাকরণ রচনা করেন, যা পরবর্তী বাংলা ভাষাবিদদের জন্য ভিত্তি স্থাপন করে।
হ্যালহেড সম্পর্কে অতিরিক্ত তথ্য:
-
তিনি ১৭৫১ সালের ২৫ মে লন্ডনের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
-
পেশাগতভাবে তিনি ছিলেন একজন প্রাচ্যবিদ ও বৈয়াকরণিক।
0
Updated: 3 weeks ago
গদ্যপদ্যে মিশ্রিত কাব্য কোনটি?
Created: 1 month ago
A
শ্রীকৃষ্ণকীর্তন
B
সেক শুভোদয়া
C
চৈতন্যভাগবত
D
মহাভারত
‘সেক শুভোদয়া’ অন্ধকার যুগের একটি উল্লেখযোগ্য সাহিত্য নিদর্শন। এটি পীর মাহাত্ম্য ব্যঞ্জক চম্পুকাব্য, যেখানে গদ্য ও পদ্য একসঙ্গে ব্যবহৃত হয়েছে। গ্রন্থটিতে ধর্মীয় কাহিনির পাশাপাশি ভাষার প্রাচীন বৈশিষ্ট্যও প্রকাশ পেয়েছে।
-
হলায়ুধ মিশ্র ‘সেক শুভোদয়া’ রচনা করেন। এটি সংস্কৃত গদ্যপদ্যে রচিত চম্পুকাব্য।
-
এখানে অশুদ্ধ বাংলা ও ভুল সংস্কৃত শব্দের ব্যবহার পাওয়া যায় বলে সুনীতিকুমার চট্টোপাধ্যায় একে dog Sanskrit বলেছেন।
-
ড. মুহাম্মদ এনামুল হকের মতে, ‘সেক শুভোদয়া’ খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের গোড়ার দিকের রচনা।
-
কাহিনি অনুসারে অলৌকিক শক্তিধর মুসলমান শেখ জালালুদ্দীন তাবরেজি রাজা লক্ষ্মণ সেনের সভায় গল্পটি পরিবেশন করেন।
-
গ্রন্থে বহু বাংলা ছড়া ও বাগধারা ব্যবহৃত হয়েছে।
-
এতে মোট ২৫টি অধ্যায় আছে। ১৩২০-২১ বঙ্গাব্দে মণীন্দ্রমোহন বসু ১৩টি পরিচ্ছেদ বঙ্গানুবাদসহ ‘কায়স্থ’ পত্রিকায় প্রকাশ করেন।
-
১৩৩৪ বঙ্গাব্দে সুকুমার সেন গ্রন্থটির সম্পাদনা করে প্রথম মুদ্রণ করেন।
অন্যদিকে:
-
শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথাভিত্তিক আখ্যানকাব্য।
-
চৈতন্যভাগবত (১৫৪৬-১৫৫০) বৃন্দাবন দাসের রচনা এবং এটি বাংলায় চৈতন্যদেবের জীবনীমূলক প্রথম কাব্য।
-
মহাভারত সংস্কৃত ভাষায় রচিত ভারতের প্রাচীন মহাকাব্য, যার রচয়িতা মহর্ষি বেদব্যাস।
0
Updated: 1 month ago
'সূর্য দীঘল বাড়ী' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
Created: 1 month ago
A
জমিলা
B
জয়গুন
C
আমেনা
D
রহিমা
‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাস
১. রচয়িতা ও প্রকাশ
-
রচয়িতা: আবু ইসহাক
-
প্রকাশ: ১৯৫৫
-
ধারা: সামাজিক উপন্যাস
২. বিষয়বস্তু
-
বাংলাদেশের গ্রাম জীবনের বিশ্বস্ত চিত্রায়ন।
-
পটভূমি: বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশবিভাগ।
-
উপন্যাসে এই ঐতিহাসিক ঘটনার প্রভাব গ্রামের মানুষের জীবনে কীভাবে প্রতিফলিত হয় তা চিত্রিত হয়েছে।
৩. প্রধান চরিত্র
-
জয়গুন
৪. অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র
-
হাসু, মায়মুন, শাফি, ডা. রমেশ চক্রবর্তী, মোরল গদু ইত্যাদি।
অন্যদিকে:
-
'লালসালু' উপন্যাসের চরিত্র: মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা।
0
Updated: 1 month ago