বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক কোনটি?
A
তারাবাঈ
B
সাজাহান
C
নূরজাহান
D
মেবার পতন
উত্তরের বিবরণ
দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকসমূহে ইতিহাস ও সম্রাটদের জীবনের চিত্রায়ণ গুরুত্বপুর্ণ স্থান দখল করে। তার মধ্যে 'সাজাহান' নাটককে বিশেষভাবে উল্লেখ করা হয়।
সাজাহান নাটক:
-
এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক হিসেবে বিবেচিত।
-
নাটকটি প্রথম প্রকাশিত হয় ১৯০৯ সালে।
-
নাটকের কাহিনি কেন্দ্র করে মোগল সম্রাট সাজাহানের জীবন।
-
নাটকটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়।
-
নাটকে ব্যবহৃত গান 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' এর রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়।
দ্বিজেন্দ্রলাল রায়ের অন্যান্য ঐতিহাসিক নাটক:
-
তারাবাঈ
-
প্রতাপ-সিংহ
-
দুর্গাদাস
-
নূরজাহান
-
মেবার পতন
-
সাজাহান
-
চন্দ্রগুপ্ত
-
সিংহলবিজয়

0
Updated: 12 hours ago
কাজী নজরুল ইসলামকে নিম্নলিখিত কোন পুরস্কার প্রদান করা হয়নি?
Created: 1 week ago
A
বাংলা একাডেমী পদক
B
একুশে পদক
C
জগত্তারিনী পদক
D
পদ্মভূষণ পদক
সঠিক উত্তর - ক) বাংলা একাডেমী পদক।
কাজী নজরুল ইসলামের সন্মান ও পুরস্কার:
- কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯৪৫ সালে তাঁকে জগত্তারিনী পুরস্কারে ভূষিত করে।
- ভারত সরকার ১৯৬০ সালে কাজী নজরুল ইসলামকে ‘পদ্মভূষণ’ পদকে ভূষিত করে।
- ১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশে আনেন।
- ১৯৬৯ সালে রবীন্দ্রভারতী থেকে এবং ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি-লিট ডিগ্রি প্রদান করে।
- ১৯৭৬ সালে বাংলাদেশ থেকে তাঁকে নাগরিকত্ব ও একুশে পদক প্রদান করা হয়।

0
Updated: 1 week ago
২০২৫-২৬ অর্থবছরের বাজেট কার্যকর হয় কবে থেকে?
Created: 1 month ago
A
১ জুন, ২০২৫
B
৩০ জুন, ২০২৫
C
১ জুলাই, ২০২৫
D
৩১ জুলাই, ২০২৫
জাতীয় বাজেট ২০২৫-২৬
-
ক্রম: ৫৪তম বাজেট (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)
-
শিরোনাম: ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’
-
উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)
-
উত্থাপন তারিখ: ২ জুন, ২০২৫
-
অনুমোদন তারিখ: ২২ জুন, ২০২৫
-
কার্যকর তারিখ: ১ জুলাই, ২০২৫
-
বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
-
অনুমিত মুদ্রাস্ফীতি হার: ৬.৫%
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৭%

0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণকাহিনি কোনটি?
Created: 1 month ago
A
পশ্চিম যাত্রীর ডায়েরী
B
য়ুরোপ প্রবাসীর পত্র
C
জাভা যাত্রীর পত্র
D
জাপান যাত্রী
‘য়ুরোপ প্রবাসীর পত্র’
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণকাহিনি।
চলিত ভাষায় রচিত, এবং এখানেই রবীন্দ্রনাথ প্রথমবার চলিতরীতির প্রবর্তন করেন।
প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় (১৮৮১ সালে)।
কাহিনি সংক্ষেপ
১৮৭৮ সালের সেপ্টেম্বরে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ইংল্যান্ড যান।
কিছুদিন ব্রাইটনের একটি পাবলিক স্কুলে এবং পরে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেন।
পড়াশোনা সম্পূর্ণ না করে দেড় বছর পর তিনি দেশে ফেরেন।
সে সময় ইউরোপের সমাজ ও জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন, যার প্রতিফলন দেখা যায় তাঁর য়ুরোপ প্রবাসীর পত্র গ্রন্থে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণকাহিনি
য়ুরোপ প্রবাসীর পত্র
য়ুরোপ যাত্রীর ডায়েরী
পথের সঞ্চয়
জাপান যাত্রী
পশ্চিম যাত্রীর ডায়েরী
জাভা যাত্রীর পত্র
রাশিয়ার চিঠি
পারস্য যাত্রী

0
Updated: 1 month ago