Why do Vladimir and Estragon stay together despite fights in the play Waiting for Godot?
A
Fear of loneliness
B
Greed for money
C
Waiting for inheritance
D
Religious compulsion
উত্তরের বিবরণ
তাদের মধ্যে ঝগড়া হলেও তারা একে অপরকে ছেড়ে যায় না। একাকিত্বের ভয় তাদের একসাথে বেঁধে রাখে। মানব জীবনের মৌলিক সত্য হলো সঙ্গীর প্রয়োজন।
0
Updated: 1 month ago
Who are the main characters in Waiting for Godot?
Created: 1 month ago
A
Vladimir and Estragon
B
Vladimir and Lucky
C
Estragon and Pozzo
D
Godot and Lucky
Waiting for Godot নাটকের কেন্দ্রীয় চরিত্র হলো ভ্লাদিমির এবং এসট্রাগন। তারা দুই বন্ধু, যাঁরা অনন্ত অপেক্ষার মধ্যে সময় কাটাচ্ছেন। Beckett এই চরিত্রগুলোর মাধ্যমে আধুনিক মানুষের জীবনের অর্থহীনতা এবং একাকীত্বকে প্রতিফলিত করেছেন।
ভ্লাদিমির এবং এসট্রাগন একে অপরের উপর নির্ভরশীল হলেও তাদের জীবন মানসিক ও আধ্যাত্মিক বিভ্রান্তির মধ্যে আবর্তিত। নাটকটি মূলত মানব অস্তিত্বের শূন্যতা, সময়ের অস্থিরতা এবং উদ্দেশ্যহীনতার দিকে পাঠকের মনোযোগ আকর্ষণ করে।
তাদের কথোপকথন এবং এক্সপেরিমেন্টাল কাঠামো মানুষের চরম অসহায়তা এবং সামাজিক ও মানসিক সংযোগের প্রয়োজনীয়তা বোঝায়।
0
Updated: 1 month ago
What role do Estragon and Vladimir play for each other in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Companions against loneliness
B
Brothers in conflict
C
Master and servant
D
Enemies forced together
Estragon ও Vladimir ঝগড়া করলেও কখনো আলাদা হয় না। তারা একে অপরের সঙ্গী। এই বন্ধুত্ব একাকিত্ব থেকে রক্ষা করে। Beckett দেখিয়েছেন মানুষ শূন্য জীবনে অন্তত সম্পর্ক দিয়ে বাঁচতে চায়।
0
Updated: 1 month ago
What is the symbolic meaning of the barren tree in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Hopelessness and possible renewal
B
Eternal victory of mankind
C
The joy of spring
D
The wealth of nature
গাছ নাটকের প্রধান প্রতীক। প্রথমে গাছটি শুকনো, পরে কিছুটা পাতা গজায়। এটি একই সঙ্গে হতাশা ও আশার প্রতীক। জীবনের শূন্যতা ও অর্থহীনতা প্রকাশ পেলেও পরিবর্তনের সম্ভাবনাও আছে। Beckett এই প্রতীকে মানুষের অস্তিত্বের দ্বৈততা তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago