What does the road in the play Waiting for Godot symbolise?
A
The journey of life with no destination
B
The path to heaven
C
A way to political power
D
A soldier’s march
উত্তরের বিবরণ
রাস্তা বোঝায় জীবনের যাত্রা। Estragon ও Vladimir এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কোথাও যায় না। এটি জীবনের দিকহীনতা প্রতিফলিত করে।

0
Updated: 12 hours ago
Waiting for Godot is written by -
Created: 2 weeks ago
A
American author
B
Irish author
C
French author
D
Russian author
Waiting for Godot
-
রচয়িতা: Irish writer Samuel Beckett
-
ধরণ: Absurd play, two-act tragic-comedy
-
মূল ফরাসি নাটক En attendant Godot → Beckett নিজেই ইংরেজিতে অনুবাদ করেন
-
প্রকাশ: 1952
-
Theatre of the Absurd এর প্রথম সফল নাটক
-
1969 সালে এই নাটকের জন্য Beckett সাহিত্যে নোবেল পুরস্কার পান
কাহিনী:
-
দুটি চরিত্র Vladimir ও Estragon একটি গাছের নিচে অপেক্ষা করে Godot নামের কারও জন্য
-
তারা বিশ্বাস করে Godot এলে জীবনে অর্থ আসবে, কিন্তু তিনি আসেন না
-
নাটকে একঘেয়েমি, হতাশা ও সমাজের অস্থিরতা ফুটে ওঠে
-
প্রতীকীভাবে এটি মানবজীবনের অনিশ্চয়তা ও অস্তিত্বের মানে খোঁজার কাহিনী
Samuel Beckett
-
Irish novelist, critic, playwright
-
Nobel Prize in Literature: 1969
Best Works (plays):
-
Waiting for Godot
-
Endgame
-
Happy Days

0
Updated: 2 weeks ago
What does the character Pozzo symbolize in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
Religious devotion
B
Tyranny and materialism
C
Political freedom
D
Romantic heroism
Pozzo Lucky–কে দাসের মতো ব্যবহার করে। সে ধন, ক্ষমতা আর ভোগবাদে মগ্ন। তার চরিত্র পুঁজিবাদী সমাজের প্রতীক। পরে অন্ধ হয়ে গেলে তার অসহায়তা প্রকাশ পায়। Beckett দেখিয়েছেন, ক্ষমতার অহংকারও একসময় ভেঙে পড়ে।

0
Updated: 12 hours ago
What colour is the rope Pozzo uses to control Lucky in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
White
B
Black
C
Brown
D
Grey
কালো দড়ি মৃত্যুর, অন্ধকারের এবং দাসত্বের প্রতীক। Lucky–এর কণ্ঠ ও স্বাধীনতা এ দড়ির মাধ্যমে হারিয়ে যায় এই play তে।

0
Updated: 20 hours ago