What does the road in the play Waiting for Godot symbolise?
A
The journey of life with no destination
B
The path to heaven
C
A way to political power
D
A soldier’s march
উত্তরের বিবরণ
রাস্তা বোঝায় জীবনের যাত্রা। Estragon ও Vladimir এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কোথাও যায় না। এটি জীবনের দিকহীনতা প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago
"In Samuel Beckett's play Waiting for Godot, who is Lucky in the play?
Created: 1 month ago
A
Godot’s messenger
B
A fellow traveller with Vladimir
C
A symbol of hope
D
Pozzo’s servant, representing oppression and labour
Lucky Pozzo-এর দাস এবং শ্রমিক, যিনি তার উপর শারীরিক ও মানসিক চাপ সহ্য করেন। Waiting for Godot এ Lucky-র চরিত্র আধুনিক সমাজের শোষণ, শ্রমিকদের অবমূল্যায়ন এবং ক্ষমতার অন্যায় ব্যবহারকে প্রতিফলিত করে।
তার ব্যথা, বোঝা এবং উপেক্ষিত অবস্থা নাটকের মূলে থাকা সামাজিক ও মানসিক নিগ্রহের প্রতীক। Beckett-এর মাধ্যমে Lucky মানব জীবনের শোষণ, অসহায়তা এবং কর্তৃত্বের দমনমূলক প্রকৃতির প্রতীক হয়ে ওঠে।
0
Updated: 1 month ago
What is the significance of the ending of the play "Waiting for Godot"?
Created: 1 month ago
A
Godot arrives and resolves the plot
B
Characters remain waiting, emphasising existential uncertainty
C
Pozzo dies
D
The play concludes with a celebration
Waiting for Godot এর সমাপ্তি কোনো সমাধান দেয় না; ভ্লাদিমির এবং এসট্রাগন এখনও অপেক্ষা করে থাকে। এটি মানুষের অস্তিত্বের অস্থায়িত্ব, সময়ের অর্থহীনতা এবং অনিশ্চয়তার প্রতীক। Beckett minimalist স্টাইল এবং open-ended structure ব্যবহার করে existential themes এবং জীবন, বিশ্বাস, এবং উদ্দেশ্যের অনিশ্চয়তাকে ফুটিয়ে তুলেছেন। নাটকটি দর্শককে ভাবতে বাধ্য করে, মানুষ কীভাবে তার অস্তিত্ব, আশা এবং সম্পর্কের সঙ্গে মানিয়ে চলে।
0
Updated: 1 month ago
Who wrote Waiting for Godot?
Created: 3 months ago
A
T. S. Eliot
B
Arthur Miller
C
Samuel Beckett
D
Joseph Conrad
0
Updated: 3 months ago