What does the uncertainty about place in the play Waiting for Godot emphasise?
A
Universality of human condition
B
Specific historical event
C
Detailed geography of France
D
Biblical location only
উত্তরের বিবরণ
নাটকের স্থান অনির্দিষ্ট। কেবল একটি রাস্তা ও গাছ। এটি বোঝায় নাটকটি কোনো নির্দিষ্ট দেশের নয়, বরং সবার অভিজ্ঞতা। মানুষের অবস্থাই এখানে মূল বিষয়।
0
Updated: 1 month ago
What role do Estragon and Vladimir play for each other in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Companions against loneliness
B
Brothers in conflict
C
Master and servant
D
Enemies forced together
Estragon ও Vladimir ঝগড়া করলেও কখনো আলাদা হয় না। তারা একে অপরের সঙ্গী। এই বন্ধুত্ব একাকিত্ব থেকে রক্ষা করে। Beckett দেখিয়েছেন মানুষ শূন্য জীবনে অন্তত সম্পর্ক দিয়ে বাঁচতে চায়।
0
Updated: 1 month ago
"In Samuel Beckett's play Waiting for Godot, who is Lucky in the play?
Created: 1 month ago
A
Godot’s messenger
B
A fellow traveller with Vladimir
C
A symbol of hope
D
Pozzo’s servant, representing oppression and labour
Lucky Pozzo-এর দাস এবং শ্রমিক, যিনি তার উপর শারীরিক ও মানসিক চাপ সহ্য করেন। Waiting for Godot এ Lucky-র চরিত্র আধুনিক সমাজের শোষণ, শ্রমিকদের অবমূল্যায়ন এবং ক্ষমতার অন্যায় ব্যবহারকে প্রতিফলিত করে।
তার ব্যথা, বোঝা এবং উপেক্ষিত অবস্থা নাটকের মূলে থাকা সামাজিক ও মানসিক নিগ্রহের প্রতীক। Beckett-এর মাধ্যমে Lucky মানব জীবনের শোষণ, অসহায়তা এবং কর্তৃত্বের দমনমূলক প্রকৃতির প্রতীক হয়ে ওঠে।
0
Updated: 1 month ago
Who is the author of Waiting for Godot?
Created: 2 months ago
A
Samuel Beckett
B
Arthur Miller
C
T. S. Eliot
D
Joseph Conrad
0
Updated: 2 months ago