What does the uncertainty about place in the play Waiting for Godot emphasise?
A
Universality of human condition
B
Specific historical event
C
Detailed geography of France
D
Biblical location only
উত্তরের বিবরণ
নাটকের স্থান অনির্দিষ্ট। কেবল একটি রাস্তা ও গাছ। এটি বোঝায় নাটকটি কোনো নির্দিষ্ট দেশের নয়, বরং সবার অভিজ্ঞতা। মানুষের অবস্থাই এখানে মূল বিষয়।

0
Updated: 12 hours ago
What Biblical parallel is hinted at through the two thieves discussed by Vladimir in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
The crucifixion of Christ
B
The story of Cain and Abel
C
The Book of Exodus
D
The parable of the prodigal son
Vladimir উল্লেখ করে, যিশুর সাথে ক্রুশবিদ্ধ হওয়া দুই চোরের গল্পে সুসমাচারে ভিন্ন ভিন্ন বিবরণ আছে। এটি সত্যের অনিশ্চয়তা এবং মানুষের বিভ্রান্তিকে প্রতীকী করে।

0
Updated: 20 hours ago
Which character contemplates hanging himself from the tree in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
Estragon
B
Vladimir
C
Pozzo
D
Lucky
Estragon নাটকের শুরুতে গাছের ডালে ঝুলে আত্মহত্যার কথা বলে। তার এই কথা নাটকের নিস্ফলতা ও হতাশাকে প্রতিফলিত করে। Beckett দেখিয়েছেন মানুষ জীবনের অর্থ খুঁজে না পেলে মৃত্যুর কথা ভাবে। কিন্তু তারাও শেষ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় না। এই দোটানাই নাটকের দার্শনিক ব্যাকরণ তৈরি করে।

0
Updated: 20 hours ago
Waiting for Godot is written by -
Created: 2 weeks ago
A
American author
B
Irish author
C
French author
D
Russian author
Waiting for Godot
-
রচয়িতা: Irish writer Samuel Beckett
-
ধরণ: Absurd play, two-act tragic-comedy
-
মূল ফরাসি নাটক En attendant Godot → Beckett নিজেই ইংরেজিতে অনুবাদ করেন
-
প্রকাশ: 1952
-
Theatre of the Absurd এর প্রথম সফল নাটক
-
1969 সালে এই নাটকের জন্য Beckett সাহিত্যে নোবেল পুরস্কার পান
কাহিনী:
-
দুটি চরিত্র Vladimir ও Estragon একটি গাছের নিচে অপেক্ষা করে Godot নামের কারও জন্য
-
তারা বিশ্বাস করে Godot এলে জীবনে অর্থ আসবে, কিন্তু তিনি আসেন না
-
নাটকে একঘেয়েমি, হতাশা ও সমাজের অস্থিরতা ফুটে ওঠে
-
প্রতীকীভাবে এটি মানবজীবনের অনিশ্চয়তা ও অস্তিত্বের মানে খোঁজার কাহিনী
Samuel Beckett
-
Irish novelist, critic, playwright
-
Nobel Prize in Literature: 1969
Best Works (plays):
-
Waiting for Godot
-
Endgame
-
Happy Days

0
Updated: 2 weeks ago