What role do Estragon and Vladimir play for each other in the play Waiting for Godot?
A
Companions against loneliness
B
Brothers in conflict
C
Master and servant
D
Enemies forced together
উত্তরের বিবরণ
Estragon ও Vladimir ঝগড়া করলেও কখনো আলাদা হয় না। তারা একে অপরের সঙ্গী। এই বন্ধুত্ব একাকিত্ব থেকে রক্ষা করে। Beckett দেখিয়েছেন মানুষ শূন্য জীবনে অন্তত সম্পর্ক দিয়ে বাঁচতে চায়।
0
Updated: 1 month ago
What stage feature shows the minimalism of the play Waiting for Godot?
Created: 1 month ago
A
A palace hall
B
A tree and a country road
C
A church interior
D
A market square
নাটকের মঞ্চে কেবল একটি শুকনো গাছ এবং একটি নির্জন রাস্তা। এই মিনিমাল সেটিং Absurdist নাটকের বৈশিষ্ট্য। এটি বোঝায় পৃথিবী শূন্য, মানুষ অপেক্ষা ছাড়া কিছুই করতে পারে না। Beckett মিনিমালিজম ব্যবহার করেছেন দর্শকদের দৃষ্টি সরাসরি চরিত্র ও কথোপকথনে আনতে।
0
Updated: 1 month ago
What does the tree symbolise in Waiting for Godot?
Created: 3 weeks ago
A
Eternal life
B
Religious salvation
C
Both hope and barrenness
D
The passage of time and change
"Waiting for Godot" নাটকে গাছ (Tree) একটি গভীর প্রতীকী উপাদান, যা একই সঙ্গে আশা (Hope) এবং বিরানতা বা নিঃসারতা (Barrenness) — এই দুই বিপরীত অর্থ বহন করে।
-
প্রথমত, গাছটি সেই আশার প্রতীক, যা ভ্লাদিমির ও এস্ট্রাগন (Vladimir and Estragon) বারবার Godot-এর আগমনের প্রত্যাশায় ধরে রাখে। এটি যেন এক নবজীবনের বা পরিবর্তনের সম্ভাবনা, যা তাদের একঘেয়ে অস্তিত্বে সামান্য আলো আনে।
-
দ্বিতীয়ত, একই গাছ আবার একটি বিরান, অর্থহীন অস্তিত্বের প্রতিচ্ছবি। এর প্রায় পাতাহীন, শুষ্ক রূপ মানুষ জীবনের নিষ্ফল অপেক্ষা ও সময়ের স্থবিরতাকে ইঙ্গিত করে।
-
নাটকের মধ্যভাগে গাছের সামান্য পরিবর্তন (পাতা গজানো) আবার এক ঝলক আশার জন্ম দেয়, কিন্তু শেষ পর্যন্ত সেই আশা অর্থহীন প্রতীক্ষায় বিলীন হয়।
অতএব, গাছটি নাটকে একই সঙ্গে আশা ও শূন্যতার প্রতীক, যা মানবজীবনের অস্তিত্ববাদী সংকটকে নিখুঁতভাবে তুলে ধরে।
0
Updated: 3 weeks ago
Who is described as carrying a heavy bag and treated cruelly in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Lucky
B
Vladimir
C
Estragon
D
The Boy
Lucky Pozzo–র দাস, যে বোঝা বহন করে। তার অবস্থান অত্যাচারিত মানুষের প্রতীক। সে যখন বক্তৃতা দেয়, তখন তার অযৌক্তিক শব্দচয়নের ভেতর দিয়ে শিক্ষার ভণ্ডামি ও সভ্যতার শূন্যতা প্রকাশিত হয়। Lucky আধুনিক মানুষের শোষণকেও বোঝায়।
0
Updated: 1 month ago