What role do Estragon and Vladimir play for each other in the play Waiting for Godot?
A
Companions against loneliness
B
Brothers in conflict
C
Master and servant
D
Enemies forced together
উত্তরের বিবরণ
Estragon ও Vladimir ঝগড়া করলেও কখনো আলাদা হয় না। তারা একে অপরের সঙ্গী। এই বন্ধুত্ব একাকিত্ব থেকে রক্ষা করে। Beckett দেখিয়েছেন মানুষ শূন্য জীবনে অন্তত সম্পর্ক দিয়ে বাঁচতে চায়।

0
Updated: 12 hours ago
Waiting for Godot is written by -
Created: 2 weeks ago
A
American author
B
Irish author
C
French author
D
Russian author
Waiting for Godot
-
রচয়িতা: Irish writer Samuel Beckett
-
ধরণ: Absurd play, two-act tragic-comedy
-
মূল ফরাসি নাটক En attendant Godot → Beckett নিজেই ইংরেজিতে অনুবাদ করেন
-
প্রকাশ: 1952
-
Theatre of the Absurd এর প্রথম সফল নাটক
-
1969 সালে এই নাটকের জন্য Beckett সাহিত্যে নোবেল পুরস্কার পান
কাহিনী:
-
দুটি চরিত্র Vladimir ও Estragon একটি গাছের নিচে অপেক্ষা করে Godot নামের কারও জন্য
-
তারা বিশ্বাস করে Godot এলে জীবনে অর্থ আসবে, কিন্তু তিনি আসেন না
-
নাটকে একঘেয়েমি, হতাশা ও সমাজের অস্থিরতা ফুটে ওঠে
-
প্রতীকীভাবে এটি মানবজীবনের অনিশ্চয়তা ও অস্তিত্বের মানে খোঁজার কাহিনী
Samuel Beckett
-
Irish novelist, critic, playwright
-
Nobel Prize in Literature: 1969
Best Works (plays):
-
Waiting for Godot
-
Endgame
-
Happy Days

0
Updated: 2 weeks ago
Which motif shows the absurdity of memory in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
Forgetting past encounters
B
Recalling great wars
C
Listing family trees
D
Counting money
Pozzo, Lucky ও অন্যরা আগের দেখা ভুলে যায়। Estragon ও Vladimir–ও আগের দিনের কথা মনে রাখতে পারে না। এই ভুলে যাওয়া জীবনের শূন্যতা এবং ইতিহাসের অসারতা দেখায়।

0
Updated: 12 hours ago
What nationality was Samuel Beckett, author of the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
Irish
B
English
C
American
D
French
Samuel Beckett ছিলেন আইরিশ, তবে তিনি ফরাসিতেও লিখেছেন। Waiting for Godot প্রথমে ফরাসিতে লেখা হয় এবং পরে ইংরেজি সংস্করণে অনুবাদ করেন Beckett নিজে। তার দ্বিভাষিক কাজ নাটকের বৈশ্বিক প্রভাব বাড়িয়েছে।

0
Updated: 12 hours ago