What idea is reinforced by the fact that Godot never arrives in the play Waiting for Godot?
A
Futility of hope and endless waiting
B
Proof of God’s punishment
C
Success of the rebellion
D
Importance of friendship only
উত্তরের বিবরণ
Godot কখনো আসে না, কেবল প্রতিশ্রুতি দেয়। এটি মানুষের চিরন্তন অপেক্ষার প্রতীক। ধর্ম, রাজনীতি বা ভবিষ্যৎ—সবকিছুর প্রতিশ্রুতি একরকম মায়া। Beckett দেখিয়েছেন মানুষ আশা ধরে রাখলেও বাস্তবে মুক্তি আসে না।
0
Updated: 1 month ago
Who is described as carrying a heavy bag and treated cruelly in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Lucky
B
Vladimir
C
Estragon
D
The Boy
Lucky Pozzo–র দাস, যে বোঝা বহন করে। তার অবস্থান অত্যাচারিত মানুষের প্রতীক। সে যখন বক্তৃতা দেয়, তখন তার অযৌক্তিক শব্দচয়নের ভেতর দিয়ে শিক্ষার ভণ্ডামি ও সভ্যতার শূন্যতা প্রকাশিত হয়। Lucky আধুনিক মানুষের শোষণকেও বোঝায়।
0
Updated: 1 month ago
What kind of hat exchange takes place in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Vladimir and Lucky swap hats
B
Estragon and Pozzo swap hats
C
Vladimir and Estragon swap hats
D
Pozzo and Lucky swap hats
Vladimir ও Lucky টুপি বদল করে, এবং এর মাধ্যমে এক অদ্ভুত কৌতুক তৈরি হয়। এটি পরিচয়, ভূমিকা এবং মানুষের অসার পরিবর্তনের প্রতীক।
0
Updated: 1 month ago
Which dramatic technique does Beckett use to challenge traditional storytelling in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Chorus commentary
B
Flashback-driven narrative
C
Non-linear structure and lack of plot
D
Multiple subplots
Waiting for Godot–এর কোনো নির্দিষ্ট প্লট নেই। চরিত্ররা অপেক্ষা করে, আলাপ করে, আবার একই অবস্থায় ফিরে যায়। Beckett নাটকের প্রচলিত গল্পের কাঠামো ভেঙে দেন।
এখানে কোনো শুরু, মধ্য বা শেষ নেই; কেবল পুনরাবৃত্তি। দর্শক এক ধরনের শূন্যতার অভিজ্ঞতা পায়, যা জীবনেরই প্রতিচ্ছবি। জীবনে যেমন অনেক কাজের স্পষ্ট ফল হয় না, তেমনি নাটকেও বারবার চেষ্টা হয়, কিন্তু কিছুই ঘটে না।
এই প্লটহীন কাঠামো থিয়েটারের প্রচলিত বাস্তবতাকে অস্বীকার করে নতুন দার্শনিক দিক উন্মোচন করে, যাকে বলা হয় Absurdist নাটকের মূল বৈশিষ্ট্য।
0
Updated: 1 month ago