What idea is reinforced by the fact that Godot never arrives in the play Waiting for Godot?
A
Futility of hope and endless waiting
B
Proof of God’s punishment
C
Success of the rebellion
D
Importance of friendship only
উত্তরের বিবরণ
Godot কখনো আসে না, কেবল প্রতিশ্রুতি দেয়। এটি মানুষের চিরন্তন অপেক্ষার প্রতীক। ধর্ম, রাজনীতি বা ভবিষ্যৎ—সবকিছুর প্রতিশ্রুতি একরকম মায়া। Beckett দেখিয়েছেন মানুষ আশা ধরে রাখলেও বাস্তবে মুক্তি আসে না।

0
Updated: 12 hours ago
What musical instrument is mentioned with Pozzo in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
A whip like a baton
B
A violin
C
A trumpet
D
A drum
Pozzo Lucky–কে দিয়ে violin বাজাতে চায়। এটি ক্ষমতার বিনোদনের প্রতীক। শিল্পও এখানে দাসত্বের মাধ্যমে আসে।

0
Updated: 12 hours ago
What colour is the rope Pozzo uses to control Lucky in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
White
B
Black
C
Brown
D
Grey
কালো দড়ি মৃত্যুর, অন্ধকারের এবং দাসত্বের প্রতীক। Lucky–এর কণ্ঠ ও স্বাধীনতা এ দড়ির মাধ্যমে হারিয়ে যায় এই play তে।

0
Updated: 20 hours ago
What does Pozzo lose when he reappears in Act II in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
His eyesight
B
His wealth
C
His servant
D
His memory
দ্বিতীয় অঙ্কে Pozzo অন্ধ হয়ে যায়। ক্ষমতাশালী মানুষ হঠাৎ অসহায় হয়ে পড়ে। এটি ক্ষমতার ক্ষণস্থায়িত্বের প্রতীক। Beckett দেখিয়েছেন, জীবনে কোনো শক্তিই স্থায়ী নয়।

0
Updated: 12 hours ago