What is the function of comic routines like falling and hat-switching in the play Waiting for Godot?
A
To reflect vaudeville tradition with deeper meaning
B
To entertain only without symbolism
C
To parody Shakespearean drama
D
To mock political leaders
উত্তরের বিবরণ
নাটকে টুপি পাল্টানো, পড়ে যাওয়া, শারীরিক কৌতুক vaudeville থিয়েটারের প্রভাব বহন করে। এগুলো দর্শককে হাসায়, কিন্তু একই সঙ্গে অর্থহীনতার প্রতীক হয়ে দাঁড়ায়। মানুষ মঞ্চে যেমন অর্থহীনভাবে খেলে, তেমনি জীবনে অর্থহীন চক্রে বন্দি।

0
Updated: 12 hours ago
Which philosophical idea dominates the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
Existentialism and absurdism
B
Romanticism and idealism
C
Marxism and socialism
D
Stoicism and pragmatism
Beckett–এর নাটক Existentialism এবং Absurdism–এর প্রতীক। চরিত্ররা জীবনের অর্থ খোঁজে, কিন্তু কোনো উত্তর পায় না। Godot–এর জন্য অপেক্ষা আসলে মানুষের অস্তিত্বের অসারতা প্রকাশ করে। Sartre এবং Camus–এর দর্শন এখানে প্রতিফলিত হয়েছে।

0
Updated: 20 hours ago
What is suggested by the recurring beatings Estragon suffers in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
Symbol of divine justice
B
Punishment for betrayal
C
Endless cycle of human suffering
D
Memory of childhood trauma
Estragon প্রায়ই অজানা লোকদের হাতে মার খায়। এর কোনো কারণ নেই, কোনো পরিবর্তনও আসে না। প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এটি জীবনের অর্থহীন কষ্টের প্রতীক।
মানুষ প্রতিদিন ছোট–বড় আঘাত সহ্য করে, কিন্তু তার কোনো ব্যাখ্যা বা সমাধান পায় না। Beckett এখানে মানব জীবনের অন্তহীন কষ্ট ও নির্যাতনকে সাধারণ ঘটনা হিসেবে দেখিয়েছেন, যা Absurdist দর্শনের মূল বার্তা।

0
Updated: 20 hours ago
What colour is the rope Pozzo uses to control Lucky in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
White
B
Black
C
Brown
D
Grey
কালো দড়ি মৃত্যুর, অন্ধকারের এবং দাসত্বের প্রতীক। Lucky–এর কণ্ঠ ও স্বাধীনতা এ দড়ির মাধ্যমে হারিয়ে যায় এই play তে।

0
Updated: 20 hours ago