Why is Vladimir often considered more intellectual than Estragon in the play Waiting for Godot?
A
He questions religion and philosophy deeply
B
He has more wealth
C
He is physically stronger
D
He can sing better
উত্তরের বিবরণ
Vladimir ধর্ম, দর্শন ও ইতিহাস নিয়ে বেশি চিন্তা করে। Estragon ক্ষুধা ও ব্যথা নিয়ে ব্যস্ত থাকলেও Vladimir সত্য, মুক্তি ও ঈশ্বর নিয়ে প্রশ্ন তোলে। এই চরিত্রে দর্শনচিন্তার প্রতিফলন আছে। Beckett মানবজীবনের মনের ও শরীরের দিককে দুই চরিত্রে ভাগ করেছেন।

0
Updated: 12 hours ago
What is the dramatic function of the repeated phrase “Nothing to be done” in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
It explains political defeat
B
It opens hope for change
C
It introduces comic relief
D
It conveys the futility of action
“Nothing to be done” নাটকের মূল মেজাজ প্রকাশ করে। মানুষের কোনো কার্যকারিতা নেই, শুধু অপেক্ষা। এটি Absurdist নাটকের কেন্দ্রীয় লাইন।

0
Updated: 20 hours ago
Which philosophical idea dominates the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
Existentialism and absurdism
B
Romanticism and idealism
C
Marxism and socialism
D
Stoicism and pragmatism
Beckett–এর নাটক Existentialism এবং Absurdism–এর প্রতীক। চরিত্ররা জীবনের অর্থ খোঁজে, কিন্তু কোনো উত্তর পায় না। Godot–এর জন্য অপেক্ষা আসলে মানুষের অস্তিত্বের অসারতা প্রকাশ করে। Sartre এবং Camus–এর দর্শন এখানে প্রতিফলিত হয়েছে।

0
Updated: 20 hours ago
Why is the boy’s message about Godot always postponed in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
To symbolise deferred salvation
B
To create suspense only
C
To test Vladimir and Estragon
D
To show Godot’s kindness
এই play তে প্রতি বার Boy এসে বলে Godot আজ আসবে না, কাল আসবে। এই বার্তা আসলে মুক্তির প্রতিশ্রুতির প্রতীক, যা কখনো পূর্ণ হয় না। মানুষ ঈশ্বর, মুক্তি বা ভবিষ্যতের উপর ভরসা করে, কিন্তু সেই দিন কখনো আসে না। Beckett এখানে দেখিয়েছেন মানুষ কিভাবে মিথ্যা আশা নিয়ে বাঁচে।

0
Updated: 20 hours ago