What do Vladimir and Estragon repeatedly threaten to do but never act upon in the play Waiting for Godot?
A
To leave and commit suicide
B
To steal food
C
To fight with Pozzo
D
To search for Godot directly
উত্তরের বিবরণ
Vladimir ও Estragon বারবার বলে তারা আত্মহত্যা করবে, বা চলে যাবে। কিন্তু তারা কখনোই করে না। এই দ্বন্দ্ব মানব জীবনের নিস্ক্রিয়তার প্রতীক। মানুষ প্রায়ই সিদ্ধান্ত নেয়, কিন্তু তা বাস্তবে রূপ দিতে পারে না।
নাটকে আত্মহত্যার প্রসঙ্গ আসলেও তারা গাছের ডাল দিয়ে ঝুলতে ভয় পায়। এই ভয় মানুষের অস্তিত্ববাদী সংকটকে আরও স্পষ্ট করে তোলে।
0
Updated: 1 month ago
In Samuel Beckett’s play Waiting for Godot, why do Vladimir and Estragon continue to wait?
Created: 4 weeks ago
A
They hope Godot will bring solutions
B
They enjoy the waiting
C
They are forced by law
D
They are unaware of time
নাটকে ভ্লাদিমির এবং এসট্রাগন Godot-এর জন্য অপেক্ষা করে কারণ তারা বিশ্বাস করে যে, Godot তাদের জীবনের সমস্যার সমাধান আনবেন। Waiting for Godot এ, তাদের এই অনির্দিষ্ট প্রত্যাশা মানব জীবনের আশা, বিশ্বাস এবং লক্ষ্যহীনতার প্রতীক।
Beckett দেখান যে, মানুষের জীবন প্রায়শই অনিশ্চিত এবং অপেক্ষা করার মধ্য দিয়ে পরিচালিত হয়, যেখানে কোনো নিশ্চিত ফলাফল নেই।
0
Updated: 4 weeks ago
What role do Estragon and Vladimir play for each other in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Companions against loneliness
B
Brothers in conflict
C
Master and servant
D
Enemies forced together
Estragon ও Vladimir ঝগড়া করলেও কখনো আলাদা হয় না। তারা একে অপরের সঙ্গী। এই বন্ধুত্ব একাকিত্ব থেকে রক্ষা করে। Beckett দেখিয়েছেন মানুষ শূন্য জীবনে অন্তত সম্পর্ক দিয়ে বাঁচতে চায়।
0
Updated: 1 month ago
What does Estragon’s repeated sleeping symbolise in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Escape from unbearable reality
B
Illness of body
C
Proof of laziness
D
Waiting for Godot’s order
Estragon ঘুমিয়ে পড়ে বারবার। এটি বাস্তব থেকে পালানোর উপায়। যখন জীবনের কোনো অর্থ নেই, মানুষ নিদ্রার মাধ্যমে শান্তি খোঁজে।
1
Updated: 1 month ago