Why do Vladimir and Estragon not recognise Pozzo and Lucky in Act II in the play Waiting for Godot?
A
To show the uncertainty of memory and identity
B
Because they are blind themselves
C
Because Godot confused them
D
Because of their quarrel
উত্তরের বিবরণ
দ্বিতীয় অঙ্কে Pozzo অন্ধ হয়ে আসে, Lucky–ও বদলে গেছে। Estragon ও Vladimir ভাবে তারা নতুন কেউ। এটি স্মৃতি ও পরিচয়ের ভঙ্গুরতা দেখায়। নাটকে বারবার দেখা যায় চরিত্ররা আগের ঘটনার কথা মনে রাখতে পারে না। এটি জীবনের অচেনা পুনরাবৃত্তি ও বিভ্রান্তির প্রতীক।

0
Updated: 12 hours ago
What does Godot symbolize in the play Waiting for Godot?
Created: 20 hours ago
A
An unattainable hope or salvation
B
A political leader
C
A lost family member
D
A wealthy merchant
Godot কখনো মঞ্চে আসে না। তাকে সবাই আশা করে, কিন্তু সে আসে না। Godot মুক্তি, ঈশ্বর বা ভবিষ্যতের প্রতিশ্রুতির প্রতীক। Beckett দেখিয়েছেন মানুষ জীবনের অর্থ খুঁজে পেতে বাইরের কারো জন্য অপেক্ষা করে, অথচ সেই অপেক্ষা কখনো শেষ হয় না।

0
Updated: 20 hours ago
How many acts does Samuel Beckett's "Waiting for Godot" contain?
Created: 4 weeks ago
A
One-act play
B
Two-act play
C
Three-act play
D
Four-act play
• Samuel Beckett's "Waiting for Godot" contains – Two-act play.
• Waiting for Godot
-
এটি Irish writer Samuel Beckett রচিত একটি বিখ্যাত নাটক।
-
এটি একটি Absurd play।
-
Two-act বিশিষ্ট Tragic-comedy।
-
Beckett নিজের French-language play (En attendant Godot) থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন।
-
প্রকাশিত হয় ১৯৫২ সালে।
-
Waiting for Godot নাটকটি নাট্যশিল্পে একটি সত্যিকারের উদ্ভাবন এবং Theatre of the Absurd-এর প্রথম সফলতা।
-
১৯৬৯ সালে Samuel Beckett এই নাটকের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
• Important Characters
-
Vladimir
-
Estragon
-
Pozzo
-
Lucky ইত্যাদি।
• সার-সংক্ষেপ
-
নাটকটি দুই চরিত্র Vladimir এবং Estragon-এর গল্প, যারা একটি নির্দিষ্ট স্থানে বসে Godot নামক ব্যক্তির অপেক্ষা করে।
-
তারা পুরো নাটক জুড়ে একে অপরকে সান্ত্বনা দেয়, কিন্তু Godot কখনো আসে না।
-
নাটকে অস্তিত্বের অর্থহীনতা, সময়ের ধারণা, এবং মানবজীবনের শূন্যতা প্রতিফলিত।
-
চরিত্ররা বিরক্ত, হতাশ এবং অবহেলিত, তবুও তাদের অপেক্ষা থামে না।
-
এটি একটি Absurdist নাটক, যেখানে জীবনের অর্থহীনতা এবং অনিশ্চয়তা নিয়ে ভাবনা উত্থাপিত।
• Samuel Beckett (1906–1989)
-
Irish Novelist, Author, Critic, এবং Playwright।
-
১৯৬৯ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
• Best Works
-
Waiting for Godot
-
Endgame
-
Happy Days
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman, Britannica

0
Updated: 4 weeks ago
What musical instrument is mentioned with Pozzo in the play Waiting for Godot?
Created: 12 hours ago
A
A whip like a baton
B
A violin
C
A trumpet
D
A drum
Pozzo Lucky–কে দিয়ে violin বাজাতে চায়। এটি ক্ষমতার বিনোদনের প্রতীক। শিল্পও এখানে দাসত্বের মাধ্যমে আসে।

0
Updated: 12 hours ago