Why do Vladimir and Estragon not recognise Pozzo and Lucky in Act II in the play Waiting for Godot?
A
To show the uncertainty of memory and identity
B
Because they are blind themselves
C
Because Godot confused them
D
Because of their quarrel
উত্তরের বিবরণ
দ্বিতীয় অঙ্কে Pozzo অন্ধ হয়ে আসে, Lucky–ও বদলে গেছে। Estragon ও Vladimir ভাবে তারা নতুন কেউ। এটি স্মৃতি ও পরিচয়ের ভঙ্গুরতা দেখায়। নাটকে বারবার দেখা যায় চরিত্ররা আগের ঘটনার কথা মনে রাখতে পারে না। এটি জীবনের অচেনা পুনরাবৃত্তি ও বিভ্রান্তির প্রতীক।
0
Updated: 1 month ago
Which major world event influenced Beckett’s vision in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
World War II
B
French Revolution
C
World War I
D
Cold War only
Beckett দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা থেকে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি ফ্রান্সে নাৎসি দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং বহু বছর লুকিয়ে কাটিয়েছিলেন। যুদ্ধ শেষে তিনি ধ্বংস, ক্ষুধা, হতাশা এবং অর্থহীনতার অভিজ্ঞতা অর্জন করেন।
Waiting for Godot–এর চরিত্ররা যেমন অর্থহীনভাবে অপেক্ষা করে, তেমনি যুদ্ধোত্তর প্রজন্মও আশা করেছিল শান্তি ও নতুন শুরুর, কিন্তু পায়নি কিছুই। বোমায় ধ্বংসপ্রাপ্ত শহর, শরণার্থী শিবিরের অনিশ্চয়তা, এবং মানুষের ভেতরে আশা–হতাশার লড়াই Beckett নাটকে প্রতীকী আকারে ফুটিয়ে তোলেন।
তাই যুদ্ধ–পরবর্তী জীবনের অসারতা, বিভ্রান্তি এবং অস্তিত্বের প্রশ্নই নাটকের দার্শনিক ভিত গড়ে দিয়েছে।
0
Updated: 1 month ago
Which philosophical idea dominates the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Existentialism and absurdism
B
Romanticism and idealism
C
Marxism and socialism
D
Stoicism and pragmatism
Beckett–এর নাটক Existentialism এবং Absurdism–এর প্রতীক। চরিত্ররা জীবনের অর্থ খোঁজে, কিন্তু কোনো উত্তর পায় না। Godot–এর জন্য অপেক্ষা আসলে মানুষের অস্তিত্বের অসারতা প্রকাশ করে। Sartre এবং Camus–এর দর্শন এখানে প্রতিফলিত হয়েছে।
0
Updated: 1 month ago
What is Estragon often associated with in contrast to Vladimir in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
The body and immediate needs
B
The mind and philosophy
C
The soul and spirituality
D
The future and hope
Estragon মূলত ক্ষুধা, ব্যথা ও ক্লান্তি নিয়ে ব্যস্ত। বিপরীতে Vladimir বেশি ভাবুক ও দার্শনিক। এই দ্বৈততা মানব জীবনের দুই দিককে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago