What musical instrument is mentioned with Pozzo in the play Waiting for Godot?
A
A whip like a baton
B
A violin
C
A trumpet
D
A drum
উত্তরের বিবরণ
Pozzo Lucky–কে দিয়ে violin বাজাতে চায়। এটি ক্ষমতার বিনোদনের প্রতীক। শিল্পও এখানে দাসত্বের মাধ্যমে আসে।
0
Updated: 1 month ago
What is the function of humour in Samuel Beckett’s play “Waiting for Godot”?
Created: 4 weeks ago
A
Pure entertainment
B
To portray romantic relationships
C
To highlight absurdity and existential angst
D
To distract from the plot
Waiting for Godot এ হাস্যরস ব্যবহার করা হয়েছে নাটকের absurditity এবং existential anxiety তুলে ধরতে। ভ্লাদিমির এবং এসট্রাগনের অযৌক্তিক কথোপকথন, Pozzo ও Lucky-এর আচরণ মানুষের অস্তিত্বের অস্থিরতা এবং জীবনের অর্থহীনতা ফুটিয়ে তোলে। Beckett দেখান যে, হাস্যরস মানুষের মানসিক দ্বন্দ্ব এবং সামাজিক সীমাবদ্ধতার একটি দার্শনিক প্রতিফলন হতে পারে।
0
Updated: 4 weeks ago
Why does Estragon want to leave Vladimir at times in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
Because of quarrels and despair
B
Because of wealth and ambition
C
Because of Godot’s arrival
D
Because of family duties
Estragon ও Vladimir বারবার একে অপরের সাথে ঝগড়া করে। Estragon মনে করে তাদের অপেক্ষা অর্থহীন। কখনো সে Vladimir–কে ছেড়ে যেতে চায়।
কিন্তু শেষ পর্যন্ত সে থেকে যায়, কারণ একাকিত্ব তাকে ভীত করে। এই সম্পর্ক মানুষে–মানুষে নির্ভরতার প্রতীক। জীবন যতই অসার হোক, মানুষ সম্পর্ক ধরে রাখে বেঁচে থাকার জন্য।
Estragon–এর দোটানা দেখায় যে মানুষ স্বাধীন হতে চাইলেও আসলে সম্পর্ক ও সমাজের বন্ধন থেকে পুরোপুরি আলাদা হতে পারে না।
0
Updated: 1 month ago
What is the dramatic function of the repeated phrase “Nothing to be done” in the play Waiting for Godot?
Created: 1 month ago
A
It explains political defeat
B
It opens hope for change
C
It introduces comic relief
D
It conveys the futility of action
“Nothing to be done” নাটকের মূল মেজাজ প্রকাশ করে। মানুষের কোনো কার্যকারিতা নেই, শুধু অপেক্ষা। এটি Absurdist নাটকের কেন্দ্রীয় লাইন।
0
Updated: 1 month ago