নিম্নের কোন জনপদের রাজধানী 'কোটিবর্ষ' ছিল?
A
গৌড়
B
হরিকেল
C
রাঢ়
D
বঙ্গ
উত্তরের বিবরণ
পশ্চিম বঙ্গ ও পার্বত্য অঞ্চলসহ প্রাচীন বাংলার বিভিন্ন জনপদসমূহের ইতিহাস ও ভৌগোলিক সীমার বিবরণ নিম্নরূপ:
-
রাঢ়
-
রাঢ় মূলত পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলকে বোঝাত, যা গঙ্গা নদীর দক্ষিণ ও পশ্চিম অংশে সীমাবদ্ধ ছিল।
-
জনপদটি দুই ভাগে বিভক্ত ছিল: দক্ষিণ রাঢ় (বজ্রভূমি) এবং উত্তর রাঢ় (সূক্ষভূমি)।
-
প্রধান নগর বা রাজধানী ছিল কোটিবর্ষ।
-
তাম্রলিপ্তে উল্লিখিত সূক্ষদেশ বা রাঢ়ের কথা টলেমির ভূগোলে উল্লেখ আছে।
-
-
হরিকেল
-
হরিকেল জনপদের তথ্য প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপি থেকে।
-
চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের উল্লেখ আছে।
-
জনপদটি আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল।
-
-
গৌড়
-
গুড় উৎপাদনের কেন্দ্র হিসেবে গৌড় নগরের নাম উদ্ভব হয়েছে এবং সম্ভবত এর আশেপাশের এলাকা নিয়ে গৌড় জনপদ গড়ে উঠেছিল।
-
প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে সীমানা সম্প্রসারণের বড় উদাহরণ হলো গৌড়।
-
-
বঙ্গ
-
বঙ্গ একটি প্রাচীন জনপদ, যা ঐতরেয় আরণ্যক গ্রন্থে উপজাতির নাম হিসেবে প্রথম উল্লেখিত।
-
মহাভারত, রামায়ণ ও হরিবংশে বঙ্গের প্রসঙ্গ এসেছে।
-
মহাকবি কালীদাস রঘুবংশ কাব্যে বঙ্গের অবস্থান ও সীমানা উল্লেখ করেছেন, যেখানে ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী ত্রিভুজাকৃতি ব-দ্বীপকে বঙ্গের এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
-
প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়: বিক্রমপুর বঙ্গ এবং নাব্য বঙ্গ।
-

0
Updated: 12 hours ago