বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ:
-
সংজ্ঞা: বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সকল উৎস থেকে সম্পদ সংগ্রহ করা হয়।
-
বিভাগ:
১. কর রাজস্ব
২. কর বহির্ভূত রাজস্ব
কর রাজস্ব (প্রধান উৎস):
১. আয় ও মুনাফা কর
২. আমদানি শুল্ক
৩. মূল্য সংযোজন কর (VAT)
৪. আবগারি শুল্ক
৫. সম্পূরক শুল্ক
৬. যানবাহন কর
৭. ভূমি রাজস্ব
৮. নন-জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয়
৯. অন্যান্য কর ও শুল্ক