বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা কত? [সেপ্টেম্বর- ২০২৫]
A
৪,৭৫,০০০ টাকা
B
৪,৫০,০০০ টাকা
C
৪,০০,০০০ টাকা
D
৫,০০,০০০ টাকা
উত্তরের বিবরণ
করমুক্ত আয় সীমা (বর্তমান):
বর্তমানে ব্যক্তিগত আয়ের কর নির্ধারণের জন্য বিভিন্ন শ্রেণির করমুক্ত আয় সীমা নির্ধারিত হয়েছে।
-
সাধারণ ব্যক্তি: ৩,৫০,০০০ টাকা
-
নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তি: ৪,০০,০০০ টাকা
-
প্রতিবন্ধী ব্যক্তি: ৪,৭৫,০০০ টাকা
-
গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা: ৫,০০,০০০ টাকা
-
তৃতীয় লিঙ্গের ব্যক্তি: ৪,৭৫,০০০ টাকা
[নোট: এই তথ্য পরিবর্তনশীল। সর্বশেষ আপডেটের জন্য সরকারি ঘোষণা, নিউজ বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
0
Updated: 1 month ago
বাংলাদেশ সরকাররের রাজস্বের প্রধান উৎস-
Created: 1 month ago
A
রেমিটেন্স
B
কর রাজস্ব
C
বৈদেশিক বানিজ্য
D
চামড়া শিল্প
বাংলাদেশ সরকারের আয়ের উৎস হলো সেই সমস্ত উৎস যেখান থেকে সরকার তার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয়ের জন্য প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করে। এই আয়ের উৎস প্রধানত দুটি ভাগে বিভক্ত: কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব, যার মধ্যে কর রাজস্ব সরকারের প্রধান রাজস্ব উৎস।
-
কর রাজস্বের প্রধান উৎস:
-
আয় ও মুনাফা কর
-
আমদানি শুল্ক
-
মূল্য সংযোজন কর (ভ্যাট)
-
আবগারি শুল্ক
-
সম্পূরক শুল্ক
-
যানবাহন কর
-
ভূমি রাজস্ব
-
0
Updated: 1 month ago
বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
Created: 1 month ago
A
আয়কর
B
ভূমিকর
C
আমদানি-রপ্তানি শুল্ক
D
মূল্য সংযােজন কর
বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎসগুলো বিভিন্ন ধরনের কর ও শুল্কের মাধ্যমে সংগৃহীত হয়। এই আয় সরকারকে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা এবং জনসেবায় ব্যবহার করতে সহায়তা করে। প্রধান বিষয়গুলো নিম্নরূপ:
-
মূ্ল্য সংযোজন কর (ভ্যাট) হলো বাংলাদেশের সরকারের আয়ের সবচেয়ে বড় খাত।
-
বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT – Value Added Tax) চালু হয় ১ জুলাই, ১৯৯১ সালে।
-
ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর, যা পণ্য ও সেবার ক্রয়ের সময় গ্রাহক থেকে আদায় করা হয়।
-
ভ্যাট থেকে সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় সংগৃহীত হয়।
-
দ্বিতীয় প্রধান রাজস্ব উৎস হলো আয়কর, যা সরাসরি নাগরিক ও ব্যবসায়ীদের আয় থেকে আদায় করা হয়।
-
তৃতীয় প্রধান উৎস হলো সম্পূরক শুল্ক।
-
চতুর্থ প্রধান উৎস হলো আমদানি শুল্ক, যা বিদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত হয়।
0
Updated: 1 month ago
নিম্নের কোনটি পরোক্ষ কর নয়?
Created: 1 month ago
A
মূল্য সংযোজন কর
B
আবগারি শুল্ক
C
আয়কর
D
সম্পূরক শুল্ক
পরোক্ষ কর হলো সেই কর, যার বোঝা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয় না, অর্থাৎ করদাতা এই করের ব্যয় অন্যের মাধ্যমে আংশিক বা সম্পূর্ণভাবে স্থানান্তর করতে পারে।
-
পরোক্ষ করের উদাহরণ:
-
সম্পূরক শুল্ক
-
মূল্য সংযোজন কর (মূসক)
-
আমদানি শুল্ক
-
আবগারি শুল্ক ইত্যাদি
-
প্রত্যক্ষ কর হলো সেই কর, যার বোঝা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয়, অর্থাৎ করদাতা নিজেই এই কর বহন করে।
-
প্রত্যক্ষ করের উদাহরণ:
-
দানকর
-
ভূমি উন্নয়ন কর
-
আয়কর
-
ভ্রমণ কর ইত্যাদি
-
0
Updated: 1 month ago