'ফ্লোর ক্রসিং' সংবিধানের কোন অনুচ্ছেদে সন্নিবেশিত করা হয়েছে?
A
৬৯নং অনুচ্ছেদে
B
৬8নং অনুচ্ছেদে
C
৭১নং অনুচ্ছেদে
D
৭০নং অনুচ্ছেদে
উত্তরের বিবরণ
সংবিধান অনুযায়ী ফ্লোর ক্রসিং ও সম্পর্কিত বিধানসমূহ:
-
৭০তম অনুচ্ছেদ: ফ্লোর ক্রসিংকে সংজ্ঞায়িত করেছে। এটি বোঝায় সংসদ সদস্য যখন নিজের দলের নীতি বা নির্দেশনা উপেক্ষা করে বিরোধী দলের পক্ষে ভোট দেন। অর্থাৎ, সংসদ সদস্য যদি নিজের দলের পক্ষে না দাঁড়িয়ে বিরোধী দলের পক্ষে ভোট দেন, সেটি ফ্লোর ক্রসিং হিসেবে গণ্য হবে।
-
৬৮নং অনুচ্ছেদ: সংসদ সদস্যদের পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুবিধা সম্পর্কিত বিধান।
-
৬৯নং অনুচ্ছেদ: শপথগ্রহণের আগে আসন গ্রহণ বা ভোট প্রদানের ক্ষেত্রে সদস্যের উপর আরোপিত অর্থদণ্ড সম্পর্কিত নিয়ম।
-
৭১নং অনুচ্ছেদ: সংসদে দ্বৈত-সদস্যতা (একাধিক আসন দখল) নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান।
0
Updated: 1 month ago
সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছদে?
Created: 4 weeks ago
A
৯২ (১) নং
B
৯৩ নং
C
৯৪ (১) নং
D
৯৮ নং
বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংবিধান এবং দেশের সাধারণ আইনের অধীনে কাজ করে এবং এটি দেশের সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। সংবিধানের ৯৪ (১) অনুচ্ছেদ অনুসারে,
সুপ্রীম কোর্ট দুটি ভাগে বিভক্ত—আপীল বিভাগ (Appellate Division) এবং হাইকোর্ট বিভাগ (High Court Division)। প্রতিটি বিভাগের নিজস্ব এখতিয়ার (jurisdiction) রয়েছে, যা সংবিধান ও সাধারণ আইন দ্বারা নির্ধারিত। ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়।
-
সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক হিসেবে সুপ্রিম কোর্টের ভূমিকা গুরুত্বপূর্ণ।
-
নাগরিকদের মৌলিক অধিকার (fundamental rights) সংরক্ষণের ক্ষেত্রে, সংসদ কর্তৃক আরোপিত যেকোনো বাঁধা বা বিধিনিষেধ যুক্তিসঙ্গত (reasonable) কি না, তা নির্ধারণের ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে।
-
এই এখতিয়ার সংবিধান ও সাধারণ আইন—দুইয়ের মিশ্রণ থেকে আসে।
0
Updated: 4 weeks ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্রপতির দায়মুক্তি' এর উল্লেখ রয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ৫০
B
অনুচ্ছেদ ৫১
C
অনুচ্ছেদ ৫২
D
অনুচ্ছেদ ৫৩
সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে রাষ্ট্রপতি, মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী ও স্থানীয় শাসনের দায়িত্ব, ক্ষমতা এবং মেয়াদ সম্পর্কিত বিষয়সমূহ উল্লেখ করা হয়েছে।
-
অনুচ্ছেদ ৫০: রাষ্ট্রপতি-পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৫১: রাষ্ট্রপতির দায়মুক্তি
-
অনুচ্ছেদ ৫২: রাষ্ট্রপতির অভিশংসনের বিষয়
-
অনুচ্ছেদ ৫৩: অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ
-
অনুচ্ছেদ ৫৪: অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার
-
অনুচ্ছেদ ৫৫: মন্ত্রিসভা
-
অনুচ্ছেদ ৫৬: মন্ত্রিগণ
-
অনুচ্ছেদ ৫৭: প্রধানমন্ত্রীর পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৫৮: অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৫৯: স্থানীয় শাসন
-
অনুচ্ছেদ ৬০: স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে?
Created: 1 week ago
A
১০ নং অনুচ্ছেদ
B
২১(১) অনুচ্ছেদ
C
২৭ অনুচ্ছেদ
D
২৮(২) অনুচ্ছেদ
0
Updated: 1 week ago