'ফ্লোর ক্রসিং' সংবিধানের কোন অনুচ্ছেদে সন্নিবেশিত করা হয়েছে?
A
৬৯নং অনুচ্ছেদে
B
৬8নং অনুচ্ছেদে
C
৭১নং অনুচ্ছেদে
D
৭০নং অনুচ্ছেদে
উত্তরের বিবরণ
সংবিধান অনুযায়ী ফ্লোর ক্রসিং ও সম্পর্কিত বিধানসমূহ:
-
৭০তম অনুচ্ছেদ: ফ্লোর ক্রসিংকে সংজ্ঞায়িত করেছে। এটি বোঝায় সংসদ সদস্য যখন নিজের দলের নীতি বা নির্দেশনা উপেক্ষা করে বিরোধী দলের পক্ষে ভোট দেন। অর্থাৎ, সংসদ সদস্য যদি নিজের দলের পক্ষে না দাঁড়িয়ে বিরোধী দলের পক্ষে ভোট দেন, সেটি ফ্লোর ক্রসিং হিসেবে গণ্য হবে।
-
৬৮নং অনুচ্ছেদ: সংসদ সদস্যদের পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুবিধা সম্পর্কিত বিধান।
-
৬৯নং অনুচ্ছেদ: শপথগ্রহণের আগে আসন গ্রহণ বা ভোট প্রদানের ক্ষেত্রে সদস্যের উপর আরোপিত অর্থদণ্ড সম্পর্কিত নিয়ম।
-
৭১নং অনুচ্ছেদ: সংসদে দ্বৈত-সদস্যতা (একাধিক আসন দখল) নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান।

0
Updated: 12 hours ago
সংবিধানের কোন অনুচ্ছেদে অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ এর উল্লেখ রয়েছে?
Created: 2 weeks ago
A
অনুচ্ছেদ ৯৫
B
অনুচ্ছেদ ৯৬
C
অনুচ্ছেদ ৯৭
D
অনুচ্ছেদ ৯৮
অনুচ্ছেদ সমূহ (বাংলাদেশ সংবিধান অনুসারে):
-
অনুচ্ছেদ ৯০: নির্দিষ্টকরণ আইন।
-
অনুচ্ছেদ ৯১: সম্পূরক ও অতিরিক্ত বাজেট অনুমোদন।
-
অনুচ্ছেদ ৯২: হিসাব ও ঋণ সংক্রান্ত ভোটাধিকার।
-
অনুচ্ছেদ ৯৩: অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা।
-
অনুচ্ছেদ ৯৪: সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
-
অনুচ্ছেদ ৯৫: বিচারক নিয়োগ।
-
অনুচ্ছেদ ৯৬: বিচারকের পদাধিকারী মেয়াদ।
-
অনুচ্ছেদ ৯৭: অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
-
অনুচ্ছেদ ৯৮: সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারক।
-
অনুচ্ছেদ ৯৯: অবসরের পর বিচারকের অক্ষমতা।
-
অনুচ্ছেদ ১০০: সুপ্রীম কোর্টের আসন।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 2 weeks ago
সংবিধানের কোন অনুচ্ছেদে ‘চলাফেরার স্বাধীনতা‘ বিষয়টি উল্লেখ আছে?
Created: 1 day ago
A
৩৪নং অনুচ্ছেদে
B
৩৭ নং অনুচ্ছেদে
C
৩৫ নং অনুচ্ছেদে
D
৩৬ নং অনুচ্ছেদে
সংবিধান: নাগরিক স্বাধীনতা
-
৩৬ নং অনুচ্ছেদ: চলাফেরার স্বাধীনতা
-
৩৭ নং অনুচ্ছেদ: সমাবেশে স্বাধীনতা
-
৩৮ নং অনুচ্ছেদ: সংগঠনের স্বাধীনতা
-
৩৯ নং অনুচ্ছেদ: চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাক্ স্বাধীনতা

0
Updated: 1 day ago
সংবিধানের ২৮(২) অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
Created: 1 day ago
A
সকল নাগরিকের চাকুরি লাভের সুযোগ
B
সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার
C
সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
D
রাষ্ট্রপতির অভিসংশন
বাংলাদেশ সংবিধান অনুযায়ী সমতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধারা:
-
২৮ (২) নং অনুচ্ছেদ: রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবেন।
-
৫২ নং অনুচ্ছেদ: রাষ্ট্রপতির অভিসংশন প্রক্রিয়া।
-
৯৪ নং অনুচ্ছেদ: সুপ্রিম কোর্টের গঠন।

0
Updated: 1 day ago