চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার-এর কাজ কোনটি?
A
তথ্য সংরক্ষণ
B
রোগী পর্যবেক্ষণ
C
ইমেজ বিশ্লেষণ
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার রোগ নির্ণয়, তথ্য সংরক্ষণ এবং পর্যবেক্ষণে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
-
বর্তমানে প্রায় সকল দেশে রোগ নির্ণয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে সূক্ষ্মভাবে রোগ সনাক্ত করা সম্ভব হচ্ছে।
-
EHR (Electronic Health Record) ব্যবহারের মাধ্যমে রোগীর সকল তথ্য ডাটাবেসে সংরক্ষিত থাকে। রোগী তার EHR ব্যবহার করে যেকোনো স্থান থেকে রিপোর্ট, চিকিৎসা ব্যবস্থা ও অন্যান্য তথ্য অ্যাক্সেস করতে পারে।
-
CT Scan (Computed Tomography Scan) চিকিৎসা বিজ্ঞানে একটি প্রতিচ্ছবি তৈরি প্রক্রিয়া, যেখানে আলোর প্রতিসরণ ও জ্যামিতিক হিসাব ব্যবহার করে দ্বিমাত্রিক ছবিকে ত্রিমাত্রিক আকারে রূপান্তর করা হয়, ফলে বস্তুর অবস্থান নিখুঁতভাবে নির্ধারণ করা সম্ভব হয়।
-
রোগীর অস্বাভাবিক লক্ষণ পর্যবেক্ষণের জন্য কম্পিউটার ব্যবহার করা হয়, যেমন ইসিজি (ECG), ইকোকার্ডিওগ্রাম (Echocardiogram)।
অর্থাৎ, চিকিৎসাক্ষেত্রে তথ্য সংরক্ষণ, ইমেজ বিশ্লেষণ এবং রোগী পর্যবেক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হয়।
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোনটি Spreadsheet Package Program?
Created: 1 month ago
A
Oracle
B
MS Excel
C
FoxPro
D
WordStar
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
এক্সেল (MS Excel)
তথ্য প্রযুক্তি
তথ্য প্রযুক্তির ধারণা (Information Technology - IT)
MS Excel একটি Spreadsheet Package Program। এটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের একটি উদাহরণ, যা মূলত ডেটা প্রক্রিয়াকরণ ও টেবিল আকারে তথ্য ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়।
• Application Software
-
অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমন ধরনের সফটওয়্যার যা কম্পিউটারে বিভিন্ন ব্যবহারিক কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয়।
-
কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ধরণের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি হয়ে থাকে।
-
যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান, তথ্য সংরক্ষণ, হিসাব-নিকাশ বা ডেটা প্রক্রিয়াকরণ করা যায়, তাদেরকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
• অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ধরন ও উদাহরণ
১। Word Processing Package Program : WordStar, WordPerfect, MS Word
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, MS Excel, Quattro Pro
৩। Database Package Program : dBase, FoxPro, Oracle, Informix, Access
উৎস:
0
Updated: 1 month ago
কোন প্রযুক্তির মাধ্যমে প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি সম্ভব হয়েছিল?
Created: 2 months ago
A
BIOS প্রযুক্তি
B
LSI প্রযুক্তি
C
VLST প্রযুক্তি
D
CMOS প্রযুক্তি
মাইক্রোপ্রসেসর (Microprocessor)
সংজ্ঞা:
মাইক্রোপ্রসেসর হলো একটি ক্ষুদ্র ইলেকট্রনিক যন্ত্রাংশ যা CPU-এর গাণিতিক, যুক্তিগত ও নিয়ন্ত্রণ কার্য সম্পাদন করে। এটি একটি ইন্টিগ্রেটেড সার্কিট (IC) যা প্রোগ্রামের নির্দেশনা ব্যাখ্যা ও সম্পাদন করতে পারে।
উদ্ভব ও বিকাশ
-
LSI (Large Scale Integration) প্রযুক্তির মাধ্যমে ১৯৭০-এর দশকে হাজার হাজার যন্ত্রাংশ একত্রে একটি সিলিকন চিপে বসানো সম্ভব হয়েছিল।
-
বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর: Intel 4004, ১৯৭১ সালে বাজারে আসে।
-
VLSI (Very Large Scale Integration) প্রযুক্তির মাধ্যমে ১৯৮০-এর দশকে মাইক্রোপ্রসেসরের ঘনত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
-
২০১০-এর দশকে একটি ছোট চিপেই বিলিয়ন সংখ্যক যন্ত্রাংশ বসানো সম্ভব হয়েছে।
মাইক্রোপ্রসেসরের প্রধান কাজ
-
ইনপুট ও আউটপুট অংশের সাথে কাজের সমন্বয় সাধন করা।
-
গাণিতিক ও যুক্তিসংক্রান্ত কাজ সম্পাদন করা।
-
কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা।
-
স্মৃতি ও গাণিতিক/যুক্তি অংশের তথ্য প্রক্রিয়াকরণ এবং অন্যান্য অংশের সাথে তথ্য বিনিময়ের কাজ নিয়ন্ত্রণ করা।
0
Updated: 2 months ago
মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম কোনটি?
Created: 1 month ago
A
Azure
B
Salesforce
C
GCP
D
AWS
মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম হলো Microsoft Azure।
Microsoft Azure সংক্ষেপে
-
প্রথম ঘোষণা: ২০০৮, চালু: ২০১০ (মূলত Windows Azure নামে), নাম পরিবর্তন: ২০১৪ থেকে Microsoft Azure।
-
ব্যবহারকারীরা ক্লাউডে কম্পিউটিং অবকাঠামো তৈরি করতে পারে এবং তা ব্যবহারকারীদের সেবা হিসেবে প্রদান করতে পারে।
-
এটি মাইক্রোসফটের প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম।
-
২০২৩ সালে বিশ্বব্যাপী ক্লাউড সেবার বাজারে প্রায় ২৩% মার্কেট শেয়ার, Amazon Web Services-এর পর দ্বিতীয় অবস্থানে।
Microsoft-এর অন্যান্য ইন্টেলিজেন্ট ক্লাউড সেবা
-
SQL Server
-
Windows Server
-
Visual Studio
-
System Center
-
GitHub
Office 365
-
উন্মোচিত: ২০১১
-
মাইক্রোসফটের জনপ্রিয় Office সফটওয়্যারের (Word, Excel, PowerPoint, Outlook, OneNote) ক্লাউড সংস্করণ।
-
Google Docs-এর মতো অনেক সুবিধা ও বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত।
0
Updated: 1 month ago