NFC প্রযুক্তির মূল ব্যবহার কী?
A
রেডিও তরঙ্গের মাধ্যমে দূরবর্তী কমিউনিকেশন
B
স্বল্প দূরত্বে ডিভাইস সংযোগ ও তথ্য বিনিময়
C
দ্রুত ইন্টারনেট নেটওয়ার্ক সুবিধা
D
FM/AM রেডিও সিগন্যাল ট্রান্সমিশন
উত্তরের বিবরণ
NFC (Near Field Communication) হলো একটি স্বল্প-পরিসরের বেতার যোগাযোগ প্রযুক্তি, যা ব্যবহার করে খুব কাছাকাছি থাকা (প্রায় ৪ সেন্টিমিটার বা তার কম) দুটি ডিভাইস তথ্য আদান-প্রদান করতে পারে।
NFC সম্পর্কিত মূল তথ্য:
-
পূর্ণরূপ: Near Field Communications
-
এটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তি, যা রেডিও সিগন্যাল ব্যবহার করে দুইটি ডিভাইস বা বস্তুকে একে অপরের সাথে সংযুক্ত করে তথ্য বিনিময় করতে সাহায্য করে।
-
কার্যকর দূরত্ব প্রায় ৪–১০ সেন্টিমিটার।
-
সর্বোচ্চ ডেটা স্থানান্তরের গতি ৪২৪ কিলোবিট/সেকেন্ড।
-
NFC প্রযুক্তি ২০০৪ সালে সনি, নকিয়া ও ফিলিপস-এর যৌথ প্রচেষ্টায় তৈরি হয়।
-
এটি RFID (Radio Frequency Identification) প্রযুক্তি ব্যবহার করে ১৩.৫৬ মেগাহার্টজ ব্যান্ডে ডেটা প্রেরণ করে।
NFC-এর সাধারণ ব্যবহার:
-
মোবাইল পেমেন্ট: যেমন Google Pay, Apple Pay
-
ট্যাগ রিডিং: NFC ট্যাগ থেকে তথ্য পড়া, যেমন পাবলিক ট্রান্সপোর্টে টিকেটিং
-
ফাইল ট্রান্সফার: ছোট ফাইল বা ডেটা শেয়ার করা
-
স্মার্ট ডিভাইস কন্ট্রোল: স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করা
উৎস:

0
Updated: 12 hours ago
নিচের কোনটি Spreadsheet Package Program?
Created: 6 days ago
A
Oracle
B
MS Excel
C
FoxPro
D
WordStar
MS Excel একটি Spreadsheet Package Program। এটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের একটি উদাহরণ, যা মূলত ডেটা প্রক্রিয়াকরণ ও টেবিল আকারে তথ্য ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়।
• Application Software
-
অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমন ধরনের সফটওয়্যার যা কম্পিউটারে বিভিন্ন ব্যবহারিক কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয়।
-
কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ধরণের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি হয়ে থাকে।
-
যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান, তথ্য সংরক্ষণ, হিসাব-নিকাশ বা ডেটা প্রক্রিয়াকরণ করা যায়, তাদেরকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
• অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ধরন ও উদাহরণ
১। Word Processing Package Program : WordStar, WordPerfect, MS Word
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, MS Excel, Quattro Pro
৩। Database Package Program : dBase, FoxPro, Oracle, Informix, Access
উৎস:

0
Updated: 6 days ago
বাস টপোলজিতে ডিভাইসগুলো কীভাবে সংযুক্ত থাকে?
Created: 1 week ago
A
মেশ নেটওয়ার্কে
B
একটি কেন্দ্রীয় হাব ব্যবহার করে
C
একটি বৃত্তাকার লুপে
D
একটি একক কেন্দ্রিয় ক্যাবলের মাধ্যমে
বাস টপোলজি (Bus Topology)
-
সংজ্ঞা: বাস টপোলজিতে সব ডিভাইস একটি কেন্দ্রীয় মূল ক্যাবল বা ব্যাকবোন-এর সঙ্গে সংযুক্ত থাকে।
-
ডেটা ট্রান্সমিশন: কোনো ডিভাইস ডেটা পাঠালে তা পুরো লাইনে প্রবাহিত হয়; প্রয়োজনীয় গন্তব্য ডিভাইস তা গ্রহণ করে।
-
প্রধান বৈশিষ্ট্য:
-
সহজ ও কম খরচে।
-
লাইনে কোনো সমস্যা হলে পুরো নেটওয়ার্ক প্রভাবিত হয়।
-
মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করা হয়।
-
কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না।
-
-
প্রতিযোগিতামূলক টপোলজি:
-
মেশ নেটওয়ার্ক: প্রতিটি ডিভাইস একে অপরের সঙ্গে সংযুক্ত।
-
স্টার টপোলজি: ডিভাইসগুলো কেন্দ্রিয় হাবের মাধ্যমে যুক্ত।
-
রিং টপোলজি: ডিভাইসগুলো সার্কুলার চেইনে থাকে।
-
নেটওয়ার্ক টপোলজি সংজ্ঞা:
-
নেটওয়ার্কে কম্পিউটার বা নোডগুলোর সংযোগের কাঠামো ও ব্যবস্থাপনা।
-
ব্যবহারের ক্ষেত্র, তথ্য আদান-প্রদানের গতি ও রক্ষণাবেক্ষণ বিবেচনা করে বিভিন্ন ধরনের টপোলজি ব্যবহার করা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago
কম্পিউটারের কার্সরের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে কোন ডিভাইস ব্যবহার করা হয়?
Created: 1 week ago
A
কীবোর্ড
B
মনিটর
C
মাউস
D
প্রজেক্টর
মাউস
- মাউস হল একটি হাতে-নিয়ন্ত্রিত ইলেক্ট্রোমেকানিক্যাল ডিভাইস।
- এটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
- মার্কিন উদ্ভাবক ডগলাস এঙ্গেলবার্ট ১৯৬৩-৬৪ সালে মাউস আবিষ্কার করেন।
- মাউসকে একটি সমতল পৃষ্ঠের উপর সরানো হলে, কম্পিউটারের স্ক্রিনে কার্সরের (cursor) নড়াচড়া নিয়ন্ত্রণ করা যায়।
মাউসের ব্যবহার:
- মাউসের বোতাম ব্যবহার করে টেক্সট নির্বাচন, প্রোগ্রাম চালু বা স্ক্রিনে কোনো আইটেম সরানো যায়।
- দ্রুত বোতাম চেপে ("ক্লিক") অথবা বোতাম চেপে ধরে ডিভাইসটিকে সরানোর মাধ্যমে ("ক্লিক এবং ড্র্যাগ") কাজ করা যায়।
প্রকারভেদ:
- মেকানিক্যাল মাউস: একটি বলের ঘূর্ণন থেকে কার্সরের মুভমেন্টে পরিবর্তন করে।
- অপটিক্যাল মাউস: আলো-নির্গত ডায়োড (light-emitting diode) বা লেজার থেকে নির্গত রশ্মি ব্যবহার করে কাজ করে।

0
Updated: 1 week ago