OR গেইটের সত্যক সারণী (Truth Table) অনুযায়ী, কখন আউটপুট ০ হয়?
A
সব ইনপুট ১ হলে
B
কমপক্ষে একটি ইনপুট ১ হলে
C
যেকোনো একটি ইনপুট ০ হলে
D
সব ইনপুট ০ হলে
উত্তরের বিবরণ
◉ OR Gate একটি লজিক গেইট, যা ইনপুটগুলোর মধ্যে যেকোনো একটি ইনপুট ১ হলে আউটপুট ১ দেয়।
কিন্তু সব ইনপুট যদি ০ হয়, তখনই একমাত্র আউটপুট ০ হয়।
অর গেইট:
- অর গেইট যৌক্তিক যোগ পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটসমূহের যৌক্তিক যোগফলের সমান তাকে অর গেইট বলে।
- কমপক্ষে একটি ইনপুট । হলে অর গেইটের আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট হবে 0।
- দুইটি ইনপুট সংকেত A ও B এবং আউটপুট X হলে অর গেইটের সমীকরণ, সাংকেতিক সংকেত ও সত্যক সারণি হবে নিম্নরূপ-
উৎস:

0
Updated: 12 hours ago
একটি রিলেশনাল ডেটাবেজ সারণীতে ডেটার ক্ষুদ্রতম যৌক্তিক একক কোনটি?
Created: 5 days ago
A
রেকর্ড
B
ফিল্ড
C
টেবিল
D
ডেটাবেজ
ডাটাবেজে প্রতিটি রেকর্ডের মধ্যে ডেটার ক্ষুদ্রতম ও একক অংশকে ফিল্ড (Field) বলা হয়। এটি একটি নির্দিষ্ট ধরনের তথ্য ধারণ করে, যেমন একজন ব্যক্তির নাম বা বয়স। ডাটাবেজ হলো সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিল, ফাইল, ফর্ম, রিপোর্ট ইত্যাদির সমষ্টি, যা তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়।
-
ডাটাবেজ (Database):
-
'ডাটা' অর্থ উপাত্ত এবং 'বেজ' অর্থ ঘাঁটি বা সমাবেশ।
-
সম্পর্কযুক্ত এক বা একাধিক ডাটা টেবিল, ফাইল, ফর্ম, রিপোর্ট ইত্যাদির সমষ্টি হলো ডাটাবেজ।
-
-
ডাটাবেজের উপাদান:
১. ডাটা (Data)
২. তথ্য (Information)
৩. রেকর্ড (Record)
৪. ফিল্ড (Field)
৫. রো (Row)
৬. কলাম (Column)
৭. ডাটা টেবিল (Data Table)
৮. ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS)
৯. রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS)
১০. ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ মডেল (Distributed Database Model) -
ফিল্ড (Field):
-
ফিল্ড হলো ডেটার সেই একক, যা একটি নির্দিষ্ট অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্যকে বর্ণনা করে।
-
উদাহরণ: একটি 'শিক্ষার্থী' টেবিলে 'নাম', 'রোল নম্বর', 'শ্রেণি' ইত্যাদি প্রতিটি ফিল্ড।
-
ফিল্ডগুলো একটি রেকর্ডের অংশ হিসেবে কাজ করে এবং ডেটাবেজের তথ্যকে সুসংগঠিত রাখে।
-
-
উল্লেখযোগ্য ধারণা:
-
রেকর্ড (Record): টেবিলের একটি সারি, যা একাধিক ফিল্ডের সমষ্টি।
-
টেবিল (Table): রেকর্ডের সমষ্টি।
-
ডাটাবেজ (Database): এক বা একাধিক টেবিলের সমষ্টি।
-
উৎস:

0
Updated: 5 days ago
কোন অ্যাডার ব্যবহার করে দুটি বিটের যোগফল এবং ক্যারি নির্ধারণ করা যায়?
Created: 1 week ago
A
ডিকোডার
B
এনকোডার
C
হাফ-অ্যাডার
D
ফুল-অ্যাডার
উত্তর: গ) হাফ-অ্যাডার
ব্যাখ্যা:
-
হাফ-অ্যাডার (Half-Adder) হলো একটি ডিজিটাল সার্কিট যা দুটি একক-বিট ইনপুট নিয়ে কাজ করে এবং দুটি আউটপুট দেয়:
-
Sum (যোগফল) – সাধারণত XOR গেট দিয়ে তৈরি।
-
Carry (ক্যারি) – AND গেট ব্যবহার করে নির্ধারণ করা হয়।
-
-
হাফ-অ্যাডার শুধুমাত্র দুটি বিট যোগ করতে সক্ষম এবং পূর্ববর্তী ক্যারি ইনপুট গ্রহণ করতে পারে না।
-
এটি ডিজিটাল ইলেকট্রনিক্সে বড় অ্যাডার বা প্রসেসরের গাণিতিক ইউনিটের বেসিক বিল্ডিং ব্লক হিসেবে ব্যবহৃত হয়।
অন্য সংক্রান্ত সার্কিট:
-
ফুল-অ্যাডার (Full-Adder): তিনটি বিট (দুটি ইনপুট + একটি ক্যারি) যোগ করতে সক্ষম।
-
এনকোডার: মানুষের ভাষা বা তথ্যকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে।
-
ডিকোডার: কম্পিউটারের ভাষা বা সংকেতকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

0
Updated: 1 week ago
1G মোবাইল ফোন কোন প্রযুক্তির ওপর ভিত্তি করে কাজ করেছিলো?
Created: 5 days ago
A
ডিজিটাল প্রযুক্তি
B
ইনফ্রারেড সিগন্যাল
C
অ্যানালগ প্রযুক্তি
D
ব্লুটুথ কানেকশন
প্রথম প্রজন্মের মোবাইল ফোন (1G: 1979–1990) হলো মোবাইল যোগাযোগের প্রথম ধাপ, যা অ্যানালগ প্রযুক্তির ওপর ভিত্তি করে কাজ করত।
1G-এর সূচনা ও উদ্ভাবন
-
যুক্তরাষ্ট্রে Motorola DynaTAC (Total Access Communication System) হ্যান্ডসেট চালু করে।
-
১৯৭৯ সালে জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করে।
-
১৯৮০-এর দশকে 1G সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীর কাছে পৌঁছে।
-
নব্বইয়ের দশকের শুরু পর্যন্ত এই প্রজন্মের সিস্টেম ব্যবহার হতো।
-
রোমিং ব্যবস্থা সীমিত ছিল।
-
উদাহরণ: AMPS (Advanced Mobile Phone System), TACS (Total Access Communication System)।
প্রথম প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য
-
অ্যানালগ রেডিও সিগন্যাল ব্যবহৃত হতো।
-
সেলুলার নেটওয়ার্কের প্রবর্তন।
-
বেজ স্টেশন ও মোবাইল ফোন ভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করত।
-
অর্ধপরিবাহী মেমোরি ও মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হতো।
-
চ্যানেল অ্যাকসেস পদ্ধতি: FDMA (Frequency Division Multiple Access)।
-
বড় আকার ও ভারী ওজন।
-
কথোপকথন চলাকালীন ব্যবহারকারীর অবস্থান পরিবর্তন হলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত।

0
Updated: 5 days ago